SVMCM (V4.0) Portal: অবশেষে পোর্টাল ঠিক হলো, শুরু আবেদন সহ অন্যান্য প্রক্রিয়া! সরাসরি লিংক

Published On:

ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে একটি দুর্দান্ত খুশির খবর! স্বামী বিবেকানন্দ মেরিটকাম মেন্স স্কলারশিপ এবং তার পোর্টাল (Swami Vivekananda Scholarship 2023-24 Portal) নিয়ে সাম্প্রতিক কিছু প্রযুক্তিগত কারণে জন্য উচ্চশিক্ষা দপ্তর, তথা বিকাশ ভবনের অফিশিয়াল ওয়েবসাইটটি ডাউন হয়ে যায় এবং ছাত্রছাত্রীসহ স্কুল-কলেজ কর্তৃপক্ষ লগইন করতে সমস্যা হচ্ছিল। ফলে আবেদন প্রক্রিয়া সহ অন্যান্য অফিসিয়াল কাজও কিন্তু বন্ধ ছিল।

কিন্তু অবশেষে, পোর্টালটি আবার আগের রূপে ফিরে এসেছে এবং ছাত্রছাত্রীরা আবার আবেদন প্রক্রিয়া যেমন- ফ্রেশ আবেদন, রেনুয়াল আবেদন, আবেদন ফরওয়ার্ডের কাজ – সমস্ত কিছু আবার সুষ্ঠুভাবে পরিসম্পন্ন হচ্ছে।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পোর্টাল @svmcm.wbhed.gov.in

যে সব ছাত্রছাত্রীরা স্কলারশিপ পোর্টাল দিতে ঢুকতে পারছ না, বা এক্সেস করতে সমস্যা হচ্ছে তাদের জন্য সরাসরি লিংক নিচে দেওয়া রইল –

https://svmcm.wbhed.gov.in/
স্বামী বিবেকানন্দ স্কলারশিপের শেষ তারিখ জানানো বিকাশ ভবন! – SVMCM Last Date 2023-24..Know More
স্বামী বিবেকানন্দের সমস্ত আপডেট পেতে এই পেজে ভিজিট করুন: Visit

শুধুমাত্র লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা হোমপেজের মধ্যে পৌঁছে যাবেন এবং সেখানে গিয়ে যাবতীয় কিছু দেখতে পারেন।

ছাত্র-ছাত্রীদের জন্য নতুন আপডেট (SVMCM Latest Update)

ছাত্র-ছাত্রীদের পরামর্শ দেওয়া হচ্ছে যারা ইতিমধ্যে আবেদন করে ফেলেছ তারা তাদের ড্যাশবোর্ডে লগইন করে নিজেদের আবেদন পত্রটি একবার ভালো করে চেক করে নাও, যে সবকিছু সঠিকভাবে রয়েছে কিনা।

কবে থেকে টাকা দেওয়া শুরু হবে?

যেসব ছাত্র-ছাত্রীদের আবেদন সবকিছু সঠিক ছিল এবং আবেদনের স্ট্যাটাস Application Approved ছিল, তাদের কয়েকদিনের মধ্যেই ফান্ড বিতরণ (Scholarship Disbursement) প্রসেস শুরু হয়ে যাবে।

রিনিউয়াল এবং নতুন আবেদন কত দিন পর্যন্ত খোলা থাকবে?

এখনো পর্যন্ত লাস্ট তারিখ ঘোষণা করা হয়নি তবে প্রতি বছরের মতো এই বছরেরও জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন প্রক্রিয়া খোলা থাকবে।

অবশ্যই পড়ুন: SVMCM Bank Account: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ টাকা পেতে ব্যাংক একাউন্টে এই কাজটি অবশ্যই করুন!

কাজেই চিন্তার কোন বিষয় নেই, নিয়মিত আপডেট থাকো। গুজবে কান দেবেনা, আর শুধুমাত্র বিশ্বস্ত পোর্টাল বা খবরেই আপডেট থাকবে। আমরা “WBGuider – Westbengal Guider” নিয়মিত ছাত্রছাত্রীদের কাছে স্কলারশিপের খবর এই ভাবেই পৌঁছে দিয়ে থাকি।

এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -