সপ্তাহের স্কলারশিপ আপডেট ও পড়াশোনা! দেখে নিন একনজরে গাইডার ম্যাগাজিন #০৭

Westbengal Education & Scholarship News Weekly Updates: দেখতে দেখতে আবারো এক সপ্তাহ পর ছাত্র-ছাত্রীদের জন্য সমস্ত পড়াশোনার নতুন আপডেট প্রাইভেট স্কলারশিপ-এর খবর নিয়ে হাজির গাইডার ম্যাগাজিন সংখ্যা – ০৭গত ৯ অক্টোবর থেকে ১৫ ই অক্টোবর পর্যন্ত যে সকল সরকারি এবং প্রাইভেট স্কলারশিপের নতুন আপডেট রয়েছে তার সঙ্গে সঙ্গে অন্যান্য সমস্ত খবর পাবেন আজকের ম্যাগাজিনে।

পড়াশোনার খবর “গাইডার” ম্যাগাজিন ০৭

আজকের প্রতিবেদনের সংক্ষেপে কিছু আপডেট গুলো আপনাদের জানাবো আর প্রত্যেকটির বিস্তারিত খবর আপনারা নিউজ ডিজিটাল পত্রিকাতে পেয়ে যাবেন।

সপ্তাহের শুরুতেই এস.সি/এস.টি/ওবিসি পড়ুয়াদের জন্য ওয়াসিস স্কলারশিপ (OASIS Scholarship) নিয়ে বড়সড়ো আপডেট আসে পোর্টাল এবং ওটিপি আধার কার্ডের লিংক নিয়ে। এখন নতুন আবেদন আপাতত বন্ধ আছে এবং পরবর্তী বিজ্ঞপ্তি জারি না করা পর্যন্ত আবেদন করতে পারবে না।

সার্টিফিকেট সহ কোর্স লঞ্চ করেছে টাটা কনসালটেন্সি সার্ভিস (TCS), যেখানে পড়ুয়ারা বিনামূল্যে এনরোল করে নিয়ে পার্সোনাল কমিউনিকেশন এবং ডেভলপমেন্ট করতে পারবে।

Guider পত্রিকা pdf ডাউনলোড

গাইডার ম্যাগাজিন (০৭) – তারিখ: 15-10-2023

Download PDF

এছাড়াও এই সপ্তাহের সবথেকে বেস্ট প্রাইভেট স্কলারশিপ হলো “Yuva Unstoppable” সমাজসেবী NGO সংগঠন স্কলারশিপ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করা পড়ুয়ারা এই স্কলারশিপ এর জন্য মনোনীত হতে পারবে।

বিস্তারিত জেনে নিন: Yuva Unstoppable Scholarship

আজকের আপডেট আপনাদের কিরকম লাগলো বা আপনারা যদি কোন কিছু সমস্যায় পড়েন অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। বিশেষভাবে বলা দরকার, এটি কোন সরকারি অফিসিয়াল ম্যাগাজিন নয়! আমাদের মতো কিছু শিক্ষা খবরের পোর্টালের উদ্যোগে এটি ছাত্রছাত্রীদের কাছে বিনামূল্যে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -