Anant Merit Scholarship: আবেদন করলেই প্রতিমাসে ৬০০০ টাকা স্কলারশিপ দেবে এই সংস্থা। অনন্ত মেরিট স্কলারশিপ প্রোগ্রাম হল অনন্ত এডুকেশন ইনিশিয়েটিভ গ্রুপের একটি উদ্যোগ যার মাধ্যমে পশ্চিমবঙ্গের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করা হয়ে থাকে। অনন্ত এডুকেশন ইনিশিয়েটিভের উদ্যোগে ২০১১ সাল থেকে এই স্কলারশিপ দেওয়া শুরু করে।
Anant Merit Scholarship-এর মূল উদ্দেশ্য হল মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাস এবং আন্ডারগ্রাজুয়েট জেনারেল এবং প্রফেশনাল কলেজ স্টুডেন্টদেরকে অর্থনৈতিকভাবে সাপোর্ট করা যাতে পড়ুয়ারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে এবং তাঁরা তাদের স্বপ্ন পূরণ করতে পারে। এটি একটি প্রাইভেট স্কলারশিপ। অনন্ত মেরিট স্কলারশিপে আবেদন কারা করতে পারবে? অনন্ত মেরিট স্কলারশিপে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে? ইত্যাদি অনন্ত মেরিট স্কলারশিপ সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানার জন্য পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।
অনন্ত মেরিট স্কলারশিপ কি?
অনন্ত মেরিট স্কলারশিপ হল অনন্ত এডুকেশন ইনিশিয়েটিভ দ্বারা পরিচালিত পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় স্কলারশিপ। অনন্ত মেরিট স্কলারশিপ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মেধাবী দরিদ্র ছাত্র-ছাত্রীদের দশম এবং দ্বাদশ শ্রেণীর পর উচ্চ শিক্ষার জন্য আর্থিক সহায়তা প্রদান করে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনন্ত মেরিট স্কলারশিপ ২০২৩ এর আবেদন প্রক্রিয়া।
বৃত্তির নাম | অনন্ত মেরিট স্কলারশিপ ২০২৩ |
---|---|
বৃত্তির ধরন | প্রাইভেট স্কলারশিপ |
যোগ্য ছাত্র-ছাত্রী | মাধ্যমিক পাশ, উচ্চমাধ্যামিক পাশ ও কলেজ পড়ুয়া |
আগের পরীক্ষায় নম্বর প্রয়োজন | ৭০% নম্বর থাকতে হবে |
আবেদন মোড | অনলাইন ও অফলাইন |
প্রয়োজনীয় যোগ্যতা সমূহ (Required Qualification)
অনন্ত এডুকেশন ইনিশিয়েটিভ, পশ্চিমবঙ্গের একটি এনজিও(NGO) যা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য বৃত্তি প্রদান করে। অনন্ত মেরিট স্কলারশিপে আবেদনের জন্য যেসকল যোগ্যতার প্রয়োজন সেগুলি হল-
- 1) অনন্ত মেরিট স্কলারশিপে আবেদনের জন্য পড়ুয়া এবং পড়ুয়ার পরিবারকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- 2) পড়ুয়ার পারিবারিক বার্ষিক আয় ৬০,০০০ টাকার কম হতে হবে।
- 3) পড়ুয়া যদি মাধ্যমিক পাশের পর এই স্কলারশিপের জন্য আবেদন করে সেক্ষেত্রে সেই পড়ুয়াকে মাধ্যমিকে সর্বনিম্ন ৭০ শতাংশ নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে।
- 4) পড়ুয়া যদি উচ্চমাধ্যমিক পাশের পর এই স্কলারশিপের জন্য আবেদন করে সেক্ষেত্রে সেই পড়ুয়াকে উচ্চমাধ্যমিকে সেরা ৫টি বিষয়ে সর্বনিম্ন ৭০ শতাংশ নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে।
- 5) বৃত্তির মোট ৫০ শতাংশ মেয়ে পড়ুয়াদের জন্য নির্ধারিত।
প্রয়োজনীয় নথিপত্র (Required Document)
অনন্ত মেরিট স্কলারশিপে আবেদনের জন্য যেসকল নথিপত্রের(Document) প্রয়োজন সেগুলি হল-
- পরিবারের বার্ষিক ইনকাম সার্টিফিকেট।
- বাসস্থানের প্রমাণপত্র (যেমন:- রেশন কার্ড)।
- আধার কার্ড।
- মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ পড়ুয়াদের মাধ্যমিক পরীক্ষার মার্কশিট ও অ্যডমিট এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ পড়ুয়াদের উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশিট ও মাধ্যমিক পরীক্ষার মার্কশিট ও অ্যডমিট প্রয়োজন।
- পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ।
- যদি পড়ুয়া প্রতিবন্ধী হয় সেক্ষেত্রে তার প্রতিবন্ধকতা সার্টিফিকেট।
Anant Merit Scholarship আবেদন পদ্ধতি (Application Process)
যোগ্য পড়ুয়ারা অনন্ত মেরিট স্কলারশিপের জন্য অনলাইন এবং অফলাইন দুই ভাবেই আবেদন করতে পারবে।
A) অনলাইনে আবেদন পদ্ধতি (Online Application Process)
অনন্ত মেরিট স্কলারশিপ ২০২৩ অনলাইনে আবেদনের ক্ষেত্রে নিম্নলিখিত ধাপ গুলি অনুসরণ করতে হবে-
1) প্রথমে আপনাকে অনন্ত মেরিট স্কলারশিপের অফিসিয়াল পোর্টালে যেতে হবে (www.ananteducation.org)
2) এরপর স্কলারশিপের পৃষ্ঠা থেকে ‘Apply Online’ অপশনটিতে ক্লিক করতে হবে।
3) এরপর আপনার নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি, যোগাযোগের ঠিকানা, একাডেমিক বিবরণ দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
4) এরপর অনলাইন আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্য পূরন এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
B) অফলাইনে আবেদন পদ্ধতি (Offline Application Process)
অনন্ত মেরিট স্কলারশিপে অনলাইন ছাড়াও আপনি অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন।
1) অনন্ত মেরিট স্কলারশিপে অফলাইনে আবেদন করার জন্য প্রথমে অনন্ত মেরিট স্কলারশিপের অফিশিয়াল পোর্টালে গিয়ে আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে।
2) এরপর আবেদন পত্রটি প্রিন্ট করে নিতে হবে।
3) এরপর আবেদন পত্রটি নির্ভুলভাবে পূরণ করতে হবে।
4) আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় নথিপত্র এবং পড়ুয়ার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সংযুক্ত করতে হবে।
5) এরপর নির্দিষ্ট ঠিকানায় আবেদন পত্রটি স্পিড পোষ্টের মাধ্যমে পাঠাতে হবে।
6) অফলাইনে আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা হল-
ANANT EDUCATION INITIATIVE
Infinity Think Tank, Tower II, 3rd Floor,
Plot A3, Block GP, Sector V, Salt Lake,
Kolkata – 700091
আরো স্কলারশিপ »
- মেধাশ্রী স্কলারশিপ: রাজ্যের পড়ুয়ারা পাবে সরকারের এই দুর্দান্ত স্কলারশিপ
- প্রগতি স্কলারশিপে পড়ুয়ারা পাবে ৩০০০০ টাকা, জানুন কিভাবে আবেদন করবেন
বৃত্তি নির্বাচন প্রক্রিয়া (Scholarship Selection Process)
অনন্ত মেরিট স্কলারশিপের নির্বাচন প্রক্রিয়া বিশেষজ্ঞদের দ্বারা করা হয়ে থাকে। বিশেষজ্ঞরা প্রথমে পড়ুয়ার একাডেমিক শতাংশ এবং পারিবারিক ইনকামের উপর ভিত্তি করে কোনো পড়ুয়াকে এই স্কলারশিপের জন্য নির্বাচন করে থাকে। এরপর নির্বাচিত প্রার্থীকে সাক্ষাৎকারের জন্য অনন্ত এডুকেশনের অফিসে ডাকা হয়।
বৃত্তির পরিমাণ (Scholarship Amount)
অনন্ত মেরিট স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে নির্দিষ্ট পরিমাণ বৃত্তির পরিমাণ উল্লেখ নেই। বৃত্তির পরিমাণ পড়ুয়ার বর্তমান কোর্স অনুযায়ী ইন্টারভিউয়ের সময় নির্ধারণ করা হবে।
এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -