ঘোষণা পুজোর ছুটি! কতদিন, কবে থেকে শুরু হচ্ছে? দেখুন শিক্ষা দপ্তরের অফিসিয়াল ছুটির তালিকা

Puja Vacation Duration for Westbengal School College Students 2023.

“আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জীর। ধরণীর বহির্কাশে অন্তর্হিত মেঘমালা।” এই স্তোত্রের মধ্যে দিয়েই শুরু হয়ে যায় পুজো পুজো রব। আর ২০ দিন পর দুর্গাপূজা।

পুজোর ছুটি: গোটা বছর প্রবাসী বাঙালি থেকে শুরু করে ঘরোয়া বাঙালি সকলেই এই সময়ের জন্য অপেক্ষা করে বসে থাকেন। সকল ছাত্রছাত্রীদের কাছে পুজোর ছুটির মজাই আলাদা। এবছর ছাত্রছাত্রীরা কবে থেকে কত দিন পর্যন্ত ছুটি পাচ্ছে! – কবে থেকে অফিসিয়াল ছুটি শুরু হচ্ছে, জানুন আজকের প্রতিবেদনে।

Puja Holiday 2023 Westbengal

বাঙালির সব থেকে আনন্দের উৎসব এটি। পুজোর ছুটিতে এক আলাদাই আনন্দ লুকিয়ে থাকে। ছোট থেকে বড় সকলেই এই ছুটির জন্যই অপেক্ষায় বসে থাকেন। অনেকে পুজোর ছুটিতে ঠাকুর দেখতে পছন্দ করেন, কেউ কেউ আবার পরিবারকে নিয়ে চলে যান ট্যুর করতে। আবার অনেকে ভিন রাজ্য থেকে নিজের রাজ্যে আসেন এই ছুটি কাটাতে।

তাঁদের সকলের কাছে এই পুজোর ছুটির প্রাধান্য আলাদা। তবে নিজেরা ছুটি পেলেও সবার আগে দরকার বাচ্চাদের ছুটি। যাঁরা স্কুলে পড়ছেন বা পড়াচ্ছেন তাঁদের ছুটির তালিকা প্রকাশ পেয়েছে।

অবশ্যই পড়ুন: মেধাশ্রী স্কলারশিপ, রাজ্যের পড়ুয়ারা পাবে সরকারের এই দুর্দান্ত স্কলারশিপ

ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষা দপ্তরের অফিসিয়াল ছুটি

ইতিমধ্যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে সরকারি স্কুলগুলির এই বছরের ছুটির তালিকা ঘোষণা করা হয়েছে। জানা যাচ্ছে এই বছর টানা ২৬ দিন স্কুল ছুটি থাকবে। তার আগে মহালয়ার জন্য ১৪ ই অক্টোবর ছুটি থাকবে।

এই বছরের পুজোর ছুটি একেবারে চতুর্থী থেকে শুরু হয়ে যাবে। আর ছুটি থাকবে ভ্রাতৃ দ্বিতীয়ার পরের দিন অর্থাৎ ভাইফোঁটা -র পরবর্তী দিন পর্যন্ত। চলতি বছরের ১৮ ই অক্টোবর এই বছরের চতুর্থী পড়েছে। ঐদিন থেকে ছুটি শুরু হয়ে যাবে সরকারি স্কুলের ছুটি। আর ছুটি থাকবে ১৬ ই নভেম্বর পর্যন্ত।

অর্থাৎ ১৮ অক্টোবর চতুর্থী থেকে ১৬ই নভেম্বর ভ্রাতৃ দ্বিতীয়ার পরবর্তী দিন পর্যন্ত সর্বমোট ২৬ দিন ছুটি পাবে পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীরা।

আপনাদের সুবিধার্থে শিক্ষা দপ্তরের অফিসিয়াল ছুটির তালিকা লিংক দেওয়া রইল আপনারা ডাউনলোড করুন, দেখে নিতে পারেন!

WBBSE Model Holiday List 2023

তবে এক্ষেত্রে কিছু প্রাইভেট স্কুল এবং কলেজ প্রতিষ্ঠানগুলিতে ছুটি কিছু ক্ষেত্রে কম দেওয়া হতে পারে। তবে সরকারি সমস্ত স্কুলগুলিতে ছুটির তালিকা মেনে দেওয়া হবে।

Apply Online Nabanna Scholarship 2023

পুজোর পরবর্তী বাড়তি ছুটি

তারপর আবার কিন্তু ছুটি রয়েছে। ১৯‌ শে নভেম্বর ছট পূজা উপলক্ষে স্কুল ছুটি থাকবে। কিন্তু সেদিন আবার রবিবার পড়ার কারণে সেই ছুটির কোন অতিরিক্ত লাভ পাবেনা স্কুল পড়ুয়ারা। তবে আনন্দের খবর হল ছট পূজার জন্য অতিরিক্ত একদিন ছুটি দিয়েছে সরকার। ২০ শে অক্টোবর ছট পূজার অতিরিক্ত ছুটি থাকবে।

এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -