WBPSC Clerkship Recruitment: ভোটের আগে অসংখ্য শূন্যপদে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি !

Published On:

Westbengal Public Service Commission Published Notification on “WBPSC Clerkship Recruitment 2023”.

রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! চলতি বছর অর্থাৎ ২০২৩ সালের পেরোলেও ২০২৪ সালে লোকসভা ভোট। এই লোকসভা ভোটের আগেই রাজ্যে অসংখ্য শূন্য পদে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পাবলিক সার্ভিস কমিশন।

১৮ থেকে ৪০ বছরের পুরুষ এবং মহিলা সকলেই এই পদের জন্য আবেদন করতে পারবে। এই শূন্য পদের জন্য কারা আবেদন করতে পারবে? এবং কিভাবে আবেদন করবে? পরীক্ষার সিলেবাস সহ বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

আবেদনের যোগ্যতা (Eligibility Criteria)

এবার দেখে নেওয়া যাক WBPSC ক্লার্ক পদে আবেদন করার জন্য আবেদনকারীর কি কি যোগ্যতার প্রয়োজন।

(১) আবেদনকারীকে অবশ্যই ভারতের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।

(২) আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে এক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে। SC এবং ST প্রার্থীদের জন্য ৫ বছরের বয়সের ছাড় রয়েছে, OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে। এছাড়াও PWD প্রার্থীদের জন্য ৫ বছরের বয়সের ছাড় রয়েছে।

(৩) পুরুষ এবং মহিলা সকলেই এই পদের জন্য আবেদন করতে পারবে।

(৪) এই পদের জন্য আবেদন করার ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা হল মাধ্যমিক পাশ।

আবেদন প্রক্রিয়া (Application Process)

ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা সরাসরি অনলাইনের মাধ্যমে পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবে।

আবেদনকারীকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে এসে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর প্রয়োজনীয় সমস্ত তথ্য সম্পূর্ণ সঠিকভাবে ফিলাপ করে এবং যে ডকুমেন্টগুলি চাওয়া হবে সেগুলি আপলোড করে আবেদন পত্রটি সম্পূর্ণ করতে হবে।

পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষার তারিখ

পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্ক পদে নিয়োগের পরীক্ষার সিলেবাস সংক্রান্ত এবং পরীক্ষার তারিখ সংক্রান্ত কোনো তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া নেই। কিন্তু এক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে, যে পরবর্তী সময়ে পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষার তারিখ সংক্রান্ত সমস্ত আপডেট অফিশিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে

অফিসিয়াল বিজ্ঞপ্তি লিংক: Click Here

প্রকাশের তারিখ: ১৩ অক্টোবর ২০২৩

আরো পড়ুন: Food SI পরীক্ষার অফিসিয়াল নোটিশ প্রকাশিত হলো! জেনে নিন কবে থেকে অনলাইন আবেদন

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্ক পদে নিয়োগের জন্য আবেদনের সময়সীমা এবং আবেদনের শেষ তারিখ শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট ফলো রাখতে হবে।

এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -