Yuva Unstoppable Educational Scholarship Program 2023-24. Upto Rs 50,000 Scholarship Money for 10th and 12th pass School College Students.
ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে দারুন একটি সুখবর! তোমাদের মধ্যে অনেকেই আছো যারা বিভিন্ন সরকারি স্কলারশিপ পেয়ে থাকো, আর এতে করে তোমাদের পড়াশোনার খরচ অনেকটা পূরণ হলেও, সবটা চালানো সম্ভব হয়ে ওঠে না। বিশেষ করে যারা একদম গরীব তাদের তো সমস্যা হয়।
একটি নতুন স্কলারশিপের আপডেট, স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা ২৫ হাজার টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত বার্ষিক অনুদান পেয়ে যাবে। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের উচ্চ-মাধ্যমিক এবং কলেজ শিক্ষা গ্রহণের জন্য “যুবা আনস্টপেবল স্কলারশিপ” (Yuva Unstoppable Educational Scholarship Program) চালু করা হয়েছে।
এই প্রতিবেদনে স্কলারশিপটি সম্পর্কেই বিস্তারিত,যেমন কারা এই স্কলারশিপ পাবে এবং পাওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? আবেদন কিভাবে করতে হবে? ডকুমেন্টস কি কি দরকার? – তাই মন দিয়ে শেষ পর্যন্ত পড়ুন।
যুবা আনস্টপেবল স্কলারশিপ (Yuva Unstoppable Scholarship)
“Yuva Unstoppable” হলো ভারত এবং আমেরিকার একটি সমাজসেবী NGO সংগঠন। প্রতিবছরই মেধাবী পড়ুয়াদের উন্নতি স্বার্থে এই সংস্থা স্কলারশিপ দেবার জন্য এগিয়ে আসে। আগের বছর ২০০০ এরও বেশি সংখ্যক পড়ুয়া স্কলারশিপ বৃত্তি পেয়েছে। বিভিন্ন কোম্পানির সঙ্গে পার্টনারশিপ করে অনুদান সংগ্রহ করে ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় সাহায্য করে এই সংস্থা।
বৃত্তির পরিমাণ (Scholarship Amount)
Yuva Unstoppable Scholarship: স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা 50000 টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাবে।
মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি ছাত্র-ছাত্রীরা | প্রতিবছর ৫০ হাজার টাকা করে পাবে |
উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হয়ে ছাত্রছাত্রীরা | প্রতিবছর ২৫ হাজার টাকা করে পাবে (চার বছর পর্যন্ত) |
শিক্ষাগত যোগ্যতা – কারা আবেদন করতে পারবে?
আবেদন করার জন্য কি যোগ্যতার প্রয়োজন তা নিচে বিশদে আলোচনা করা হল –
(১) শিক্ষার্থীদের অবশ্যই ভারতীয় হতে হবে, এই স্কলারশিপ প্রোগ্রামে ছেলে এবং মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন।
(২) নম্বর প্রয়োজন: মাধ্যমিক এবং উচ্চ-মাধ্যমিক পরীক্ষায় ৮০ শতাংশ থেকে ৯০ শতাংশের নম্বর পেতে হবে।
(৩) আবেদনকারীদের পরিবারের বার্ষিক আয় ₹3,00,000 মধ্যে হতে হবে।
স্কলারশিপ আবেদন প্রক্রিয়া – Online Application Process
অফিসিয়াল “যুবা আনস্টপেবল স্কলারশিপ” পোর্টালের মাধ্যমে ফরম ফিলাপ হচ্ছে এই স্কলারশিপের। লিংক নিচে দেওয়া থাকবে।
Educational Scholarship Program স্কলারশিপ পেজে গিয়ে “এপ্লাই স্কলারশিপ” অপশনে ক্লিক করতে হবে।
তারপর ছাত্র ও ছাত্র ছাত্রীর আধার কার্ড এবং নাম, বিবরণ, কত নম্বর পেয়েছে সেই সবকিছু ফর্মে ফিলাপ করতে হবে।
ডকুমেন্টস কি কি দরকার?
(১) মার্কশিট: বিগত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের কপি।
(২) আধার কার্ডের কপি (আধার কার্ডের সামনের দিক এবং পিছনের দিক আলাদা ভাবে আপলোড করতে হবে)
(৩) বিদ্যুতের বিলের কপি: দু-মাসের (April- June) বাড়ির বিদ্যুৎ বিলের কপি আপলোড করতে হবে।
আরও স্কলারশিপ আপডেট: Private Scholarship: অক্টোবর মাসে যে প্রাইভেট স্কলারশিপ গুলির ফর্ম ফিলাপ চলছে, টাকা পেতে আবেদন করুন
স্কুল বা কলেজের টাকা জমা রশিদ বা হোস্টেল ফি পেমেন্ট, উপযুক্ত কাগজপত্র স্কলারশিপ পাওয়ার জন্য রেডি রাখতে হবে। স্কলারশিপ নিয়ে বিস্তারিত জানতে বা কোন সমস্যা থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করে সাহায্য নিতে পারেন।
এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -