যে সমস্ত ছাত্র ছাত্রীরা কলেজ এবং বিশ্ববিদ্যালয় পড়াশোনা করছেন তাদের জন্য এসেছে বড় ধরনের সুখবর। রাজ্য সরকার চালু করেছে স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রাম (Student Internship Scheme 2024)। এই স্কিমের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা যেমন সরকারি দপ্তরে চাকরির সুযোগ পাবে পড়াশোনার পাশাপাশি সাহায্য করবে রাজ্য সরকার। কারা আবেদন করতে পারবে? কবে থেকে আবেদন শুরু হবে? স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রাম সম্পর্কে আরো বিস্তারিত তথ্যের জন্য আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।
স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রাম (West Bengal Student Internship Scheme 2024)
২০২৪ সালের ৮ই জানুয়ারি ধনধান্য প্রেক্ষাগৃহে এক সরকারি অনুষ্ঠানে যোগদান করেছিলেন মুখ্যমন্ত্রী। ওই সভায় বক্তৃতা দিতে গিয়ে তিনি স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রামের কর্মসূচির কথা ঘোষণা করেছেন। যে সমস্ত ছাত্র-ছাত্রীরা উচ্চ মাধ্যমিক পাশ করার পর স্নাতক স্তরে ভর্তি হয়েছে বা স্নাতকোত্তার স্তরে পড়াশুনা করছে তারা এই প্রোগ্রামের আওতায় আসতে পারবেন।
রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে ছাত্রছাত্রীদের ইন্টার্ন হিসাবে যুক্ত হতে পারবে, শেষ হওয়ার পর ছাত্র-ছাত্রীরা সার্টিফিকেট হাতে পাবে। Internship কাজ চলাকালীন চলাকালীন ছাত্রছাত্রীরা স্টাইপেন্ড হিসেবে ১০ হাজার টাকা পাবে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “এই বছর আরও একটা নতুন স্কিম চালু করলাম, Student Internship Program. আজ থেকেই শুরু হল। আমি চাই ছোটবেলা থেকেই ছেলে মেয়েরা সরকারি কাজের সঙ্গে প্রশিক্ষণ নিক।”
স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম ২০২৪-এর জন্য আবেদন করার জন্য যোগ্যতা
১) স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রামে আবেদন করতে হলে প্রার্থীদের অবশ্যই ভারত তথা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) স্নাতক, আইটিআই এবং পলিটেকনিকের শিক্ষার্থীরা এই প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবে।
৩) শিক্ষার্থীরা তাদের পরীক্ষায় কমপক্ষে ৬০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে।
৪) বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পে কাজের জন্য ছাত্র-ছাত্রীদের বাংলা এবং ইংরেজি ভাষায় যথেষ্ট দক্ষতা প্রয়োজন। প্রার্থীদের বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
আরো প্রকল্প » WB Yogyashree Scheme: যোগ্যশ্রী প্রকল্পে ৩৬০০ টাকা স্কলারশিপ সঙ্গে বিনামূল্যে প্রস্তুতি! আবেদন করুন এইভাবে
গুরুত্বপূর্ণ ডকুমেন্টস: কি কি কাগজপত্র লাগবে?
স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রাম এর জন্য আবেদন করতে হলে ছাত্র-ছাত্রীদের যে সকল নথিপত্র জমা দিতে হবে সেগুলি হল
১) নাগরিকত্বের পরিচয় হিসেবে আধার কার্ডের কপি।
২) যোগ্যতার মানদন্ড প্রমাণ করার জন্য গ্রাজুয়েশন, আইটিআই বা ডিপ্লোমা পাশের মার্কশিটের কপি।
৩) ছাত্র বা ছাত্রীটির বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট সাইজের একটি ছবি।
৪) টাকা ঢোকার জন্য ব্যাংক অ্যাকাউন্টের কপি।
Student Internship Scheme 2024 Application
স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্পের আবেদনের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে “বাংলার উচ্চশিক্ষা” পোর্টালে এর আবেদনের সমস্ত প্রক্রিয়াটি হবে অনলাইনে! বিস্তারিত প্রক্রিয়াটির নোটিফিকেশন এলে সেখান থেকে আবেদনের লিংক পেয়ে যাবে ছাত্রছাত্রীরা।
বাংলার উচ্চ শিক্ষা Students Internship প্রকল্পের ওয়েবসাইট » https://banglaruchchashiksha.wb.gov.in/
আরো জানুন » Student Credit Card: ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’ প্রকল্প! জানুন সরকারি সুবিধা ও কিভাবে টাকা পাবেন
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিগত কয়েক বছরের স্টুডেন্টদের জন্য সৃষ্ট প্রকল্পগুলির মাধ্যমে পশ্চিমবঙ্গের বহু ছাত্র-ছাত্রীরা উপকৃত হয়েছেন। আশা করব মাননীয়ার স্টুডেন্ট প্রোগ্রামের মাধ্যমেও আগের মতই বহু ছাত্র-ছাত্রীরা ভবিষ্যৎ জীবন গড়ার জন্য উপকার পাবে।
এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -