প্রযুক্তিগত উন্নতির ফলে আজকের মানুষের জীবনে এসেছে আমূল পরিবর্তন। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রযুক্তির সাহায্যে মানুষ জটিল থেকে জটিলতর সমস্যার সমাধান করতে পারছে। ফলবশত, প্রযুক্তিগত শিক্ষার চাহিদা দিন দিন বাড়ছে। সঠিক প্রযুক্তিগত ধারণার দ্বারাই, প্রযুক্তির ব্যবহার সঠিক ভাবে এবং সঠিক মুহূর্তে করতে পারবে মানুষ।
প্রযুক্তিগত শিক্ষার বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা প্রদান করছে বিশ্বের প্রচুর নামই দামী শিক্ষাপ্রতিষ্ঠান। সেই নিরিখেই, এবার অনলাইন প্রযুক্তি শিক্ষার সুবিধা নিয়ে Google এর পদক্ষেপ বহুল প্রচারিত হচ্ছে। ভিন্ন ধারার প্রযুক্তির কোর্স নিয়ে এসেছে, গুগল (Free Course from Google with Certificate)। বিনামূল্যেই, সেই কোর্সগুলো করতে পারবেন ইচ্ছুক ব্যক্তিরা। কোর্সের পর তারা প্রত্যেক শংসাপত্র (Certificate)পাবেন।
গুগল সার্টিফিকেশন কোর্সের বিস্তারিত, 2023
প্রযুক্তিগত শিক্ষার জন্য বহু মানুষকেই অনেক বেশি আর্থিক ব্যয় করতে হচ্ছে আজকাল। বহু নামিদামি সংস্থা কোর্সের ফি হিসেবে অনেক বেশি টাকা বরাদ্দ করছে। কিন্তু, সকল ইচ্ছুক মানুষরাই বেশির অর্থের বিনিময়ে এই কোর্সের সুবিধা নিতে সক্ষম হচ্ছেন না। নিম্নলিখিত এই পাঁচটি কোর্স প্রদান করছে গুগল,সেখানে মানুষ আর্থিক দুশ্চিন্তাকে পিছনে ফেলে এগিয়ে যেতে পারবেন প্রযুক্তিগত শিক্ষায়। প্রত্যেক কোর্সের শেষে আপনি পাবেন অ্যাচিভমেন্ট সার্টিফিকেট।
১. ডিজিটাল মার্কেটিং (Digital marketing):
ডিজিটাল মার্কেটিং এর উন্নততর প্রযুক্তিতে গা ভাসাচ্ছেন বহু মানুষ। বিশ্বের অন্যতম অর্থনৈতিক সুবিধা প্রদানকারী মাধ্যমের মধ্যে, ডিজিটাল মার্কেটিং অন্যতম। প্রযুক্তির সেরা আবিষ্কার এই ডিজিটাল মাধ্যমের সুফলে, আপনি লাভবান হতে পারবেন এবং প্রচুর নতুন নতুন কাজের সন্ধান পেতে পারবেন। গুগল প্রদত্ত ডিজিটাল মার্কেটিং কোর্স করে আপনিও সেই সুযোগ পেয়ে যাবেন।
- বিস্তারিত সহ কোর্সের লিংক » Enroll Now
২. গুগল এআই (Google AI):
কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের দৌলতে আজকাল মানুষ নিজেদের বিকল্প মাধ্যমকে বেছে নিতে পারছেন,কর্মের জগতে। খুব কম সময়ে এবং অত্যাধুনিক পদ্ধতিতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স অনেক কাজের বা সমস্যার সমাধান খুব সহজেই করতে পারছেন। গুগল প্রদত্ত এই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স কোর্সটি শিখে আপনি এই বিষয়ে বিপুল ধারণা লাভ করতে পারবেন।
- বিস্তারিত সহ কোর্সের লিংক » Enroll Now
৩. আইটি অটোমেশন উইথ পাইথন (IT automation with Python)
আজকে গোটা বিশ্বে ডাটা অ্যানালিসিস পদ্ধতির জন্য পাইথন এর ব্যবহার করছেন বহু সংস্থা। বর্তমানে, ভারতবর্ষের ডাটা অ্যানালিসিস পদ্ধতির ক্ষেত্রে, পাইথন অন্যতম উন্নত সফটওয়্যার। অটোমেশন পদ্ধতিকে কাজে লাগিয়ে পাইথন এর দ্বারা কিভাবে যাবতীয় প্রযুক্তিগত কাজে উন্নতি আনা যাবে, সেই বিষয়ে এই কোর্সটি বিস্তারিত শেখাবে ছাত্রছাত্রীদের। সেই সঙ্গে, GitHub এবং Git এর বিষয়েও ভালোভাবে শিখতে পারবেন এই কোর্সটি থেকে।
বিস্তারিত জানুন: Amazon Free AI Course: বিনা খরচায় AI শেখাবে ‘অ্যামাজন’! সুযোগ হাতছাড়া করবেন না, অনলাইনে এপ্লাই করুন
৪. গুগল অ্যাডস সার্টিফিকেশন (Google Ads Certification):
অনলাইন বিজ্ঞাপন আজকে সবচেয়ে চর্চিত এবং সুবিধাজনক মাধ্যম হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে ব্যবসা বাণিজ্যের দুনিয়ায়। সেই ক্ষেত্রে, গুগল নিজে একটি সফটওয়্যার দ্বারা বিভিন্ন সাইটে পেইড অ্যাড প্রদান করে থাকে। যার ফলে সারা বিশ্বের মানুষের কাছে নিজেদের প্রোডাক্ট বা সার্ভিস এর তথ্য পৌঁছে দিতে পারেন সংস্থাগুলি। গুগল এর এই নির্দিষ্ট কোর্সটি গ্রহণ করলে,এই বিষয়ে আপনি গুরুত্বপূর্ণ জ্ঞান লাভ করবেন এবং ভবিষ্যতে পেশাগত ভাবে গুগল অ্যাডস প্লাটফর্মে নিজেকে যুক্ত করতে পারবেন।
- বিস্তারিত সহ কোর্সের লিংক » Enroll Now
- সম্পূর্ণ বিনামূল্যে কেরিয়ার কোর্স করাচ্ছে টাটা, সঙ্গে সার্টিফিকেট! দারুন সুযোগ
এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -