রাজ্যের সকল শিক্ষার্থীদের জন্য সুখবর! অবশেষে শুরু হল ওয়েসিস স্কলারশিপের আবেদন প্রক্রিয়া। রাজ্য সরকার এই স্কলারশিপটি রাজ্যের সকল পড়ুয়াদের দিয়ে থাকে। OASIS স্কলারশিপে আবেদন প্রক্রিয়া কতদিন চলবে এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আবেদন করার ক্ষেত্রে কি কি নতুন পরিবর্তন হয়েছে তা বিস্তারিত জানার জন্য পুরো পোস্টটি পড়ুন।
ওয়েসিস ST/SC/OBC স্কলারশিপ ২০২৩
পশ্চিমবঙ্গের বৃত্তিমূলক অনুদানের মধ্যে ওয়েসিস স্কলারশিপ অন্যতম একটি নাম। রাজ্যের ST, SC এবং OBC গোষ্ঠীভুক্ত পড়ুয়াদের পড়াশোনার যাবতীয় খরচ চালানোর জন্য এই স্কলারশিপের ব্যবস্থা করেছেন মাননীয়া মুখ্যমন্ত্রী। OASIS স্কলারশিপের পুরো নাম “অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্কলারশিপ ইন স্টাডিস“।
স্কলারশিপে দুটি প্রাইমারি স্টেজ আছে যথাক্রমে প্রিমাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক। অর্থাৎ দশম শ্রেণি পর্যন্ত ছাত্রী ছাত্রীরা সুবিধা নিতে পারবে প্রি-ম্যাট্রিক স্কলারশিপ এর যার অন্য নাম “শিক্ষাশ্রী প্রকল্প”। পরবর্তীতে “পোস্ট স্কলারশিপ” পেতে পারবে মাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়ারা । “পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ বা ওয়েসিস পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ” এর দ্বারা একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা (ST/SC/OBC এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী) নিজের পড়াশুনার খরচ চালাতে পারবে। এছাড়াও স্নাতক এবং স্নাতকোত্তর মাধ্যমে পাঠরত শিক্ষার্থীরাও এই স্কলারশিপের আওতায় পড়বে।
মেধাশ্রী স্কলারশিপ: রাজ্যের পড়ুয়ারা পাবে সরকারের এই দুর্দান্ত স্কলারশিপ
কারা আবেদন করতে পারবেন?
স্কলারশিপ এর সুবিধা পাওয়ার জন্য অবশ্যই পড়ুয়াদের নিন্মলিখিত বিষয়গুলির অন্তর্ভুক্ত থাকতে হবে।
- ছাত্রছাত্রীদের অতিঅবশ্য ST/SC/OBC ক্যাটাগরির হতে হবে।
- পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ এর জন্য শুধুমাত্র একাদশ, দ্বাদশ, স্নাতক এবং স্নাতকোত্তর শ্রেণীর ছাত্রছাত্রীরাই আবেদন করতে পারবে।
- ST/SC গোষ্ঠীভুক্ত ছাত্রছাত্রী দের পারিবারিক বার্ষিক আয় অতি অবশ্যই ২,৫০,০০০ লক্ষ টাকার কম হতে হবে। OBC গোষ্ঠীভুক্ত দের জন্য পারিবারিক বার্ষিক আয়ের সীমা হতে হবে ১,০০,০০০ লক্ষের কম।
- ছাত্রছাত্রীদের নিয়মিত পড়াশুনা ঠিক ভাবে চালিয়ে যেতে হবে।
ওয়েসিস স্কলারশিপে অনলাইন আবেদন শুরু
২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য সম্প্রতি ওয়েসিস স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই স্কলারশিপের রাজ্যের সকল ST/SC/OBC সম্প্রদায়ভুক্ত আবেদন করতে পারবে।
- ছাত্র-ছাত্রীরা সকলে এই স্কলারশিপে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।
- অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে আবেদন পত্রের একটি প্রিন্ট-আউট বের করতে হবে।
- এরপর সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে দিতে হবে।
- তারপর আবেদনপত্রটি শিক্ষার্থীকে তাদের উক্ত শিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ে জমা করতে হবে।
মেধাশ্রী স্কলারশিপ: রাজ্যের পড়ুয়ারা পাবে সরকারের এই দুর্দান্ত স্কলারশিপ
গুরুত্বপূর্ণ তারিখ:
OASIS স্কলারশিপে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য অনলাইনে আবেদন করার শেষ তারিখ হল ৩১ শে অক্টোবরের, ২০২৩।
এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -