পড়ুয়াদের ২৫০০০ টাকা স্কলারশিপ দেবে গ্লো-লাভলি! তাড়াতাড়ি আবেদন পদ্ধতি জেনে নিন

Last Updated:

পড়াশোনার ক্ষেত্রে পড়ুয়াদের স্কলারশিপের বিষয়ে খবরাখবর রাখতে হয়। বেশিরভাগ সময় সরকারি স্কলারশিপ সম্পর্কেই তারা জানতে পারে ঠিকই; কিন্তু, পড়ুয়ারা বেসরকারি স্কলারশিপ গুলি থেকে বঞ্চিত হয়।

আজ আমরা একটি বেসরকারি স্কলারশিপ সম্পর্কে আপনাদের আপডেট দিতে চলেছি। এটি গ্লো এন্ড লাভলি ফাউন্ডেশন (Glow and Lovely Foundation) -এর পক্ষ থেকে যোগ্য ছাত্রীদের দেওয়া হয়ে থাকে এই স্কলারশিপের নাম হল “গ্লো এন্ড লাভলি স্কলারশিপ‘। আজকের প্রতিবেদনে আপনারা এই স্কলারশিপের যাবতীয় তথ্য জানতে পারবেন।

গ্লো এন্ড লাভলি ফাউন্ডেশন স্কলারশিপ (Glow and Lovely Scholarship 2023)

দ্বাদশ শ্রেণীর পর যে সমস্ত ছাত্রীরা আর্থিক অনটনের কারণে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে না, এই স্কলারশিপ তাদের জন্য। পুরো ভারতবর্ষের স্নাতক স্তরের ছাত্রীদের জন্য এই স্কলারশিপটি

আবেদনের যোগ্যতা :-

এই স্কলারশিপে আবেদন করার জন্য কয়েকটি যোগ্যতা থাকা প্রয়োজন-

১. আবেদনকারী ছাত্রীর বয়স হতে হবে ১৫ থেকে ৩০ বছরের মধ্যে।
২. আবেদনকারীকে গ্রাজুয়েশন অথবা পোস্ট-গ্রেজুয়েশন ভারতবর্ষের কোন সরকার স্বীকৃত ইনস্টিটিউশন থেকে পড়তে হবে।
৩. আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৬ লাখ টাকার মধ্যে হতে হবে।
৪. আবেদনকারীর দশম ও দ্বাদশ শ্রেণীতে ন্যূনতম ৬০ শতাংশ মার্কস সফলভাবে উত্তীর্ণ থাকতে হবে।

সরকারের এই কোম্পানি ছাত্র-ছাত্রীদের দিচ্ছে ৪৮ হাজার টাকা স্কলারশিপ!

বৃত্তির পরিমাণ :-

নির্বাচিত ছাত্রীরা পড়াশোনার ক্ষেত্রে সুযোগ সুবিধা ট্রেনিং এবং ক্যারিয়ার গাইডেন্স পাবে। সঙ্গে ২৫ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ সুবিধা পাবে।

আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগবে

অন্যান্য সকল স্কলারশিপের মতোই ছাত্র-ছাত্রী নিজস্ব কিছু ডকুমেন্ট সঙ্গে পরিবারের বার্ষিক আয়ের প্রমাণপত্র এবং একাডেমিক কিছু কাগজপত্র আবেদনের সময় জমা করতে হবে।

আবেদন করার জন্য প্রয়োজন হবে-

  • ১. সম্প্রতি তোলা আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজ ছবি।
  • ২. আইডেন্টিটি প্রুফ হিসেবে প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভার লাইসেন্স, আধার কার্ড, দশম শ্রেণীর রেজাল্ট লাগবে।
  • ৩. দ্বাদশ শ্রেণীর রেজাল্ট লাগবে।
  • ৪. বয়সের প্রমাণপত্র লাগবে।
  • ৫. পরিবারের আয়ের শংসাপত্র লাগবে।
  • ৬. গ্রাজুয়েশনের রেজাল্ট লাগবে।
  • ৭. কলেজে ভর্তির মানি রিসিপ্ট লাগবে।
  • ৮. আবেদনপত্র লাগবে।

আরো পড়ুন » রাজ্যের পড়ুয়াদের বিনামূল্য ট্রেনিং দেবে সরকার! জেনে নিন, কিভাবে করবেন আবেদন?

Glow& Lovely স্কলারশিপে আবেদন প্রক্রিয়া

গ্রো এন্ড লাভলী স্কলারশিপ-এর আবেদন সম্পূর্ণভাবে অনলাইনে আপনারা নিজেদের মোবাইল ফোনের মাধ্যমে করতে পারবেন। যদিও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য আবেদন এখনো শুরু হয়নি, তবে খুব তাড়াতাড়ি এর জন্য ফর্ম ফিলাপ শুরু হয়ে যাবে। তাই আপনারা আগে থেকেই আবেদনের পদ্ধতি জেনে রাখুন –

  1. সবার প্রথমে গ্লো এন্ড লাভলির অফিসিয়াল ওয়েবসাইটে (www.glowandlovelycareers.in) যেতে হবে। আপনাদের জন্য লিংক দেওয়া থাকবে।
  2. এরপর সেখান থেকে ‘এপ্লাই অনলাইন’ অপশানে ক্লিক করলেই, আপনাদের সামনে আবেদন পত্র খুলে যাবে। সেখানে সমস্ত বিবরণ পূরণ করতে হবেকরতে হবে।
  3. সবকিছু ভালোভাবে চেক করে নিয়ে শেষে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।

আবেদনের ওয়েবসাইট: Apply লিংক ↗

পারম্পরিক স্কলারশিপ: পশ্চিমবঙ্গের সকল পড়ুয়া পাবে ১০,০০০ টাকার স্কলারশিপ (Apply Online)

নির্বাচন প্রক্রিয়া :-

নির্বাচন প্রক্রিয়ায় আবেদনকারীদের তাদের আবেদন আবেদনপত্রের ভিত্তিতে তালিকা তৈরি করা হবে। এই তালিকা নির্ভর করবে আবেদনকারীদের মার্কস, পরিবারের আর্থিক অবস্থা, স্ট্রিমস এর ওপর। এছাড়াও শারীরিক প্রতিবন্ধী হয় অথবা অনাথ হয় সেক্ষেত্রে অগ্রাধিকার পাবে।

এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -