অষ্টম শ্রেণী থেকেই সেমিস্টার! উচ্চমাধ্যমিকে প্রশ্নপত্রে নতুন নিয়ম, প্রকাশিত হলো নতুন শিক্ষানীতি ২০২৩

Semester System form Class 8, New rules for Higher Secondary Exam: New Education Policy 2023

জাতীয় শিক্ষানীতির সব নিয়ম মানতে নারাজ রাজ্যশিক্ষা শিক্ষা দফতর। শিক্ষামন্ত্রী পরিষ্কার ভাবে এই বক্তব্যকে সমর্থন জানিয়েছিলেন অনেকদিন আগেই। এই নিয়ে বেশ কিছুদিন নানান জল্পনার পর রাজ্যের শিক্ষা দফতরের সুপারিশে প্রকাশিত হয়েছে পরিবর্তিত শিক্ষানীতি। এই নতুন শিক্ষানীতির আরোপ নিয়ে সোমবার মন্ত্রিসভায় বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকেই রাজ্যের প্রাথমিক স্তর থেকে শুরু করে উচ্চস্তরের শিক্ষা ব্যবস্থার নতুন শিক্ষানীতি নির্দিষ্ট করা হয়েছে

নতুন শিক্ষানীতি তে কি কি পরিবর্তন আসছে, অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কি প্রকাশ করা হয়েছে? সমস্ত কিছু জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন!

নতুন শিক্ষানীতি: National Education Policy 2023 (NEP)

এবার থেকে রাজ্যের বিভিন্ন স্কুলে বাংলা ভাষার চর্চাকে প্রাধান্য দিতে হবে বলে স্কুল কতৃপক্ষের ওপর কড়া নির্দেশ রাজ্য শিক্ষা দফতরের। এরফলে, শিশুরা প্রথম শ্রেণী থেকেই বাংলা ভাষা সম্পর্ক যথেষ্ট জ্ঞান অর্জন করতে পারবে। এই উদ্দেশ্য কে সামনে রেখেই রাজ্য সরকার শিক্ষানীতিতে বৈশিষ্ট্যমূলক পরিবর্তনটি এনেছে।

কি নির্দেশিত হয়েছে নতুন শিক্ষানীতিতে?

উচ্চমাধ্যমিক এর প্রশ্নপত্রে যোগ হবে MCQ প্রশ্ন, যা সম্পূর্ণ নতুন নিয়ম হিসেবে যোগ হয়েছে উচ্চমাধ্যমিক পাঠক্রমে। সেই সঙ্গে এবার থেকে সেমিস্টার পদ্ধতি চালু হবে অষ্টম শ্রেণী থেকেই। রাজ্য সরকারের এই শিক্ষানীতিতে মত রয়েছে কেন্দ্রীয় সরকারের শিক্ষা দফতরের।

একই সুপারিশ জানিয়েছে জাতীয় শিক্ষানীতি পর্যালোচনা কমিটিবৃন্দ। কিন্তু এখনই এই নয়া নীতি আরোপ করছে না সরকার, তিন বছর ধরে বিভিন্ন ধাপে এই ব্যবস্থা চালু করা হবে বলে জানানো হয়েছে

একই সঙ্গে খতিয়ে দেখা হবে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরের সিলেবাস এবং উপযুক্ত পুনর্মূল্যায়ন করা হবে সেই পাঠক্রমে। আন্তর্জাতিক ও সর্বভারতীয় বোর্ডের সিলেবাস ও বাদ যাবে না এই নিরীক্ষণ পদ্ধতির থেকে।

ছাত্রছাত্রীরা যাতে উচ্চমাধ্যমিক পরীক্ষার পর নতুন শিক্ষাপদ্ধতিতে অভ্যস্ত হয়ে যেতে পারে তার জন্যই অষ্টম শ্রেণী থেকেই সেমিস্টার পদ্ধতির সূচনা করতে চলেছে রাজ্য সরকার।

অবশ্যই পড়ুন » ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় বাধ্যতামূলক ABC কার্ড! নোটিশ জারি করল UGC, জানুন কিভাবে বানাবেন

কীভাবে পদক্ষেপ গ্রহণ করতে চলেছে সরকার?

এই নিরিখেই, শিক্ষক শিক্ষিকা দের পদোন্নতি করার সিদ্ধান্তও নিয়েছে রাজ্য শিক্ষা কমিটি। তাদের পারফরমেন্সের ওপর নির্ভর করে তারা পদোন্নতি করতে পারবেন। ইতিমধ্যেই, স্কুল গুলির অভ্যন্তরে সম্পর্কে স্থাপনের জন্যে সূচনা করা হয়েছে ” হাব অ্যান্ড স্পোক” পদ্ধতি। একই পদ্ধতিতে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সম্পর্ক স্থাপিত হবে বলে নির্দেশিত হয়েছে।

জাতীয় শিক্ষানীতির 4 বছরের বিএড কোর্সে কে এখনই আরোপ করতে চাইছে না রাজ্য শিক্ষা দফতর। এখনও অবধি 2 বছর পর্যন্তই থাকবে বিএড এর মেয়াদ। রাজ্য শিক্ষা দফতরের ওয়েবসাইটে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয়া শিক্ষানীতির বিষয়ে।

এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -