রাজ্য পড়ুয়াদের পড়াশোনার সহায়তার জন্য একাধিক প্রকল্প শুরু করেছে রাজ্য সরকার। প্রকল্পগুলির মাধ্যমে রাজ্য পড়ুয়ারা প্রতি মাসে বা বছরে পড়াশোনার জন্য আর্থিক অনুদান পেয়ে থাকে। এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি প্রকল্প হল ‘মেধাশ্রী প্রকল্প‘ যেটি সম্প্রতি নতুন চালু হয়েছে।
এই প্রকল্পের মাধ্যমে পড়ুয়াদের প্রতি বছর ৮০০ টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন রাজ্য সরকার। এর আগে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের সরকারি বৃত্তি দেওয়া হত, সেই বৃত্তি বন্ধ হয়ে যাওয়ায় কারনে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
মেধাশ্রী স্কলারশিপ প্রকল্প কি? West Bengal Medhashree Scholarship Scheme 2023
পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের অন্তর্গত (Backward Classes Welfare Department, Govt. of West Bengal) একটি প্রকল্প হল ‘মেধাশ্রী প্রকল্প‘। এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র OBC শ্রেণীর পড়ুয়ারা পাবে। পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর OBC পড়ুয়ারা সরকার কর্তৃক প্রদান করা এই বৃত্তির সুবিধা পাবে।
মেধাশ্রী স্কলারশিপ প্রকল্পে আবেদনের জন্য পড়ুয়াদের কি যোগ্যতা দরকার ?
মেধাশ্রী স্কলারশিপ প্রকল্পে আবেদনের জন্য পড়ুয়াদের যে যে যোগ্যতা প্রয়োজন সেগুলি হল-
- মেধাশ্রী স্কলারশিপ প্রকল্পে আবেদনের জন্য পড়ুয়াদের সর্বপ্রথম পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- এই প্রকল্পে আবেদনের জন্য পড়ুয়াকে অবশ্যই OBC বা অন্যান্য অনগ্রসর শ্রেনীভুক্ত হতে হবে।
- আবেদনকারী পড়ুয়ার পারিবারিক বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার নিচে হতে হবে।
- পড়ুয়াকে অবশ্যই কোনো সরকারি বা সরকারি অনুদান প্রাপ্ত বিদ্যালয়ে পাঠরত হতে হবে।
- ছাত্র-ছাত্রীর নামে নিজস্ব ব্যাংক একাউন্ট থাকতে হবে।
মেধাশ্রী স্কলারশিপ প্রকল্পে আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র
মেধাশ্রী স্কলারশিপ প্রকল্পে আবেদন করার জন্য পড়ুয়াদের যে সকল নথিপত্রের প্রয়োজন সেগুলি হল-
- বিগত বছরের পরীক্ষার মার্কশিট
- আধার কার্ড
- ব্যাংকের পাসবুক
- বাসস্থান শংসাপত্র
- OBC শংসাপত্র
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি
- পরিবারের বার্ষিক ইনকাম সার্টিফিকেট
মেধাশ্রী স্কলারশিপ প্রকল্পে আবেদনের পদ্ধতি (Application Process of Medhashree Scholarship)
মেধাশ্রী স্কলারশিপ প্রকল্পে আবেদন পড়ুয়ারা অফলাইনের মাধ্যমে করতে পারবে।
- মেধাশ্রী স্কলারশিপ প্রকল্পে আবেদনের জন্য প্রথমে মেধাশ্রী প্রকল্পের ফর্ম সংগ্রহ করতে হবে। মেধাশ্রী প্রকল্পের ফর্ম দুয়ারে সরকার ক্যাম্প থেকে সংগ্রহ করতে পারবেন অথবা স্কুলে পড়ুয়াদের স্বার্থে এই ফর্ম বিনামূল্যে দেওয়া হয়ে থাকে।
- ফর্ম সংগ্রহের পর ফর্মটি সঠিকভাবে ফিলাপ করে পড়ুয়া যে সরকারি বা সরকারি অনুদান প্রাপ্ত বিদ্যালয়ে পড়াশোনা করে সেই বিদ্যালয়ে জমা করতে হবে।
- ফর্মের সঙ্গে বেশ কিছু ডকুমেন্ট জমা করতে হবে পড়ুয়াদের।
- ফর্মটির সঙ্গে আবেদনকারীকে কাস্ট সার্টিফিকেটের জেরক্স, পাসবুকের প্রথম পাতার জেরক্স, আধার কার্ডের জেরক্স, পরিবারের বার্ষিক ইনকাম সার্টিফিকেট এবং সঙ্গে একটি বৈধ মোবাইল নম্বর।
- ফর্মটির সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র স্কুলে জমা করতে হবে। এরপর স্কুল কর্তৃপক্ষ ‘শিক্ষাশ্রী ও মেধাশ্রী’ পোর্টালের মাধ্যমে ছাত্রছাত্রীদের আবেদন জমা করতে পারবেন।
আরও পড়ুন » মাধ্যমিক পাশে কোন কোন সরকারি স্কলারশিপ? (Govt Scholarship after Madhyamik 2023)
মেধাশ্রী স্কলারশিপ প্রকল্পে বৃত্তির পরিমাণ
মেধাশ্রী প্রকল্পের মাধ্যমে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর OBC শ্রেণীভুক্ত ছাত্র-ছাত্রীরদের প্রতিবছর ৮০০ টাকা করে প্রাক-মাধ্যমিক বৃত্তি দেওয়া হবে। যদি কোনো পড়ুয়া কোনো ক্লাসে অনুত্তীর্ণ হয় তাহলে সেক্ষেত্রে সেই পড়ুয়া এই প্রকল্পের সুবিধা পাবে না। এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র পরবর্তী ক্লাসে উত্তীর্ণ পড়ুয়ারাই পাবে।
এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -