OASIS Government Scholarship New Update 2023-24: ওয়েসিস স্কলারশিপ হল রাজ্য সরকারের একটি জনপ্রিয় স্কলারশিপ। রাজ্য সরকার মূলত এই স্কলারশিপ প্রদান করে থাকে SC, ST এবং OBC পড়ুয়াদের জন্য। বিগত এক মাস পর আবার এই স্কলারশিপের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পড়ুয়ারা অনলাইনের মাধ্যমে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তবে স্কলারশিপ নিয়ে নতুন বিজ্ঞপ্তি সহ আপডেট প্রকাশ করেছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর তথা ওয়েসিস স্কলারশিপ ডিপার্টমেন্ট। এই সমস্ত বিষয় জানতে আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।
OASIS স্কলারশিপ পোর্টালে নতুন আপডেট
2023-24 শিক্ষাবর্ষের জন্য ওয়েসিস স্কলারশিপের আবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু হলেও কিছুদিন পর ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়। পোর্টালটিতে আপগ্রেডেশনের কাজ চলছিল তাই সেটিকে বন্ধ রাখা হয়েছিল। এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়াটিকে ওটিপি সহযোগে আধার ভিত্তিক (Ekyc) করার জন্য ওয়েবসাইটটির আপডেটের দরকার ছিল। ওয়েবসাইট আপডেটের কাজটি শেষ হয়েছে তাই আবেদন পত্র জমা নেওয়া আবার শুরু হয়েছে।
ওয়েসিস স্কলারশিপে আবেদনের নতুন নিয়ম- রাজ্য সরকারের এই স্কলারশিপটির জন্য নতুন কিছু নিয়ম তৈরী করা হয়েছে। সমস্ত ছাত্রছাত্রী আবেদনকারীর এই নিয়মগুলি কিন্তু জানা দরকার হলে ভবিষ্যতে কিন্তু সমস্যার মুখে পড়তে পারে।
OASIS SC/ST/OBC Scholarship New Rules @oasis.gov.in
আবেদন করার আগে নিয়মগুলি সঠিকভাবে পড়ে নেবেন –
- বাংলার শিক্ষা পোর্টালে আবেদনকারীর যে নামটি রয়েছে সেই নামের সঙ্গে আধার কার্ডের নাম এক হওয়া বাঞ্ছনীয়। এক্ষেত্রে বাংলার শিক্ষা পোর্টালের সাথে যদি আধার কার্ডের নাম ভিন্ন হয় সেক্ষেত্রে পড়ুয়াদের নিজের শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে নামটি ঠিক করার ব্যবস্থা করতে হবে।
- স্কলারশিপের ফর্মটি পূরণ করার সময় সঠিক স্থানে জাতিসংশাপত্রের নম্বরটি ইনপুট করতে হবে।
- প্রার্থীর নিজস্ব নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট (Active Bank Account) থাকা বাধ্যতামূলক। এই ওয়েসিস স্কলারশিপের টাকা প্রার্থীর ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে।
- একজন প্রার্থী একবারের বেশি এই স্কলারশীপে আবেদন করতে পারবেন না। যদি একজন প্রার্থী একের বেশি অর্থাৎ দুই বার এই স্কলারশিপের জন্য আবেদন করেন তবে সে ক্ষেত্রে দুটো আবেদনই বাতিল হয়ে যাবে।
- ওয়েসিস স্কলারশিপে আবেদন করার সময় প্রার্থীর নাম আধার কার্ডের নাম এবং কাস্ট সার্টিফিকেটের নাম এক থাকা বাঞ্ছনীয়।
- যদি কোনো ব্যক্তি ভুল তথ্য দিয়ে এই স্কলারশিপের টাকা পেয়ে থাকে তবে ধরা পড়লে তার টাকা পুনরুদ্ধার করা হবে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে।
আবেদন করার সময় প্রয়োজনীয় ডকুমেন্টস (New Documents)
ওয়েসিস স্কলারশিপে আবেদন করতে গেলে প্রার্থীদের যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলি স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলি হল-
১) আবেদনকারীর সর্বশেষ পরীক্ষার রেজাল্টের কপি।
২) বয়সের প্রমাণ হিসেবে আধার কার্ড বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কপি।
৩) পারিবারিক ইনকাম সার্টিফিকেটের কপি।
৪) ব্যক্তিটির কাস্ট সার্টিফিকেটের কপি।
৫) ব্যাংকের পাস বইয়ের প্রথম পাতার কপি।
ওয়েসিস স্কলারশিপের অফিসিয়াল পোর্টাল: https://oasis.gov.in/
আবেদন করুন: পশ্চিমবঙ্গের ST/SC/OBC-দের শুরু হল OASIS স্কলারশিপ অনলাইন!
স্কলারশিপ নিয়ে একটি বিস্তারিত পোস্ট সহ সমস্ত কিছু আবেদনের পদ্ধতি বলা রয়েছে, আপনারা যারা পোস্টটি পড়েননি নিচে লিঙ্ক দেওয়া রইল পড়ে নিতে পারেন।
বহু প্রার্থীরা ইতিমধ্যে ওয়েসিস স্কলারশিপের আবেদন সম্পূর্ণ করেছেন। যারা এখনো এই স্কলারশিপের জন্য আবেদন করেননি তারা অতি শীঘ্রই আবেদন শেষ করুন তবে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ কবে সে বিষয়ে এই পোর্টালে এখনো কিছু স্পষ্ট ভাবে জানানো হয়নি।
এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -