কেন্দ্রীয় শিক্ষা সহযোগ স্কলারশিপে ছাত্র ছাত্রীরা ১০০০০ টাকা পাবে! কিভাবে আবেদন করতে হবে জেনে নিন

NSDL Sikhsha Sahyog Scholarship Scheme 2023 – ছাত্রছাত্রীদের জন্য 10000 এবং 12000 টাকার স্কলারশিপ, প্রকাশিত হলো কেন্দ্রীয় শিক্ষাশিক্ষা সহযোগ স্কলারশিপ।

অনেক ছাত্র-ছাত্রী চাই যে তারা যে সরকারি স্কলারশিপ পাচ্ছে, তার সঙ্গে যেন আরো কিছু স্কলারশিপের সুবিধা তারা পায়! তবে একটি সময়ে একটি ছাত্র ছাত্রী একটি স্কলারশিপ পাবে – এটি সরকারি নিয়ম। তবে আজ আমরা এমন একটি “আধা সরকারি স্কলারশিপ” – এর ব্যাপারে আপডেট দেব, যেটি সবাই আবেদন করতে পারবে, অন্য সরকারি স্কলারশিপ পেলেও।

কিন্তু কিভাবে আবেদন করবেন, কি কি কাগজপত্র লাগবে, কোথায় আবেদন পত্র জমা করতে হবে ?- এসব এত কিছু নিয়ে চিন্তা করছেন? – আর ভাবতে হবে না, প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন সমস্ত কিছুর ব্যাপারে বিস্তারিত দেওয়া রইল!

NSDL কেন্দ্রীয় শিক্ষা সহযোগী স্কলারশিপ ২০২৩-২৪

National Securities Depository Ltd. অথবা NSDL এর দ্বারা প্রকাশিত একটি বৃত্তিমূল প্রকল্প হলো শিক্ষা সহযোগ স্কলারশিপ। এই প্রোগ্রামটি ভারত সরকারের দ্বারা অনুপ্রানিত e-goverment এর অন্তর্গত একটি স্কিম।

আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর পরিবারের যে সকল ছাত্র ছাত্রীরা যারা স্কুল মাধ্যম, স্নাতক এবং স্নাতকোত্তর বর্ষে পাঠরত এবং আর্থিক কারণে পড়াশুনায় বাধা পাচ্ছে, তাদের সাহায্য করতে এগিয়ে এসেছে NSDL সংস্থাটি। আর্থিক কারণ যাতে ছাত্রছাত্রীদের পড়াশুনা এবং অগ্রগতির পথে বাধা না হয়, তাই এই স্কলারশিপের উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

কারা আবেদন করতে পারবে?

এই স্কলারশিপের জন্য অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী, সাধারণ কলেজ স্টুডেন্ট, এবং ইউনিভার্সিটি স্টুডেন্ট আবেদন করতে পারবে।

কি কি যোগ্যতার প্রয়োজন –

  • আগের শিক্ষাবর্ষের ফাইনাল পরীক্ষায় 60% এর বেশি নম্বর পেয়ে পাশ করতে হবে।
  • পারিবারিক আয়ের পরিমাণ 3,00,000 টাকার কম হতে হবে।
  • ছাত্র-ছাত্রীদের পূর্ণ সময়ের রেগুলার করতে পড়াশোনা করতে হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

আবেদন করার আগে নিম্নলিখিত কাগজপত্র গুলি ছাত্রছাত্রীদের অবশ্যই জোগাড় করে রাখতে হবে এবং এগুলি স্ক্যান করে পিডিএফ আকারে আপলোড করতে হবে।

ছাত্রছাত্রীদের আবেদনের গুরুত্বপূর্ণ নথিসমূহ –

(১) নাগরিক প্রমাণ পরিচয়পত্র (আধার কার্ড বা প্যান কার্ড)।

(২) গতবছরের মার্কশিট কলেজের সেমিস্টার ছাত্রছাত্রীদের আগের বছরের দুই পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে।

(৩) অভিভাবকের বার্ষিক আয়ের প্রমাণ পত্র।

(৪) আবেদনকারীর ব্যাংকের পাসবুকের কপি।

(৫) নতুন ক্লাসে ভর্তির প্রমাণপত্র/ কলেজের ফি-এর রশিদ।

(৬) ইনস্টিটিউশন থেকে প্রদত্ত বোনাফাইড সার্টিফিকেট।

স্কুল ছাত্র ছাত্রীদের জন্য (8th থেকে 12th) প্রদত্ত NSDL Sikhsha Sahyog Scholarship

ক্লাসটাকার পরিমান
অষ্টম শ্রেণী ও নবম শ্রেণী২৫০০ টাকা
দশম শ্রেণী (এবছর মাধ্যমিক দেবে)৩৫০০ টাকা
একাদশ ও দ্বাদশ শ্রেণী (এবছর উচ্চ মাধ্যমিক দেবে)৫০০০ টাকা

বর্তমানে ক্লাস VIII, IX, X, XI, XII -এর ছাত্রছাত্রীদের অবশ্যই আগের ক্লাসে ৬০ শতাংশের বেশি নম্বর পেয়ে পাস করতে হবে।

Apply Aditya Birla Scholarship 2023

স্নাতক কলেজ পড়ুয়াদের জন্য শিক্ষা সহযোগ স্কলারশিপ (UG Courses)

উচ্চ মাধ্যমিকের পর যেসব ছাত্র-ছাত্রীরা পূর্ণ সময়ের জন্য স্নাতক করছে ভর্তি হয়েছে বা বর্তমানে কলেজে পড়াশোনা করছে দ্বিতীয় বা তৃতীয় বর্ষের হয়েছে তারা আবেদন করতে পারবে।

স্নাতক বর্ষে ( UG program) কি কি কোর্সের জন্য মিলবে স্কলারশিপ?বৃত্তির পরিমাণ
B.A – Bachelor of Arts
B.Com – Bachelor of Commerce
B.SC – Bachelor of Science
B.M.S – Bachelor of Management Studies
B.B.A – Bachelor of Business Administration
বছরে ১২০০০ টাকা

আরো দেখুন: Siemens Scholarship: ছাত্রছাত্রীরা টিউশন ও হোস্টেল ফি স্কলারশিপ পাবে! অনলাইনে আবেদন করুন

NSDL Sikhsha Sahyog Scholarship for PG courses (বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ছাত্র ছাত্রীদের জন্য)

আর্থিক দুর্বলতার কারণে যে সকল ছাত্রছাত্রী স্নাতক বর্ষের পর স্নাতকোত্তর শ্রেণীতে পড়াশুনায় পিছিয়ে পড়ছে, তাদের আর্থিক সাহায্য প্রদানের জন্য এগিয়ে এসেছে NSDL।

যে যে কোর্স নিয়ে PG course নিয়ে এ পড়লে পাওয়া যাবে স্কলারশিপবৃত্তির পরিমাণ
M.Sc – Master of Science
M.A. – Master of Arts
M.Com – Master of Commerce
বছরে ১২০০০ টাকা

Apply Reliance Foundation Scholarship:

শিক্ষা সহযোগ স্কলারশিপে আবেদন এবং গুরুত্বপূর্ণ তারিখ সমুহ

ছাত্রছাত্রীরা বিদ্যাসারথী পোর্টালের মাধ্যমে মাধ্যমে সম্পূর্ণ অনলাইনে বাড়িতে বসে এই স্কলারশিপে আবেদন করতে পারবে।

Apply Now

অবশ্যই পড়ুন: দিগজ্যোতি স্কলারশিপ ১০,০০০ টাকা পাবে ছাত্রছাত্রীরা! আবেদন জেনে নিন

গুরুত্বপূর্ণ তারিখ সমুহ:
আবেদন প্রক্রিয়া চলবে 29/09/2023 থেকে 29/10/2023 পর্যন্ত।

স্কলারশিপের আবেদনের জন্য ভিজিট করুন অফিসিয়াল ওয়েবসাইট, তার সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলেও এর আবেদনের বিস্তারিত ভিডিও পেয়ে যাবেন

এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -