Swami Vivekananda Scholarship Application Form Submission to Head of Institute (HOI Verification) Update for Westbengal Students.
পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য স্বামী বিবেকানন্দ তথা বিকাশ ভবন স্কলারশিপ নিয়ে আবারো একটি গুরুত্বপূর্ণ আপডেট পাবেন আজকের প্রতিবেদনে ইতিমধ্যে নতুন আবেদন এবং তার সঙ্গে রেনুয়াল অ্যাপ্লিকেশন দুটোই চলছে।
নতুন পোর্টাল আসার পর থেকে সমস্ত আবেদন প্রক্রিয়া এবং ভেরিফিকেশনের কাজ কিন্তু অনলাইনেই চলছে। আগে ছাত্র-ছাত্রীদের বিকাশ ভবনে গিয়ে স্কলারশিপের ফর্ম জমা করে আসতে হতো, কিন্তু এখন সমস্ত প্রক্রিয়া অনলাইনে হয়ে যাওয়ায় অনেকটাই সুবিধা হয়েছে ছাত্র-ছাত্রীদের।
তবে এখনো কিন্তু এই ফর্ম স্কুলে বা কলেজের জমা দেওয়ার একটা নিয়ম রয়েছে, কি নিয়ম তা জানতে প্রতিবেদনটা শেষ পর্যন্ত পড়ুন – তার সঙ্গে সঙ্গে জমা দেওয়ার লাস্ট ডেট কবে? কত দিনের মধ্যে জমা না করলে স্কলারশিপের টাকা পেতে কি অসুবিধা হবে? সমস্ত কিছু জানবেন আজকের পোস্টে।
স্কলারশিপ ফর্ম স্কুল বা কলেজে কি জমা দিতে হবে?
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর অফিশিয়াল উচ্চশিক্ষা দপ্তরের ওয়েবসাইটে এই বিষয় নিয়ে বিস্তারিত বলা রয়েছে। তবে যেহেতু সমস্ত প্রক্রিয়া অনলাইনে পোর্টালের মাধ্যমেই হবে, তাই আলাদা করে স্কুল বা কলেজের জমা দেওয়ার প্রয়োজন নেই।
তবে স্কুলের ভেরিফিকেশনের জন্য, স্কলারশিপ আবেদন পত্রটি এবং তার সঙ্গে সাপোর্টিং ডকুমেন্টস এর জেরক্স কপি কলেজের প্রধান শিক্ষকের কাছে বা স্কুল বা কলেজের স্কলারশিপ দপ্তরে জমা করতে হয়।
অনলাইনে স্কলারশিপ আবেদনের পর সেই স্কলারশিপ-এর আবেদনটি প্রধান শিক্ষক দ্বারা ভেরিফিকেশন হলে, তবেই উচ্চশিক্ষা দপ্তর সেই আবেদনটি অ্যাপ্রুভাল দেবে (Approval of Scholarship)। তাই আবেদন সব ঠিকঠাক রয়েছে কিনা তা দেখার জন্য স্কুল ও কলেজে এটা জমা দিতে হয়।
অবশ্যই পড়ুন: SVMCM Bank Account: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ টাকা পেতে ব্যাংক একাউন্টে এই কাজটি অবশ্যই করুন!
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ
ছাত্র-ছাত্রীদের আবেদন জমা করার কোন নির্দিষ্ট তারিখ নেই। স্কুল থেকে ছাত্রছাত্রীদের জানানো হবে, সেই তারিখের মধ্যেই জমা করতে হবে। তবে কলেজের ক্ষেত্রে ইমেইলের মাধ্যমেও জমা নিতে পারে।
তবে স্কুল বা কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান পোর্টাল থেকে সমস্ত ডকুমেন্টসহ আবেদন দেখতে পারেন, আলাদা করে নাও নিতে পারে। তাছাড়া সুরক্ষার কারণে নিজেদের কাছে প্রমান হিসেবে রাখার জন্য কলেজ থেকে এটা জমা নেওয়া হয়ে থাকে।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অফিসিয়াল ওয়েবসাইট: svmcm.wbhed.gov.in
আরো দেখুন: স্বামী বিবেকানন্দ স্কলারশিপের শেষ তারিখ জানানো বিকাশ ভবন! এই ডেটের আগে আবেদন করতেই হবে
আজকের পোস্টে এই গুরুত্বপূর্ণ আপডেটটি দেওয়ার ছিল। তোমরা যারা ইতিমধ্যে আবেদন করে ফেলেছ বা করবে তারা অবশ্যই স্কুল বা কলেজের যোগাযোগ করে, কত তারিখের মধ্যে ফর্মটা জমা করতে হবে সেই বিষয়টা জেনে অবশ্যই জমা করে দিও। তাহলে পরবর্তী ক্ষেত্রে তোমাদের কোন অসুবিধা হবে না।
এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -