SC/ST/OBC ওয়েসিস স্কলারশিপ নিয়ে বড় আপডেট, অবশ্যই করতে হবে এই কাজটি! জেনে নিন

Westbengal OASIS SC/ST/OBC Scholarship Update related to Bank Account, Aadhar and Mobile Number Link for OTP Based Application.

পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের প্রি-মেট্রিক এবং পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ অর্থাৎ ওয়েসিস স্কলারশিপ বড় আপডেট। সাধারণত ছাত্র-ছাত্রীদের তপশিলি জাতি (SC), উপজাতি (ST) এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর (OBC) ভিত্তিতে এই স্কলারশিপ ছাত্র-ছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায় এবং এর আবেদন সম্পূর্ণভাবে অনলাইনে এবং অফলাইনে স্কুলের মাধ্যমে হয়ে থাকে।

স্কলারশিপ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যৌথ উদ্যোগে ছাত্রছাত্রীদের টাকা দিয়ে থাকে। ভারত সরকারের সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রণালয়-এর নেতৃত্বে, ২০২৩-২৪ শিক্ষার্থী/আবেদনকারীদের জন্য ওটিপি ভিত্তিক আধার- ইকেওয়াইসি (Aadhaar-eKYC) সম্পর্কিত নির্দেশিকা জারি করেছে।

  • এই কারণে, ওয়েসিস পোর্টালটির আপগ্রেডেশন প্রক্রিয়ার জন্য আগামী কিছু দিনের জন্য আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণ বন্ধ থাকবে

স্কলারশিপ আবেদনকারীদের তাদের আধারে যুক্ত মোবাইল নম্বরটি যাচাই করতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এই যাচাই প্রক্রিয়া ওয়েসিস পোর্টালের আবেদন প্রক্রিয়াকে নিশ্চিত করবে।

ছাত্র-ছাত্রীদের এটাও বলা হচ্ছে যে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট এর সাথে যুক্ত মোবাইল নম্বরটি eKYC হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে, যা ইতিমধ্যে আধারের সাথে যোগ করা হয়েছে, এটি ওয়েসিস পোর্টালের নিরাপত্তা এবং উপলব্ধের জন্য জরুরী।

পোস্টটি পড়ুন: পশ্চিমবঙ্গের ST/SC/OBC-দের OASIS স্কলারশিপ (Apply)

যদি তাদের মোবাইল নম্বরটি তাদের আধারে এখনো যোগ করেননি, তাদেরকে অবিলম্বে আধারে মোবাইল নম্বর সংশোধন ও সংযোগ প্রক্রিয়ার সম্পন্ন করার জন্য নিকটবর্তী আধার সেবা কেন্দ্রতে যোগাযোগ করুন এবং ব্যাংক অ্যাকাউন্ট-এ একই মোবাইল নম্বর সংযুক্ত করুন

বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ দেখুন: Visit OASIS Portal

আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিংক আছে নাকি চেক করুন – Check

আরো বিস্তারিত জানতে ও সমস্যা থাকলে নিচের ভিডিও দেওয়া রইল দেখে নিতে পারেন।

এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -