Nabanna Scholarship Status Check (Online) নবান্ন স্কলারশিপের স্ট্যাটাস! ১০ হাজার টাকা কবে পাবে?

Published On:

Nabanna Scholarship Status Check 2023-24 Online Portal: নবান্ন স্কলারশিপ পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা সহায়তা প্রকল্প। এই প্রকল্পের আওতায় রাজ্যের মেধাবী ও দরিদ্র ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় অনুদান প্রদান করা হয়Nabanna Scholarship Status Check ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এই প্রকল্পের জন্য আবেদন গ্রহণ করা হয়েছে। আবেদনকারী ছাত্রছাত্রীরা তাদের আবেদনের স্ট্যাটাস অনলাইনে চেক করতে পারবেন।

Nabanna Scholarship Status Check 2023-24

যেসব ছাত্র-ছাত্রীরা ইতিমধ্যে নবান্ন স্কলারশিপ এ আবেদন করেছে তারা নিম্নলিখিত উপায়ের মাধ্যমে তাদের স্কলারশিপ এর আবেদন স্ট্যাটাস চেক করতে পারবে, এর মাধ্যমে তাদের আবেদন অনুমোদিত হয়েছে কিনা বা তাদের কোন সমস্যা রয়েছে কিনা তারা জানতে পারবে (Nabanna Scholarship Status Check)। তার সঙ্গে সঙ্গে যাদের স্কলারশিপ অনুমোদন হয়ে গিয়েছে তারা কতদিনের মধ্যে 10000 টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্ট পাবে সেটা সম্বন্ধে জানতে পারবে।

স্কলারশিপ নামনবান্ন মুখ্যমন্ত্রী স্কলারশিপ
বিবরণপশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীদের জন্য, সরকারি স্কলারশিপ
আপডেটScholarship Status Check
অফিসিয়াল ওয়েবসাইটcmrf.wb.gov.in

নবান্ন স্কলারশিপের স্ট্যাটাস চেক (Online Portal)

স্ট্যাটাস চেক করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন:

  • ১. প্রথমে নবান্ন স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে (www.cmrf.wb.gov.in) যান।
  • ২. ওয়েবসাইটের হোমপেজে “স্কলারশিপের স্ট্যাটাস চেক করুন” লিঙ্কটিতে ক্লিক করুন।
  • ৩. একটি নতুন পেজ খুলবে।
  • ৪. এই পেজে আপনার আবেদন নম্বর এবং জন্ম তারিখ লিখুন।
  • ৫. “সাবমিট” বোতামে ক্লিক করুন।

স্ট্যাটাস চেক করার সময় আপনার নিম্নলিখিত বিষয়গুলি মনে রাখতে হবে:

  • আপনার আবেদন নম্বর সঠিকভাবে লিখুন।
  • আপনার ইন্টারনেট সংযোগ ভালো থাকা উচিত।

আপনার আবেদনের স্ট্যাটাস দেখানো হবে।

স্ট্যাটাসের বিকল্পগুলি (Status)

  • “প্রক্রিয়াধীন” (Processing) – আপনার আবেদন এখনও প্রক্রিয়াকরণের অধীনে রয়েছে।
  • “অনুমোদিত” (Approved) – আপনার আবেদন অনুমোদিত হয়েছে এবং আপনি স্কলারশিপের জন্য যোগ্য।
  • “প্রত্যাখ্যাত” (Rejected) – আপনার আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।

যদি আপনার আবেদন “প্রত্যাখ্যাত” হয়, তাহলে আপনি জানতে পারবেন যে কেন আপনার আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।

স্ট্যাটাস থেকে সরাসরি লিংক » Check Status Online

নবান্ন স্কলারশিপ হেল্পলাইন নম্বর (Nabanna Scholarship Helpline Number)

নবান্ন স্কলারশিপের জন্য আবেদনকারী ছাত্রছাত্রীদের জন্য একটি হেল্পলাইন নম্বর এবং হেল্পডেস্ক রয়েছে। এই হেল্পলাইন নম্বর থেকে ছাত্রছাত্রীরা নিম্নলিখিত সুবিধাগুলি পেতে পারে:

  • আবেদনপত্র পূরণে সহায়তা
  • প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহে সহায়তা
  • আবেদনপত্র জমা দেওয়ার ক্ষেত্রে সহায়তা
  • আবেদনের স্ট্যাটাস চেক করতে সহায়তা

হেল্পলাইন নম্বর (Helpline Call Number)

নবান্ন স্কলারশিপের হেল্পলাইন নম্বর হল 033-2253-5335। এই নম্বরে সকাল ১০টা থেকে বিকেল ৫:৩০ পর্যন্ত কল করা যাবে।

  • Monday to Friday – 10 am to 5.30 pm
    ( Excluding Govt. Holidays )

হেল্পলাইন নম্বর থেকে স্ট্যাটাস চেক করার পদ্ধতি (Nabanna Scholarship Status Check Helpline)

হেল্পলাইন নম্বর বা হেল্প ড্রেস থেকে স্ট্যাটাস চেক করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন:

  • ১. হেল্পলাইন নম্বরে কল করুন (033-2253-5335)
  • ২. আপনার আবেদন নম্বর দিন।
  • ৩. আপনার আবেদনের স্ট্যাটাস জানতে চান বলে জানান।

হেল্পলাইন অপারেটর আপনার আবেদনের স্ট্যাটাস জানিয়ে দেবেন।

আরো জানুন: নবান্ন স্কলারশিপ! নতুন আবেদন পদ্ধতি জেনে নিন, প্রত্যেক পড়ুয়া পাবে ১০ হাজার টাকা

আপনার যদি স্ট্যাটাস চেক করার ক্ষেত্রে কোনো সমস্যা হয়, তাহলে আপনি নবান্ন স্কলারশিপের অফিসে যোগাযোগ করতে পারেন। নবান্ন স্কলারশিপের জন্য আপনার আবেদনের স্ট্যাটাস চেক করে নিন এবং স্কলারশিপের জন্য নির্বাচিত হলে আপনার ভবিষ্যতের পড়াশোনায় সুবিধা নিন।

এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -