অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড হল ভারত সরকারের অধীনস্থ একটি মহারত্ন কোম্পানি, যেখানে অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাসের উৎপাদন করে। এবার এই সংস্থা শিক্ষার্থীদের জন্য এনেছে বড় ধরনের এক সুখবর!
সংরক্ষিত শ্রেণীর শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান করবে এই সংস্থা। এই স্কলারশিপের মাধ্যমে ছাত্রছাত্রীরা বার্ষিক ৪৮ হাজার টাকা পর্যন্ত অনুদান পেতে পারে। যে সমস্ত ছাত্র-ছাত্রীদের আর্থিক অবস্থা ভালো নয় তাদের দিকে মূলত হাত বাড়ানোর জন্যই এই সংস্থা এই ধরনের প্রোগ্রাম চালু করেছে।
ওএনজিসি স্কলারশিপ (ONGC Scholarship 2023)
ওএনজিসি (ONGC) স্কলারশিপের মূল লক্ষ্য হলো আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। পড়াশুনার জন্য শিক্ষার্থীদের প্রতিবছর 2000 টাকা বৃত্তি প্রদান করে থাকে এই সরকারি সংস্থা।
তবে এ ক্ষেত্রে শিক্ষার্থীদের ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, এমবিএ, জিওফিজিক্স এবং জিওলজির প্রথম বর্ষে পাঠরত হতে হবে। ওএনজিসি স্কলারশিপের জন্য তপশিলি জাতি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন।
বৃত্তির পরিমাণ
ছাত্র-ছাত্রীদের বছরে 48 হাজার টাকা অর্থাৎ মাসে ৪,০০০ টাকা করে এই স্কলারশিপ প্রদান করে থাকে।
এই স্কলারশিপে আবেদনের যোগ্যতা কী?
এই স্কলারশিপে আবেদন করার জন্য নিম্নলিখিত যোগ্যতার প্রয়োজন
- ১) আবেদনকারীকে অবশ্যই ভারতবর্ষের নাগরিক হতে হবে।
- ২) আবেদনকারীদের অবশ্যই ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, এমবিএ, জিওফিজিক্স, জিওলজি বিভাগের প্রথম বর্ষে পাঠরত হতে হবে।
- ৩) ইঞ্জিনিয়ারিং, মেডিকেলের জন্য পাঠরত আবেদনকারীদের এন্ট্রান্স পরীক্ষায় তাদের প্রাপ্ত নম্বর 60% বা তার বেশি হতে হবে। MBA Geology, Geophysics- বিভাগের ছাত্র ছাত্রীদের অবশ্যই 60% নম্বর থাকতে হবে।
- ৪) আবেদনকারীদের পরিবারের বছরে আয়ের পরিমাণ 4.5 লক্ষ এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর (OBC) আয় 2 লাখ টাকার বেশি হওয়া যাবে না।
- ৫) প্রার্থীদের বয়স 1লা জুলাই 2023 অনুসারে 30 বছর হতে হবে।
জুলাই-আগস্ট মাসে যে সরকারি ও প্রাইভেট স্কলারশিপ গুলি ফর্ম ফিলাপ চলছে, আবেদন করুন!
(ONGC Scholarship) আবেদনপত্রের সঙ্গে কি কি কাগজ লাগবে?
এই স্কলারশিপে আবেদন করার জন্য যে যে ডকুমেন্টের প্রয়োজন সেগুলো হল-
- পরীক্ষার মার্কশিট/রেজাল্টের কপি
- জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফলের কপি
- কাস্ট সার্টিফিকেটের কপি
- আধার কার্ডের কপি
- বার্ষিক আয়ের সার্টিফিকেটের কপি।
কিভাবে আবেদন করবেন?
এই স্কলারশিপের জন্য অফলাইন এবং অনলাইন উভয় মাধ্যমেই আবেদন করা যাবে।
১) অনলাইনে আবেদন করার জন্য প্রথমে ONGC এর স্কলারশিপ (ONGC Scholarship Scheme 2023) পোর্টালের ওয়েবসাইট-এ যান। আপনাদের সুবিধার জন্য Apply Link পোষ্টের শেষে দেওয়া থাকবে।
২) “অ্যাপ্লাই স্কলারশিপ” অপশনে ক্লিক করুন।
৩) এরপর আপনার সামনে একটি আবেদন ফর্ম খুলে যাবে সেটি সঠিকভাবে পূরণ করুন।
৪) আবেদনপত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে দেবেন।
৫) সাবমিট বাটনে ক্লিক করার পর আবেদন পত্রের একটি প্রিন্ট আউট বের করে কোম্পানির নিকটবর্তী অফিসে গিয়ে জমা দেবেন।
আরো পড়ুন » আবেদন করুন উন্নতি স্কলারশিপে আর পেয়ে যান ৩৫০০০ টাকা, জানুন বিস্তারিত
নির্বাচন প্রক্রিয়া
মেধা তালিকার ভিত্তিতেই ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদানের জন্য বেছে নেওয়া হবে। যে সমস্ত আবেদনকারীরা ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি শাখায় পড়াশোনা করছেন তাদের মূলত উচ্চমাধ্যমিক প্রাপ্ত নাম্বরের ভিত্তিতে মেধাতালিকা প্রকাশিত করা হবে।
এই তালিকায় বিপিএল শ্রেণীর ছাত্র-ছাত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে। বিপিএল শ্রেণীর ছাত্রছাত্রীরা যদি পর্যাপ্ত পরিমাণে না থাকে তখন অন্যান্য শাখা ছাত্র ছাত্রীদের সুযোগ দেওয়া হবে।
আবেদনের লিংক : ↗ https://ongcscholar.org/
- কেন্দ্র সরকারের যশস্বী স্কলারশিপে ছাত্র-ছাত্রীরা পাবে ৭৫ হাজার টাকা! আবেদন পদ্ধতি জেনে নিন..
- পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প! প্রত্যেক পড়ুয়া পাবে ৩০ হাজার টাকা (Online)
এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -