Infosys Scholarship Program 2023: Infosys Releases Notification for Rs 1 Lakh Scholarship per Students, Know Details in this Article.
“ইনফোসিস স্কলারশিপ প্রোগ্রাম” এর মাধ্যমে বছরে এক লক্ষ টাকার স্কলারশিপ প্রদানের ঘোষণা করেছে দেশের সবথেকে অন্যতম বড় তথ্যপ্রযুক্তি কোম্পানি “INFOSYS”, কিভাবে বাড়িতে বসে আবেদন করতে পারবেন? কারা আবেদন করতে পারবে? কি কি যোগ্যতা লাগবে – জেনে নিন বিস্তারিত।
আর এরকমই সমস্ত স্কলারশিপ আপডেট পেতে আমাদের ফলো করুন ও আপডেটটি বন্ধু-বান্ধবীদের সঙ্গে শেয়ার করুন।!! লিংক পোস্টের শেষে পেয়ে যাবেন।
ইনফোসিস স্কলারশিপ প্রোগ্রাম (Infosys Scholarship)
দেশের অন্যতম বড় আইটি কোম্পানি হল ইনফোসিস! যার কর্ণধার হলে নারায়ন মূর্তি। তথ্যপ্রযুক্তির পাশাপাশি দেশের ছাত্র-ছাত্রীদের জ্ঞান এবং প্রযুক্তি শিক্ষায় উদ্বুদ্ধ করার জন্য প্রতিবছর স্কলারশিপ এর ব্যবস্থা করে “Infosys Foundation”.
STEM অর্থাৎ সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং মাথেম্যাটিকস এই চারটি বিষয় নিয়ে পাঠরত মেয়েরা যারা, তাদের জন্য ইনফোসিস ফাউন্ডেশন এর তরফ থেকে স্কলারশিপ পায়।
সেই নিরিখেই ইনফোসিস স্কলারশিপ 2023-এর আবেদনপত্র জমা নিচ্ছে ইনফোসিস সংস্থা। জাতিয়গত ভাবে সকল স্নাতক শ্রেণীর মেয়েদের যারা BSc, BTech, Mathematics, Engineering -বিভাগগুলিতে পড়াশুনা করছে তাদের শিক্ষা এবং স্নাতক ডিগ্রি অর্জনে উপকৃত হবে।
Apply Nabanna Scholarship 2023
Scholarship Benefits কি কি সুবিধা পাবেন ?
আজকের দেশে STEM এর বিভাগে পাঠরত ছাত্রীদের দ্বারা সম্মুখিত প্রধান সমস্যা গুলি হলো আর্থিক প্রতিবন্ধকতা, অনুপযুক্ত মেন্টরশিপ।
এই স্কলারশিপের প্রথমভাগে সারাদেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান গুলি থেকে মোট 2000 ছাত্রীদের বৃত্তি প্রদান করা হবে।
বার্ষিক 1 লক্ষ টাকা প্রদান করবে ইনফোসিস ফাউন্ডেশন (Infosys Scholarship Amount) এবং 4 বছর তাদের বৃত্তি সুনিশ্চিত করবে। পড়াশুনার উপকরণ, দৈনিক খরচ এবং বেতন এই সমস্ত ক্ষেত্রের খরচ বহন করবে অধিকর্তা কোম্পানি।
অবশ্যই পড়ুন: Kotak Kanya Scholarship (কোটাক কন্যা স্কলারশিপ) মেয়েরা পাবে ১.৫ লাখ টাকা! অনলাইনে আবেদন জেনে নিন
কারা স্কলারশিপ আবেদন করতে পারবে?
আবেদন করার জন্য নিম্নলিখিত যোগ্যতাগুলি থাকতে হবে –
- ছাত্রীদের ভারতীয় নাগরিক হতে হবে।
- আবেদনকারীদের পারিবারিক বার্ষিক আয় 8,00,000 টাকার কম হতে হবে।
- আবেদনকারী প্রার্থীদের আবশ্যিকভাবে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং NIRF স্বীকৃত প্রতিষ্ঠানে পাঠরত থাকতে হবে।
- চলমান কোর্সে পারফরমেন্স স্বরূপ সেই জাতীয় সম্পর্কিত কোর্সে ছাত্রীদের 7 CGPA থাকতে হবে। এমবিবিএস ছাত্রীদের বার্ষিক সকল বিষয়ে পাশ করে থাকতে হবে।
Infosys Scholarship কিভাবে অনলাইনে আবেদন করবেন
ছাত্রছাত্রীরা অনলাইনে আবেদন করার জন্য অফিসিয়াল ইনফোসিস (Infosys Scholarship Application Form Fill Up Official Website) পোর্টালে যেতে হবে। লিংক আপনারা নিচে পেয়ে যাবেন। সেখানে গিয়ে নিজের যাবতীয় তথ্য ও ডকুমেন্ট আপলোড করে ফরম পূরণ করতে হবে।
Jio Scholarship 2023: রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ ২০২৩, শুরু হল আবেদন!
স্কলারশিপে প্রয়োজনীয় নথিপত্র
JEE, NEET এবং CET এর স্কোর বোর্ড (বিষয়ভিত্তিক ছাত্রীরা উল্লেখিত যে যে পরীক্ষাটিতে উত্তীর্ণ হয়েছে) এর সঙ্গে class 12 এর পাশের মার্কশিট এবং সার্টিফিকেট।
- জাতীয় পরিচয়পত্র, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড।
- অ্যাডমিশন লেটার, ফি রসিদ এবং চলতি বছরে ভর্তির প্রমাণ নথিপত্র।
- সরকারি উপযুক্ত অফিস, বিপিএল কার্ড, আয়ুষ্মান ভারত কার্ড দ্বারা নির্ধারিত পারিবারিক আয়ের প্রমাণপত্র।
- অতিরিক্ত নথি হিসেবে পূর্বের 6 মাসের বিদ্যুতের বিলের নথিপত্র।
- ব্যাংক অ্যাকাউন্টের নথিপত্র।
- আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি (সাম্প্রতিক)
বিস্তারিত তথ্য জানতে এবং স্কলারশিপের আবেদনের জন্য ইনফোসিস ফাউন্ডেশন এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন। আর কোন সমস্যা থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন!
এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -