Nirankari Rajmata Scholarship: নতুন বেসরকারি স্কলারশিপ! ছাত্র-ছাত্রীরা পাবে ৫০০০০ টাকা সুবিধা

Published On:

Nirankari Rajmata Scholarship: New Private Scholarship! Students will get Rs 50000 benefits. উচ্চশিক্ষা লাভের জন্য ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ এর প্রয়োজন হয়ে থাকে। বিভিন্ন সরকারি স্কলারশিপ এর ব্যাপারে সহজ জানা গেলেও, বেসরকারি স্কলারশিপগুলির সম্পর্কে জানা যায় না। আজ আমরা আপনাদের এমনই একটি বেসরকারি স্কলারশিপের খবর দেব। আপনি যদি গ্র্যাজুয়েশনে ভর্তি হন বা ভর্তি হওয়ার কথা ভাবেন তাহলে আজকের প্রতিবেদনটি আপনার খুব কাজে লাগবে।

এই প্রতিবেদনটিতে যে বেসরকারি স্কলারশিপটি নিয়ে আলোচনা করব সেটি হল Nirankari Rajmata Scholarship। এই স্কলারশিপে আবেদন করার জন্য পড়ুয়াদের কি কি যোগ্যতার প্রয়োজন এবং সম্পূর্ণ আবেদন পদ্ধতি জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

Nirankari Rajmata Scholarship Program 2023-24 কী ?

নিরঙ্করি রাজমাতা স্কলারশিপটি একটি বেসরকারি স্কলারশিপ (Private Scholarship) এই স্কলারশিপটি ভীষণ মর্যাদাপূর্ণ একটি স্কলারশিপ। যারা বর্তমানে উচ্চমাধ্যমিক পাশ করে গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছেন, তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

এই স্কলারশিপের জন্য আবেদন করার জন্য যোগ্যতার কয়েকটি মাপদণ্ড পূরণ করতে হবে –

১. এই স্কলারশিপ এ আবেদন করার জন্য দ্বাদশ শ্রেণীতে ন্যূনতম ৯০ শতাংশ মার্কস লাগবে।
২. পরিবারের বার্ষিক আয় ৩ লাখ ৫০ হাজার টাকার মধ্যে হতে হবে।
৩. এই স্কলারশিপটি রিনিউ করার জন্য আবেদনকারী -কে প্রতিবছর ন্যূনতম ৭৫ শতাংশ মার্কস পেতে হবে।
৪. যেকোনো মেডিসিন ফিল্ডে গ্রাজুয়েট ডিগ্রী, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, এমবিএ, এলএলবি, পিজিডিএম, চার্টেড একাউন্টেন্সি, সিএফএ ইত্যাদি বিষয়ে আবেদনকারীকে রেগুলার কোর্সে ভর্তি হতে হবে।

আপডেট: সীতারাম জিন্দাল স্কলারশিপ ফর্ম ফিলাপ, 60% নম্বরে আবেদন (Jindal Scholarship 2023 Apply)

এই স্কলারশিপের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত পেতে পারে। তবে ৫০ শতাংশ স্কলারশিপ মেয়েদের জন্য সংরক্ষিত।

প্রয়োজনীয় নথিপত্র (Required Document)

আবেদন করার জন্য যে সমস্ত নথি লাগবে –

ব্যক্তিগত কাগজপত্র:- ১. ছবি সহ আবেদন পত্রের কপি। ২. আয়ের শংসাপত্র।
৩. শিক্ষা প্রতিষ্ঠানের তরফ থেকে পাওয়া অ্যাডমিশন স্লিপ অথবা লেটারের কপি।
৪. দশম শ্রেণি থেকে দ্বাদশ পর্যন্ত পরীক্ষার মার্কশিট। ৫. দশম ও দ্বাদশ শ্রেণির সার্টিফিকেট।

একাডেমিক ও অন্যান্য:- ৭. শিক্ষা প্রতিষ্ঠানের সর্বশেষ পে রিসিট।
৮. শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জারি করা পত্র যেখানে লেখা থাকবে আবেদনকারী কোনো স্কলারশিপ পাচ্ছে না বা পাবে না।
৯. সেল্ফ অ্যাটেস্টেড সহ বাসস্থানের প্রমাণপত্র। ১০. সেল্ফ অ্যাটেস্টেড সহ পাসবুকের প্রথম পৃষ্ঠার ছবি ও ক্যানসেল করা চেক।

আবেদন প্রক্রিয়া (Application Process of Nirankari Rajmata Scholarship)

অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্র ডাউনলোড করতে হবে। এরপর সেটি প্রিন্ট আউট করিয়ে সমস্ত নির্দেশ ভালো ভাবে পড়ে পূরণ করতে হবে। তারপর প্রয়োজনীয় নথির কপি আবেদন পত্রের সাথে স্পিড পোস্ট মারফত “Education department, Sant Nirankari Charitable Foundation, 80-A, Avtar Marg, Sant Nirankari Colony, Delhi- 110009” -এ পাঠাতে হবে।

গুরুত্বপূর্ন তারিখ:

  • ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ: নভেম্বর 30, 2023
  • সফল প্রার্থীদের চেক 31 জানুয়ারী, 2024 এর মধ্যে বিতরণ করা হবে

অফিসিয়াল ওয়েবসাইট এর লিংক: https://nirankarifoundation.org/

আবেদন পত্র ডাউনলোড এর লিংক: Download Form

আরো প্রাইভেট স্কলারশিপ: TATA PARAS Scholarship: বছরে ২৫ হাজার টাকা স্কলারশিপ দেবে টাটা ইন্সুরেন্স! কারা পাবে?

এই স্কলারশিপ নিয়ে বিস্তারিত যদি কিছু জানার থাকে ইমেল: [email protected], টেলিফোন: +91-11-47660380, +91-11-47660200 কথা বললে সাহায্য নিতে পারেন।

এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -