কেন্দ্রের নতুন স্কলারশিপ! পড়ুয়াদের ৯০০০ টাকা দেবে সরকার, তাড়াতাড়ি আবেদন করুন

ভারতের কেন্দ্রস্থলে রয়েছে এক বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য। আর প্রজন্মের পর প্রজন্ম ধরে এই বৈচিত্র শাস্ত্রীয় নৃত্য, সঙ্গীত, ঐতিহ্যবাহী কারুশিল্প, লোক পরিবেশনা এবং আরও অনেক কিছুর মতো অগণিত শিল্প যা সচেতনতা এবং সমর্থনের অভাবে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে।

এই অমূল্য বৈচিত্র্যময় সাংস্কৃতিক ভান্ডারগুলিকে রক্ষা ও প্রচার করার জন্য, ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনে বর্তমান 2023-24 শিক্ষাবর্ষে সেন্টার ফর কালচারাল রিসোর্সেস অ্যান্ড ট্রেনিং (CCRT) “সেন্টার কালচারাল ট্যালেন্ট সার্চ স্কলারশিপ” নামে একটি স্কিম চালু করেছে।

এই স্কলারশিপ শুধুমাত্র একটি আর্থিক সাহায্য নয় বরং এই স্কলারশিপ ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে সংজ্ঞায়িত করে শৈল্পিক প্রতিভাকে লালন পালন করার একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে। তাহলে চলুন আর বেশি দেরি না করে এবারে দেখেনিই এই স্কলারশিপে কত টাকা বৃত্তি পাওয়া যাবে, শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, বয়স কত দরকার, আবেদন কিভাবে করতে হবে ইত্যাদি যাবতীয় তথ্য।

কালচারাল ট্যালেন্ট সার্চ স্কলারশিপ

ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনে কর্মরত সেন্টার ফর কালচারাল রিসোর্সেস অ্যান্ড ট্রেনিং বা CCRT সংস্থা এই কালচারাল ট্যালেন্ট সার্চ স্কলারশিপ শুরু করেছে। এই স্কলারশিপের মাধ্যমে শিল্পের প্রতি আগ্রহী তরুণদের আর্থিক সহায়তা দেওয়া হয়। এই মহৎ উদ্যোগের লক্ষ্য 10 থেকে 14 বছর বয়সী তরুণ প্রতিভাকে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশে লালন পালন করা, বিলুপ্তির ঝুঁকিতে থাকা বিরল শিল্পকলার সংরক্ষণের উপর বিশেষ জোর দেওয়া।

কালচারাল ট্যালেন্ট সার্চ স্কলারশিপে টাকার পরিমান

এই স্কলারশিপের জন্য নির্বাচিত প্রার্থীদের যেকোনো প্রতিষ্ঠান খরচ, গুরু, বা শিক্ষকের অধীনে বিশেষ প্রশিক্ষণের জন্য তাদের প্রকৃত টিউশন ফি হিসেবে বার্ষিক 3000 থেকে 9000 টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হয়।

প্রতিবছর 650 টি নতুন স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। যার মধ্যে 100 টি ST সম্প্রদায়ের শ্রেণী শিক্ষার্থীদের জন্য, ঐতিহ্যগত পারফর্মিং আর্ট অনুশীলনকারী পরিবারে অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের জন্য 125 টি, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য 20 টি, অন্যান্য সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য 30 টি স্কলারশিপ এবং বাকি 375 টি স্কলারশিপ জেনারেল ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্য।

আবেদনের যোগ্যতা

  1. আবেদনকারী প্রার্থীদের বয়স 10 এবং 14 বছরের মধ্যে হতে হবে।
  2. আবেদনকারী প্রার্থীদের একটি স্বীকৃত স্কুলে বা প্রতিষ্ঠানে অধ্যয়নরত থাকতে হবে বা ঐতিহ্যগত পারফর্মিং আর্ট অনুশীলনকারী পরিবারের অন্তর্ভুক্ত হতে হবে।
  3. পরিবারের মাসিক আয় 8,000 টাকার কম হতে হবে।

আরো স্কলারশিপ »

  1. মেধাশ্রী স্কলারশিপ: রাজ্যের পড়ুয়ারা পাবে সরকারের এই দুর্দান্ত স্কলারশিপ
  2. প্রগতি স্কলারশিপে পড়ুয়ারা পাবে ৩০০০০ টাকা, জানুন কিভাবে আবেদন করবেন

কেন্দ্রীয় কালচারাল ট্যালেন্ট সার্চ স্কলারশিপে আবেদন পদ্ধতি

যোগ্য প্রার্থীরা সরাসরি indiaculture.nic.in এবং ccrtindia.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবে।

  • অফিসিয়াল ওয়েবসাইটে নিজের আবেদন ফরমটি ডাউনলোড করতে হবে।
  • তারপরে নিজের সম্পর্কে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।
  • পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস আবেদনপত্র সঙ্গে নিচে দেওয়া ঠিকানাই পাঠিয়ে দিতে হবে।
  • এরপরে শর্টলিস্টিং প্রক্রিয়ার জন্য অপেক্ষা করতে হবে এবং নির্বাচিত হলে, প্রার্থীদের সাক্ষাৎকার বা পরীক্ষার তারিখ, সময় এবং স্থান সম্পর্কে জানানো হবে।

চূড়ান্ত নির্বাচন বিশেষজ্ঞ কমিটির দ্বারা মূল্যায়নের উপর ভিত্তি করে করা হবে, এবং সফল প্রার্থীদের সাংস্কৃতিক প্রতিভা অনুসন্ধান বৃত্তি প্রদান করা হবে।

আরো পড়ুন » অনন্ত মেরিট স্কলারশিপ: পড়ুয়ারা পাবে প্রতিমাসে ৬০০০ টাকা

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

Centre For Cultural Resources And Training (CCRT) 15-A, Block D, Sector 7 Dwarka, Dwarka, New Delhi, Delhi 110075

এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -