SVMCM Last Date 2023-24: Swami Vivekananda Scholarship 2023-24 Last date of Fresh Renewal Application for School and College University Students.
তো বর্তমানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, পশ্চিমবঙ্গের সব থেকে বড় সরকারি স্কলারশিপের ফরম ফিলাপ আবেদন নতুন এবং রিনিউয়াল উভয়ই চলছে – যেটি বিকাশ ভবন থেকে পরিচালনা করা হয়। ছাত্রছাত্রীরা আবেদনের কাজে বিভিন্ন কাগজপত্র জোগাড় থেকে শুরু করে আবেদনপত্র পূরণ, কিংবা বিভিন্ন অফিসে গিয়ে স্বাক্ষর করানো – ছাত্র ছাত্রীদের মার্কশিট আপলোড, কিংবা কলেজে কাগজপত্র জমা দেওয়া, সবকিছুই দারুন চলছে।
ছাত্রছাত্রীদের আবেদনের শেষ তারিখ কবে? কতদিনের মধ্যেই বা আবেদন করতে হবে। – আবেদনের পোর্টাল কতদিন খোলা থাকবে? বিকাশ ভবন থেকে কি জানানো হচ্ছে – পড়ুয়াদের মনে নানান প্রশ্ন!
আজকের প্রতিবেদনে আমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের লাস্ট ডেট (Last Date of SVMCM Scholarship) – এর ব্যাপারে বিস্তারিত তুলে ধরব! তাই মন দিয়ে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
Swami Vivekananda Scholarship 2023 Last Date
স্কুল ছাত্র ছাত্রীদের আবেদন অনেক আগে শুরু হয়ে গিয়েছিল কিন্তু কলেজ ছাত্র ছাত্রী এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের আবেদন সাম্প্রতিক ২৬ শে সেপ্টেম্বর থেকে চালু হয়েছে।
স্কুলের ফ্রেশ ও রিনুয়াল লাস্ট ডেট (School)
যেহেতু স্কুল ছাত্র ছাত্রীদের আবেদন আগেই শুরু হয়ে গিয়েছে এবং তাদের বোর্ডের পরীক্ষার সঙ্গে পাল্লা দিয়ে আবেদন আগেই শেষ হয়ে যাবে! যতদূর জানা যাচ্ছে ডিসেম্বর পর্যন্ত তাদের আবেদন খোলা থাকবে।
কলেজ এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের লাস্ট ডেট
কলেজ ও বিশ্ববিদ্যালয় পরিবাদের আবেদন ২০২৪ সালের জানুয়ারি মাস পর্যন্ত চলতে পারে (SVMCM Last date for College Students)। অনেক কলের বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা অনেক দেরিতে শুরু হয়, তার সঙ্গে যারা রেনুয়াল আবেদন করবে তাদের মার্কশিটসহ অন্যান্য কাগজপত্র কলেজ থেকে দেবে – তারপরেই তারা আবেদন করতে পারে।
অন্যদিকে কলেজের ছাত্র-ছাত্রীদের ভর্তি প্রক্রিয়া শুরু হল তাদের রেজিস্ট্রেশন বাকি আছে, তাই তাদেরও আবেদন করতে দেরি হবে। ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল পড়ুয়াদের তো আরো দেরি হবে।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ | আবেদনের শেষ তারিখ |
স্কুল ছাত্র-ছাত্রী একাদশ এবং দ্বাদশ শ্রেণি | 2023, ডিসেম্বর পর্যন্ত |
কলেজ বিশ্ববিদ্যালয় সহ যাবতীয় অন্যান্য কোর্স | জানুয়ারি, ২০২৪ (সম্ভাব্য তারিখ); পরবর্তী ক্ষেত্রে বাড়ানো হতে পারে। |
কাজেই কলেজে এবং বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রীদের আবেদন এখন অনেকদিন প্রায় তিন-চার মাস ধরে চলবে। এবং পরবর্তী ক্ষেত্রে পরিস্থিতির ওপর আবেদনের তারিখ বাড়ানো হয়।
এটার উপর একটি বিস্তারিত ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন –
তবে সমস্ত অফিসিয়াল আপডেট পাওয়ার জন্য আপনারা উচ্চশিক্ষা দপ্তরের ওয়েবসাইটের চোখ রাখতে পারেন, এবং আমাদের ফলো করলে আপ-টু-ডেট থাকবেন।
পোস্টটি অবশ্যই ছাত্রছাত্রীদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, যাতে তারাও জানতে পারে এবং আবেদনের কাজ ধীরে সুস্থে করে, কারণ এখন হাতে অনেক সময় আছে।
এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -