পড়ুয়াদের উচ্চ শিক্ষার জন্য রাজ্য এবং কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে নানান সরকারি স্কলারশিপ ছাত্র-ছাত্রীদের দেওয়া হয়ে থাকে। ইতিমধ্যেই মাধ্যমিক পাশ করা পড়ুয়াদের একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করা পড়য়াদের কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তাই ইতিমধ্যেই নানান সরকারি স্কলারশিপে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
সকল পড়ুয়ারা চিন্তিত রয়েছে যে তাদের প্রাপ্ত নাম্বারে কোন সরকারি স্কলারশিপটি সেরার সেরা। আজকের এই প্রতিবেদনটিতে কত শতাংশ নম্বরে কোন সরকারি স্কলারশিপ পাওয়া যাবে এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
A) ৫০ % নম্বরে স্কলারশিপ সমূহ
যে সকল স্কলারশিপগুলিতে আবেদন করার জন্য ৫০ শতাংশ নম্বরের প্রয়োজন সেইসব স্কলারশিপ গুলি হল-
১. নবান্ন স্কলারশিপ
রাজ্য সরকারের জনপ্রিয় একটি স্কলারশিপ হল নবান্ন স্কলারশিপ। যে সকল পড়ুয়ারা মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছে তারা সকলে এই স্কলারশিপে আবেদন করতে পারবে।
এই স্কলারশিপে আবেদন করার জন্য ৫০ শতাংশের বেশি নম্বর এবং ৬০ শতাংশের কম নম্বর পেলে ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এই স্কলারশিপের মাধ্যমে পড়ুয়াদের পড়াশোনার জন্য ১০,০০০ টাকা বৃত্তি দেওয়া হয়।
২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য নবান্ন স্কলারশিপের আবেদন প্রক্রিয়া সম্প্রতি শুরু হয়ে গিয়েছে।
নবান্ন স্কলারশিপ! নতুন আবেদন পদ্ধতি জেনে নিন (Online)
২. ন্যাশন্যল স্কলারশিপ
কেন্দ্র সরকারের ন্যাশনাল স্কলারশিপ সমস্ত পড়ুয়াদের কাছে জনপ্রিয়। ছাত্র-ছাত্রীরা শুধুমাত্র ৫০ শতাংশ নাম্বার পেলে স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবে। এই স্কলারশিপে পড়ুয়াদের ১০০০০ টাকা থেকে ৫০০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়নি কিন্তু আগস্ট মাসের শেষ এবং সেপ্টেম্বর মাসের শুরুর নাগাদ এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
আগস্ট মাসে যে সরকারি ও প্রাইভেট স্কলারশিপ গুলি ফর্ম ফিলাপ চলছে, আবেদন করুন!
৩. ওয়েসিস স্কলারশিপ
ওয়েসিস স্কলারশিপ (OASIS Scholarship) হল পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণী এবং অর্থনৈতিকভাবে দুর্বল ছাত্র-ছাত্রীদের সবচেয়ে জনপ্রিয় সরকারি স্কলারশিপ। এই স্কলারশিপে আবেদনের জন্য পড়ুয়াদের আগের পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর প্রয়োজন।
এই স্কলারশিপে বার্ষিক 2,000 থেকে 20,000 টাকা পর্যন্ত বৃত্তি দেওয়া হয়। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য ওয়েসিস স্কলারশিপের আবেদন প্রক্রিয়া সম্প্রতি শুরু হয়ে গিয়েছে।
OASIS স্কলারশিপে অনলাইন আবেদন করুন!
৪. ঐক্যশ্রী স্কলারশিপ
ঐক্যশ্রী স্কলারশিপ প্রকল্পের মূল উদ্দেশ্য হলো পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় উৎসাহিত করা, যাতে সংখ্যালঘু (Minority) ছাত্র-ছাত্রীরা অন্যান্য ছাত্রছাত্রীদের মতোই পড়াশোনায় সমানভাবে অংশগ্রহণ করে। এই স্কলারশিপ মাধ্যমিক পাশ, উচ্চমাধ্যমিক পাশ, কলেজ পড়ুয়া থেকে রির্সাচ লেভেল পর্যন্ত সকলের জন্যই। পড়ুয়ারা 50% নম্বর পেলেই ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
কিন্তু কেউ যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে 60 শতাংশ নম্বর পায়, তাহলে ঐক্যশ্রী স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ পাওয়ার যোগ্য হয়ে যায়।
পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প! প্রত্যেক পড়ুয়া পাবে ৩০ হাজার টাকা, আবেদন পদ্ধতি জেনে নিন
B) ৬০ % নম্বরে স্কলারশিপ সমূহ
যে সকল স্কলারশিপগুলিতে আবেদন করার জন্য ৬০ শতাংশ নম্বরের প্রয়োজন সেইসব স্কলারশিপ গুলি হল-
১. স্বামী বিবেকানন্দ স্কলারশিপ
পশ্চিমবঙ্গের সমস্ত পড়ুয়াদের কাছে সবচেয়ে জনপ্রিয় স্কলারশিপটি হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। স্বামী বিবেকানন্দ স্কলারশিপটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সকল পড়ুয়াদের উচ্চ শিক্ষার জন্য দেওয়া হয়ে থাকে। পড়ুয়াদের প্রতি বছর এই স্কলারশিপের মাধ্যমে 12,000 টাকা থেকে 60,000 টাকা পর্যন্ত বৃত্তি দেওয়া হয়।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ: ব্যাংক একাউন্টে এই কাজটি অবশ্যই করুন, নাহলে পাবেন না টাকা!!
সম্প্রতি স্কুল পড়ুয়াদের জন্য এই স্কলারশিপটির আবেদন শুরু হয়ে গিয়েছে, কিন্তু কলেজ পড়ুয়াদের ক্ষেত্রে এখনো পর্যন্ত আবেদন প্রক্রিয়া শুরু হয়নি।
এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -