Tata “TCS ion Career Edge Young Professional Course” for students. Free certificate course where students can gain knowledge about the various Technical and Soft skills.
বর্তমান সময়ে চাকরির বাজার অনেক বেশি প্রতিযোগিতা মূলক এবং অনিশ্চয়তায় পরিপূর্ণ। দুর্মূল্য চাকরির ক্ষেত্র গুলি অত্যাধুনিক যুগের সাথে পা মিলিয়ে দিনের পর দিন আরও বেশি স্বতস্ফূর্ত হয়ে উঠছে। কাজেই আজকের ছাত্রছাত্রীকে নিজেদের ভবিষ্যৎ জীবনে সফলভাবে সঠিক ক্ষেত্র বেছে নিয়ে এগিয়ে যেতে হলে, সেই পরিকল্পনা এবং প্রস্তুতি আজ থেকেই শুরু করতে হবে।
বর্তমান সময়টি পূর্বের তুলনায় অধিক উন্নততর এবং যেখানে শিক্ষার্থীদের অনেক বেশি স্বপরিবর্তনশীল হয়ে উঠতে হবে। সেই জন্য তাদের বিভিন্ন দক্ষতা যেমন Professionalism skill, Communication skills, Collaboration skills, Business skills, Technological ideas প্রমুখ বিষয় গুলিতে আয়ত্ত আনতে হবে। তা আবার একদম সম্পূর্ণ বিনামূল্যে। হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো এই সার্টিফিকেশন কোর্স তোমরা ফ্রীতেই করতে পারবে।
TCS ion Career Edge – Young Professional
TCS নিয়ে এসেছে ছাত্রছাত্রীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে “TCS ion Career Edge Young Professional” কোর্স। এই কোর্সটি একটি সার্টিফিকেট কোর্স যেখানে ছাত্রছাত্রীরা উপরিউল্লেখিত বিভিন্ন প্রকার skills গুলি সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে।
আজকের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জীবনকে একটি সুনিশ্চিত রূপ দিতে এবং সঠিক কর্মজীবনের জন্য প্রস্তুত করে তুলতে TCS এর এই উদ্যোগটি একটি উদ্ভাবনী সিদ্ধান্ত।
আবেদনকারীর যোগ্যতা
যেসকল ছাত্রছাত্রী ভবিষ্যতের Industry level Skills এর বিষয়ে দক্ষতা অর্জন করতে ইচ্ছুক এই সকল ছাত্রছাত্রীদের জন্য একটি কোর্সটি। এই কোর্সটির সঙ্গে যুক্ত হতে গেলে ছাত্র বা ছাত্রীকে নূন্যতম গ্র্যাজুয়েশন অর্থাৎ স্নাতক পাশ করে থাকতে হবে।
তা বাদেও UG (Under Graduate) কোর্সের শিক্ষার্থীরাও এই কোর্সটির জন্য আবেদনযোগ্য হবে। পোষ্ট গ্রাজুয়েশন বা স্নাতকোত্তর পাশ করা শিক্ষার্থীরাও এখানে আবেদন করতে পারবে।
কোর্সের সময়কাল
দুই সপ্তাহ (2 weeks) অর্থাৎ 15 দিন যাবৎ TCS ion Career Edge – Young Professional কোর্সটি দেখানো হবে।
প্রত্যেক সপ্তাহে 7 থেকে 20 hours এই কোর্সটির জন্য সময় দিতে হবে ছাত্রছাত্রীদের। কোর্সটির সকল ক্লাসগুলি ইংরেজিতে সম্পন্ন হবে।
এই কোর্সটির মাধ্যমে কি কি শেখা যাবে?
- Communication skills এবং presentation skills সম্পর্কে জ্ঞান অর্জন।
- Personality Development সম্পর্কে জ্ঞান অর্জন।
- Resume writing এর গুরুত্ব এবং সঠিকভাবে বিভিন্ন কর্মক্ষেত্রে নিজের Resume তৈরী করা শিখতে পারবে।
- Corporate Environment সম্পর্কে জ্ঞানার্জন এবং Business Manners সম্পর্কে অবগত হওয়া।
- IT শিক্ষার মৌলিকতা এবং Accounting এর বিষয়ে জ্ঞান লাভ।
- AI অথবা Artificial intelligence সম্পর্কে জ্ঞান লাভ।
আরও দেখুন: বিনামূল্যে কোডিং শেখার সুযোগ দিচ্ছে কেন্দ্র সরকার! বাড়িতে বসেই বাংলা ভাষায় শিখতে পারবেন
কিভাবে সার্টিফিকেট পাওয়া যাবে?
এই কোর্সটিতে প্রায় 15 টি মডিউল রয়েছে। প্রত্যেক মডিউলের শেষে অ্যাসেসমেন্ট থাকবে, যা শিক্ষার্থীকে পূরণ করতে হবে।
কোর্স কমপ্লিট হওয়ার পরে সার্টিফিকেট পেতে, সকল মডিউলগুলি সম্পূর্ণ পূরণ করতে হবে।
তবে বলে রাখি এই কোর্সের শেষের পরে যে সার্টিফিকেটটি পাবেন সেটি বিভিন্ন চাকরির ইন্ড্রাস্টিতে আপনার চাকরি পেতে খুবই বড়ো অবদান রাখবে।
কোর্সটিতে কিভাবে শিখতে পারবে ছাত্র ছাত্রীরা
Accounting, IT skills, Artificial intelligence (AI), Communication skills সহ এই কোর্সটি প্রায় 15 টি মডিউলে সম্পন্ন হবে।
- প্রত্যেকটি মডিউলের জন্য 1 থেকে 2 ঘণ্টার রেকর্ডিং ভিডিও থাকবে। Presentations, Study material, Recorded – webinar, Self-assessments সহ সম্পূর্ণ কোর্সটি পড়াবেন বিভিন্ন IT বিশেষজ্ঞ এবং ইন্ড্রাস্টিয়ালরা।
- প্রত্যেকটি মডিউলে শেষে Assessment থাকবে যেগুলি ছাত্রছাত্রীরা পূরণ করতে পারবে এবং নিজেদের learning skills সম্পর্কে যাচাই করতে পারবে।
সম্পূর্ণ কোর্সটি সফলভাবে সম্পন্ন করার পর ছাত্র ছাত্রীরা একটি সার্টিফিকেট পাবে যেটি নিজেদের দক্ষতা স্বরূপ নিজেদের Professional Resume তে যুক্ত করতে পারবে। মোবাইল অথবা ল্যাপটপ থাকলেই, যেকোনো সময় এবং যেকোনো স্থানে কোর্সটিতে জয়েন করতে পারবে ছাত্রছাত্রীরা
কোর্সের আবেদন পদ্ধতি – Registration Process
TCS ions Career Edge – Young Professional কোর্সের আবেদনের জন্য প্রথমে ভিজিট করতে হবে, TCS ion এর অফিসিয়াল পেজটি
সেখানে প্রবেশ করে রেজিস্ট্রেশনের জন্য “Create account” অপশনে ক্লিক করতে হবে।
এরপরে অনস্ক্রিনে একটি ওয়েবফর্ম আসবে, সেটির সমস্ত তথ্য পূরণ করতে হবে।
তারপর “Submit” অপশনে ক্লিক করতে হবে এবং কোর্সটির জন্য কনফরমেশন বারে “Confirm” করতে হবে।
কোর্স ফি বিনামূল্যে
সবথেকে ভালো বিষয় হলো এই কোর্সটি সম্পূর্ণ বিনামূল্যে (Free) করা যাবে। তাই বেশি দেরি না করে সুযোগটিকে কাজে লাগিয়ে দিন। এখানে আপনি যেকোনো সময় আবেদন করতে পারবেন।
আরও দেখুন: পুলিশের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের জন্য চাকরির পরীক্ষার বিনামূল্যে (লক্ষ্যভেদ) অনলাইন কোচিং!!
এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -