মাধ্যমিক পাশে কোন কোন সরকারি স্কলারশিপ? (Govt Scholarship after Madhyamik 2023)

প্রতিবছরই আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে ছাত্র-ছাত্রীদের জন্য প্রচুর স্কলারশিপ এর ব্যবস্থা করা হয় যেগুলো যেমন তাদের পড়াশোনাতে উৎসাহী করে তার সাথে সাথে তাদেরকে পড়াশোনাতে অর্থনৈতিকভাবে সহযোগিতা করে।

সরকারের তরফ থেকে যে যে স্কলারশিপ প্রকল্পে বৃত্তি দেওয়া হয়, আজকে আমরা বিশেষ করে মাধ্যমিকের পরে কি কি স্কলারশিপ আবেদন করা যায় (Govt Scholarship after Madhyamik for Westbengal Students) সেগুলো নিয়ে বিস্তারিত জানব।

মাধ্যমিক পাশের পর ছাত্র-ছাত্রীদের জন্য সরকারি স্কলারশিপ (Scholarship after Madhyamik 2023)

মাধ্যমিক পাশ ছাত্র-ছাত্রীদের জন্য সরকারি স্কলারশিপ এর তালিকা

নংস্কলারশিপ বৃত্তির নাম
১.স্বামী বিবেকানন্দ স্কলারশিপ/বিকাশ ভবন স্কলারশিপ
২.ওয়েসিস পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ (শিক্ষাশ্রী প্রকল্প)
৩.নবান্ন মুখ্যমন্ত্রী স্কলারশিপ ও উত্তরকন্যা স্কলারশিপ
৪.পশ্চিমবঙ্গ সংখ্যালঘু ঐক্যশ্রী স্কলারশিপ
৫.কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল স্কলারশিপ

তো চলুন, এরপর জেনে নেওয়া যাক প্রত্যেকটি স্কলারশিপ এর বিস্তারিত বিবরণ তাতে আবেদনের পদ্ধতি তার সাথে সাথে সরকারি যে অফিশিয়াল ওয়েবসাইট আছে।

স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপ/বিকাশ ভবন স্কলারশিপ (Swami Vivekananda Scholarship Bikash Bhaban)

স্বামী বিবেকানন্দ মেরিটকাম পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রী সবচেয়ে বড় স্কলারশিপ গুলির মধ্যে একটি। এটি পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা (Higher Education Department, Bikash Bhaban) দপ্তর থেকে ছাত্র-ছাত্রীদের দেয়া হয়, এটি শুধুমাত্র মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য।

আগে আবেদনের জন্য 75 শতাংশ নম্বরের প্রয়োজন হতো কিন্তু গত বছর পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্কলারশিপের যোগ্যতা কমিয়ে 60 শতাংশ করে দেয় যাতে বেশিরভাগ ছাত্র-ছাত্রী এর জন্য আবেদন করতে পারে এবং এর লাভ নিতে পারে।

যেহেতু এই স্কলারশিপ পশ্চিমবঙ্গের উচ্চ শিক্ষা দপ্তর অর্থাৎ বিকাশ ভবন থেকে দেওয়া হয় তাই ছাত্রছাত্রীদের কাছে এটি “বিকাশ ভবন স্কলারশিপ” নামে বেশি পরিচিত।

ওয়েসিস পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ (OASIS Post Matric Scholarship 2023)

ওয়েসিস পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ (OASIS Scholarship) বা শিক্ষাশ্রী বৃত্তি পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য, যারা তপশিলি জাতি, তপশিলী উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ SC/ST/OBC তারাই এর আবেদন করতে পারবে। আবেদনের জন্য অবশ্যই জাতিগত শংসাপত্র এবং পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত রেজিস্ট্রেশন করা হতে হবে।
বিভিন্ন ক্যাটাগরির জন্য বৃত্তির পরিমাণ বিভিন্ন হয় এক্ষেত্রে SC দের এর পরিমান বেশী হয়ে থাকে এবং OBC-A/OBC-B দের ক্ষেত্রে স্কলারশিপ এর পরিমাণ সামান্য কম।

অনলাইন ওয়েসিস পোর্টালে তোমাদেরকে রেজিস্ট্রেশন (Online Registration) করতে হবে তার সাথে ফরম ফিলাপ করার পর সেই ফরম প্রিন্ট করে তোমাদেরকে স্কুলের অফিসে কাছে জমা দিতে হবে।

নবান্ন মুখ্যমন্ত্রী স্কলারশিপ ও উত্তরকন্যা স্কলারশিপ (Nabanna/Uttar Kanya Scholarship)

নবান্ন মুখ্যমন্ত্রী স্কলারশিপ অন্যতম জনপ্রিয় বৃত্তি, যা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ছাত্র-ছাত্রীদের দেয়া হয়। আগে এর ফরম ফিলাপ অফলাইনে নবান্নর অফিসে গিয়ে সমস্ত ডকুমেন্ট জমা দিতে হতো কিন্তু বর্তমানে আবেদন ইমেইল এবং অফলাইন অফিসের মাধ্যমে মাধ্যমে নেয়া হচ্ছে, তবে তোমরা অবশ্যই অফলাইনে নবান্ন অফিসে গিয়ে পারলে জমা দিয়েছে তাহলে তোমাদের স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়।

নবান্ন মুখ্যমন্ত্রী স্কলারশিপ বিশেষ করে দক্ষিণ বঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য, উত্তরবঙ্গে এইটা “উত্তরকন্যা স্কলারশিপ” নামে পরিচিত যেটা উত্তরবঙ্গের উত্তরকন্যা অফিসে থেকে ফরম জমা নেয়া হয়, দুটো স্কলারশিপ থেকেই 10 হাজার টাকা করে এককালীন ছাত্র-ছাত্রীদের ব্যাংক একাউন্টে বৃত্তি পায়।

পশ্চিমবঙ্গ সংখ্যালঘু ঐক্যশ্রী স্কলারশিপ (Aikashree Scholarship 2022) 

ঐক্যশ্রী মাইনোরিটি বা ঐক্যশ্রী সংখ্যালঘু স্কলারশিপ পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের জন্য, এর আন্ডারে মুসলিম, শিখ, জৈন বা অন্যান্য যেসব সংখ্যালঘু সম্প্রদায় আছে তারাই স্কলারশিপ এর আওতায় ঐক্যশ্রী প্রকল্পের মাধ্যমে এর আবেদন করতে পারে। ছাত্র-ছাত্রীরা পোর্টালের মাধ্যমে ফরম ফিলাপ করতে পারে অনলাইনে এবং এই ফরম ফিলাপ করার পর তাদেরকে তাদের স্কুলে জমা করতে হয়, অবশেষে তাদের স্কলারশিপ অ্যাপ্রুভ (Scholarship Approval) হলে সেই টাকার ছাত্র-ছাত্রীদের ব্যাংক একাউন্টে ঢুকিয়ে দেয়া হয়।

কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল স্কলারশিপ (National Scholarship Portal)

ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল (NSP Portal) এর আন্ডারে যে সকল স্কলারশিপ গুলি থাকে সেগুলো সমস্ত কেন্দ্র সরকার থেকে দেয়া হয়, তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো যে একটি স্টুডেন্ট যে রাজ্য সরকারের স্কলারশিপ আবেদন করবে সে কিন্তু কেন্দ্র সরকারের কোন স্কলারশিপ এপ্লাই করতে পারবে না, এক্ষেত্রে তার কিন্তু স্কলারশিপ কান্সেল/বাতিল সম্ভাবনা থাকে। কেন্দ্র সরকার থেকে অনেকগুলি স্কলারশিপ দেয়া হয় যেমন সেন্টার সেক্টর স্কলারশিপ এবং Central-Post-Matric Scholarship থাকে।

এই সমস্ত স্কলারশিপের বিস্তারিত তথ্য পিডিএফ ফরমেটে আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা অবশ্যই ডাউনলোড করে নিজেদের কাছে রাখতে পারেন।

আপনারা চাইলে Westbengal Scholarship এর উপর বিস্তারিত ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। Click to Watch Video

তো আজকের এই পোস্টে আমরা পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য মাধ্যমিকের পরবর্তী পড়ার জন্য যে সকল সরকারি স্কলারশিপ উপলব্ধ থাকে সেগুলো নিয়ে বিস্তারিত বিবরণ জানালাম।

এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -