জিপি বিড়লা স্কলারশিপ! ছাত্র-ছাত্রীরা পাবে ৫০০০০ টাকা, জানুন কিভাবে আবেদন করবেন

Last Updated:

বর্তমানে অনেকে প্রাইভেট এবং সরকারি স্কলারশিপের ফর্ম ফিলাপ চলছে। পড়াশোনার সঙ্গে সঙ্গে হোস্টেলে খরচ টিউশনি খরচ সবক্ষেত্রে স্কলারশিপের বৃত্তি ছাত্র-ছাত্রীদের অনেকটাই সাহায্য করে।

সরকারি স্কলারশিপের পাশাপাশি, প্রাইভেট স্কলারশিপ পেলে ছাত্র-ছাত্রীদের আরো অনেকটা সুবিধা হয়। আর সেরকমই একটি নতুন প্রাইভেট সংস্থার তরফ থেকে দেওয়া স্কলারশিপ এর ব্যাপারে আপডেট দিতে চলেছি।

পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীদের পড়াশোনার জন্য “জিপি বিড়লা স্কলারশিপ” দিচ্ছে কলকাতার একটি সংস্থা যার নাম “জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশন” (G.P. Birla Educational Foundation)। যার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা বছরে ৫০ হাজার টাকার পাশাপাশি আরো অন্যান্য সুযোগ-সুবিধা পেয়ে যাবে। আর হ্যাঁ, এই স্কলারশিপ আবেদন আপনারা সম্পূর্ণ অনলাইনে নিজেদের মোবাইল থেকেই করতে পারবেন।

কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু তুলে ধরা হলো আজকের প্রতিবেদনে –

জি পি বিড়লা স্কলারশিপ (G.P. Birla Scholarship 2023)

“জিপি বিড়লা ফাউন্ডেশন স্কলারশিপ” হল প্রখ্যাত শিল্পপতি শ্রী জি পি বিড়লার স্বপ্ন, যা পশ্চিমবঙ্গের মেধাবী ছাত্র-ছাত্রীদের কে বৃত্তি প্রদান করে GP Birla Education Foundation Scholarship 2023।

যারা ফাইনাল উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং যাদের পারিবারিক আয় কম তাদের উচ্চতর পড়াশোনা করার জন্য আর্থিক সাহায্যের তাদের এই ট্রাস্ট স্কলারশিপ প্রদান করে।

একনজরে জিপি বিড়লা স্কলারশিপ

বৃত্তির নামজিপি বিড়লা স্কলারশিপ
ধরনপ্রাইভেট স্কলারশিপ
কোর্সউচ্চমাধ্যমিকের পর যে কোন কোর্স
আবেদনঅনলাইন/অফলাইন
নম্বর প্রয়োজন 85% মার্কস WBCHSE অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্য বোর্ডের ছাত্র-ছাত্রীদের জন্য এবং 90% মার্কস ISC/CBSE কেন্দ্রীয় বোর্ডের ছাত্র-ছাত্রীদের জন্য

আবেদন করার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন?

জিপি বিড়লা স্কলারশিপ আবেদনের জন্য নিচের যোগ্যতাগুলি পূরণ হতে হবে –

  • 2023 সালে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা, (এই বছর)
  • ছাত্রকে WBCHSE থেকে 85% বা ISC/CBSE থেকে 90% নম্বর পেতে হবে
  • পারিবারিক আয় বছরে তিন লক্ষ টাকার কম থাকতে হবে
  • পড়াশোনা সাধারণ বিজ্ঞান, বাণিজ্য, আর্টস, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউশনে আন্ডার-গ্র্যাজুয়েশন ডিগ্রি কোর্স সহ পড়াশোনা করতে হবে।

জিপি বিড়লা স্কলারশিপের টাকার পরিমান

নির্বাচিত শিক্ষার্থীদের জন্য টিউশন ফি এবং হোস্টেল ফি বাবদ প্রতি বছর 50,000/-(পঞ্চাশ হাজার টাকা) প্রতি ছাত্র-ছাত্রীকে দেওয়া হয়। বৃত্তি এক সময়ে এক বছরের জন্য ছাত্র-ছাত্রীদের দেওয়া হবে। প্রথম বছরে বই কেনার জন্য অতিরিক্ত 7000/- টাকা দেওয়া হবে।

GP বিড়লা স্কলারশিপের আবেদন প্রক্রিয়া

জিপি বিড়লা স্কলারশিপের জন্য আপনারা অফলাইন এবং অনলাইন দুই ভাবেই আবেদন করতে পারবেন। যেহেতু হাতে সময় কম তাই সেক্ষেত্রে অনলাইন আবেদনটি বেশি কার্যকরী হবে।

⨞ জিপি বিড়লা বৃত্তির জন্য আবেদনের নির্দেশিকা

  • আবেদন অনলাইন বা অফলাইনে উভয় মোডে করা যেতে পারে।
  • সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র পোস্টের মাধ্যমে অফলাইন আবেদন পাঠাতে হবে।
  • অনলাইনে আবেদনের জন্য সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে বিশেষ ফরম্যাট আপলোড করতে হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

আবেদন শুরু করার আগে ছাত্র-ছাত্রীদের নিম্নলিখিত কাগজপত্র গুলি জোগাড় করে রাখতে হবে।

  1. স্ক্যান করা রঙিন ফটোগ্রাফ/ Passport Photo
  2. দ্বাদশ শ্রেণির মার্কশীটের কপি (.pdf max size 2MB)।
  3. বার্ষিক পারিবারিক আয় প্রমাণ শংসাপত্র (.pdf সর্বোচ্চ আকার 2MB):
  4. বিশ্ববিদ্যালয় বা কলেজে ভর্তির প্রমাণ (যদি ভর্তি নেওয়া হয়েছে) যেখানে আবেদনকারী আরও পড়াশোনা করবে (.pdf max size 2MB)।

অনলাইনে আবেদন করার জন্য “জিপি বিড়লা স্কলারশিপ ফাউন্ডেশন” অফিসিয়াল সাইট এর মাধ্যমে ফর্ম পূরণ করতে হবে।

আবেদনের লিংক »  https://www.gpbirlaedufoundation.com/

আরও স্কলারশিপ » অনন্ত মেরিট স্কলারশিপ: প্রতিমাসে ৬০০০ টাকা (Apply!)

আবেদন জমা দেওয়ার পর, আবেদন নং (Application Number) তৈরি হবে যা ভবিষ্যতের রেফারেন্সের জন্য রেখে দিতে হবে।

অফলাইন মোডে জিপি বিড়লা বৃত্তিতে আবেদন

অফলাইন মাধ্যমে বৃত্তির আবেদনের জন্য ” আবেদন পত্রটি প্রিন্ট আউট করতে হবে”।

Application Form PDF ↗

তারপর সমস্ত বিবরণ সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি জেরক্স কপি আবেদনপত্রের সাথে নীচে উল্লিখিত ঠিকানায় পাঠাতে হবে:

স্পিড পোস্টের মাধ্যমে ফর্ম পাঠানোর ঠিকানা

G.P. Birla Educational Foundation,
78, Syed Amir Ali Avenue,
Kolkata – 700019
(Landmark. Calcutta Ice Skating Rink)

আবেদন করার শেষ তারিখ : ৩১ আগস্ট ২০২৩

এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -