কেন্দ্র সরকারের যশস্বী স্কলারশিপে ছাত্র-ছাত্রীরা পাবে ৭৫ হাজার টাকা! আবেদন পদ্ধতি জেনে নিন

কেন্দ্র সরকার, বিভিন্ন সময়ে ছাত্রছাত্রীদের জন্য অনেক নতুন নতুন প্রকল্প নিয়ে আসে। যার মধ্যে ছাত্র-ছাত্রীদের জন্য থাকে নতুন নতুন স্কলারশিপ। যেগুলি মেধাবী পড়ুয়াদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে অনেকটাই কার্যকরী হয়।

সেইসব নতুন প্রকল্পের মধ্যে থেকে PM YASASVI স্কলারশিপ হল অন্যতম। সরকার এই স্কলারশিপ পড়ুয়াদের আর্থিক সহায়তার জন্য দিয়ে থাকে। এই স্কলারশিপে কিভাবে আবেদন করবেন? কত টাকা পাওয়া যাবে আবেদন করলে? এই সব কিছু বিস্তারিত জানার জন্য পুরো প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

PM YASASVI স্কলারশিপ কি?

একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও এমন অনেক পড়ুয়া রয়েছে যারা আর্থিক অবস্থার কারণে নিজেদের উচ্চশিক্ষা সম্পূর্ণ করতে পারে না। তাদের কথা ভেবেই একটি নতুন স্কলারশিপ নিয়ে হাজির হয়েছে কেন্দ্র সরকার।

PM YASASVI স্কলারশিপের সম্পূর্ণ নাম হল PM Young Achievers Scholarship Award Scheme for Vibrant India। এই স্কলারশিপ পেতে গেলে একটি বৃত্তি পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) কর্তৃক নেওয়া হয়ে থাকে। এই পরীক্ষার জন্য আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ওবিসি, ইবিসি, যাযাবর, (OBC/ EBC/ DNT & SAR/NT/SNT) ইত্যাদি শ্রেণীর পড়ুয়ারা এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবে।

কারা আবেদন করতে পারবেন ?

এই স্কলারশিপে আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা:-

1)এই স্কলারশিপে ভারতের Other Backward Class (OBC), Economically Backward Classes (EBC), যাযাবর, আধা যাযাবর, অ-বিজ্ঞাপিত ইত্যাদি শ্রেণীর পড়ুয়ারা আবেদন করতে পারবে।
2) এই স্কলারশিপে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা আবেদন করতে পারবে।
3) আবেদনকারীর পরিবারের বার্ষিক ইনকাম ২.৫ লক্ষ টাকার নিচে হতে হবে।

স্কলারশিপ এর পরিমাণ

নবম এবং দশম শ্রেণীর যোগ্য আবেদনকারীরা প্রতিবছর ৭৫ হাজার টাকা করে স্কলারশিপ পাবে। একাদশ এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা পাবে ১ লাখ ২৫ হাজার টাকার স্কলারশিপ।

যশস্বী স্কলারশিপ অনলাইনে আবেদন পদ্ধতি

পিএম যশস্বী স্কলারশিপের জন্য সবার প্রথমে ন্যাশনাল টেস্টিং এজেন্সির অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্টার করতে হবে।

রেজিস্ট্রেশন পোর্টাল ↗: https://yet.nta.ac.in/

প্রগতি স্কলারশিপে পড়ুয়ারা পাবে ৩০০০০ টাকা, আবেদন করুন!

এর জন্য হোম পেজে দেওয়া রেজিস্টার অপশনে আবেদনকারীর নাম, ইমেইল আইডি, জন্ম তারিখ ও পাসওয়ার্ড লিখতে হবে। এইভাবে একাউন্ট ক্রিয়েট করার পর একটি এপ্লিকেশন নাম্বার দেওয়া হবে যা পরবর্তী সময় লাগবে।

আবেদন করার প্রয়োজনীয় কাগজপত্র

১. আবেদনকারী পড়ুয়ার কাছে দশম শ্রেণী ও অষ্টম শ্রেণী পাসের সার্টিফিকেট থাকতে হবে।
২. পারিবারিক আয়ের শংসাপত্র।
৩. আবেদনকারীর আইডেন্টিটি কার্ড।
৪. আবেদনকারীর ইমেইল আইডি ও ফোন নম্বর‌।

স্কলারশিপের জন্য এন্ট্রান্স এক্সাম

ন্যাশনাল টেস্টিং এজেন্সি কর্তৃক এই পরীক্ষা নেওয়া হবে। অংক পরীক্ষা হবে ৩০ নম্বরের, বিজ্ঞান পরীক্ষা নেওয়া হবে ২০ নম্বরের, সোশ্যাল সাইন্স এর পরীক্ষা হবে ২৫ নম্বরের আর সাধারণ জ্ঞানের পরীক্ষা হবে ২৫ নম্বরে। এইসব বিষয় মিলিয়ে ১০০ নম্বরের mcq নেওয়া হবে। পরীক্ষাটি OMR SHEET এর মাধ্যমে হবে।

আরো স্কলারশিপ » পারম্পরিক স্কলারশিপ: পশ্চিমবঙ্গের সকল পড়ুয়া পাবে ১০,০০০ টাকার স্কলারশিপ

স্কলারশিপ সম্বন্ধিত গুরুত্বপূর্ণ তারিখগুলি :-

  • 1) চলতি বছরের ১১ ই জুলাই থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই প্রক্রিয়া চলবে ১০ ই আগস্ট রাত ১১:৫০ পর্যন্ত (Last Date)।
  • 2) এরপর ১২ ই আগস্ট থেকে ১৬ ই আগস্ট পর্যন্ত খোলা হবে আবেদনপত্র সংশোধন বিভাগ।
  • 3) পরীক্ষা হবে চলতি বছরে ২৯ শে সেপ্টেম্বর

পরীক্ষার পর সফল পড়ুয়ারা স্কলারশিপ বৃত্তির জন্য নির্বাচিত হবে।

এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -