AI Ready Amazon Training – Learn Everything About AI For Free!! কালের গতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে AI এর প্রযুক্তিগত বিস্তার। কর্মক্ষেত্রে AI বিপুল চাহিদা বৃদ্ধি পাওয়ায়, শিক্ষাক্ষেত্রেও এই প্রযুক্তির যথেষ্ট চাহিদা দেখা যাচ্ছে। বর্তমানে, AI প্রযুক্তির অন্যতম শক্তিশালী হাতিয়ার যার দ্বারা কর্মক্ষেত্রে প্রচুর সুবিধা পাচ্ছেন মানুষ। সেই নিরিখেই, অ্যামাজন নিয়ে এসেছে ফ্রী তে AI শেখার সুযোগ সকলের জন্য।
কি কি সুবিধা পাওয়া যাবে এই কোর্স শেখার ফলে এবং কিভাবে নিজেকে প্রস্তুত করা যাবে কোর্স শেখার জন্য, সেই বিষয়ে বিস্তারিত জানতে আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে নিন।
Amazon Free AI course 2023
তথ্যপ্রযুক্তি সেক্টরে AI এর গুরুত্ব নিরীক্ষণ করে অ্যামাজন এবার AI কোর্স শেখার সুযোগ নিয়ে এসেছে তাও আবার বিনামূল্যে। সময়ের সঙ্গে IT তে যাতে কর্মীরা পারদর্শী হয়ে উঠতে পারে, সেই জন্য অ্যামাজনের এই উদ্যোগ যথেষ্ট সাড়া ফেলেছে।
সংশ্লিষ্ট এই কোর্সের নাম, “Amazon AI Ready Course” অ্যামাজনের তরফ থেকে জানানো হয়েছে যে, প্রায় 20 লাখ কর্মী এই কোর্সের সঙ্গে যুক্ত হতে পারবে। এই বিষয়ের ওপর একটি বিশেষ সমীক্ষা তথ্য দিয়েছে, AWS (Amazon Web services) যে, AI কোর্সটি ভালোভাবে শিখতে পারলে, কর্মীরা তাদের বর্তমান আয়ের থেকে প্রায় 47 শতাংশ বেশি আয় করতে পারবে।
আরো দেখুন: সম্পূর্ণ বিনামূল্যে কেরিয়ার কোর্স করাচ্ছে টাটা, সঙ্গে সার্টিফিকেট! দারুন সুযোগ
কবে থেকে শুরু হচ্ছে এই কোর্স?
অ্যামাজন এই AI কোর্সটির দ্বারা 2025 সালের মধ্যে প্রায় 20 লাখ মানুষকে AI শেখাবে বলে জানিয়েছে। বিনামূল্যে এই কোর্সটি শিখতে পারবেন মানুষ।
- এই কোর্সটি শিখে জেনারেটিভ AI বিষয়ে জ্ঞান লাভ করবে।
- সেই সঙ্গে আরও একটি বিষয়, প্রায় 50 হাজার ছাত্রছাত্রী এই কোর্সের উদ্যোগে স্কলারশিপ পাবে।
তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে, নতুন ছাত্রছাত্রীদের জন্য এই কোর্সটি গুরুত্বপূর্ণ হবে। কর্মক্ষেত্রে ফ্রেশার কর্মীরা সবথেকে বেশি লাভবান হবে।
এই কোর্সের তিনটি পর্যায় গুলি হলো, জেনেরাটিভ ইন্টেলিজেন্স, অ্যামাজন কোড হুইসপারার (Amazon Artificial Whisperer), জেনেরাটিভ AI লার্নিং প্ল্যান। AWS এডুকেটে এই কোর্সগুলি পাওয়া যাবে। প্রথম দুটি কোর্স পেয়ে যাবেন AWS এডুকেটে। বাকি একটি কোর্স পাওয়া যাবে। AWS skill builder এ শেষ কোর্সটি পাওয়া যাবে।
এই কোর্সে রেজিস্ট্রেশন করবে কিভাবে?
অনলাইন পদ্ধতিতে কোর্সের আবেদন করতে পারবেন কর্মীরা। এছাড়াও কোর্সের বিষয়ে বিশদে জানতে, অ্যামাজনের অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। এছাড়াও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবে AWS skill builder এবং AWS Educate এর ওয়েবসাইট থেকেও।
কোর্স রেজিস্ট্রেশন-এর লিংক: Amazon AI Ready
আরো কোর্স: C/C++ বিনামূল্যে কোডিং শেখার সুযোগ দিচ্ছে কেন্দ্র সরকার! বাড়িতে বসেই বাংলা ভাষায় শিখতে পারবেন
বিশেষ বক্তব্য, এই কোর্সটি সম্পূর্ণ বিনামূল্যে শেখাবে অ্যামাজন, তাই রেজিস্ট্রেশন পদ্ধতিতে কোনো প্রকার চার্জ লাগবে না।
এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -