Aikyashree Scholarship 2023: পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ প্রকল্প

Last Updated:

নমস্কার প্রিয় ছাত্র-ছাত্রীরা, আজকে আবার একটা স্কলারশিপের আপডেট দেবো তোমাদের। আজ আমরা কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের “ঐক্যশ্রী স্কলারশিপ” Aikyashree Scholarship 2023-24 তোমরা হয়তো অনেকেই এই প্রকল্পের নাম শুনেছো।

এই স্কলারশিপ স্কুল স্টুডেন্ট তার সাথে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাশ, কলেজ পড়ুয়া থেকে রির্সাচ লেভেল পর্যন্ত সকলের জন্যই। ঐক্যশ্রী স্কলারশিপ প্রকল্পের মূল উদ্দেশ্য হলো পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় আরো বেশি উৎসাহিত করা, যাতে সংখ্যালঘু (Minority) ছাত্র-ছাত্রীরা পড়াশোনায় সমানভাবে অংশগ্রহণ করে এবং স্কুলছুট এর সংখ্যা কমে। নীচে স্কলারশিপ প্রকল্পের বিস্তারিত বিবরণ তার সঙ্গে সঙ্গে অন্যান্য তথ্য দেওয়া রইল।

ঐক্যশ্রী স্কলারশিপ – Aikyashree Scholarship Scheme

পশ্চিমবঙ্গের সংখ্যালঘু উন্নয়ন দপ্তর থেকে ঐক্যশ্রী স্কলারশিপ পোর্টালের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা অনলাইন আবেদন করতে পারে। স্কলারশিপের দুই বিভাগ –

  • প্রিমেট্রিক স্কলারশিপ (Pre matric)
  • পোস্ট ম্যাট্রিক (Post matric)

প্রিমেট্রিক বিভাগে প্রথম শ্রেণী থেকে দশম পর্যন্ত ছাত্রছাত্রীরা (Class 1-10) আবেদন করে।

পোস্ট-ম্যাট্রিক বিভাগে, মাধ্যমিক পাশের পর যারা একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে থেকে কলেজ পড়ুয়া সবাই আবেদন করেন।

পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ-এর আবার দুটো ভাগ আছে, সাধারণভাবে 50% নম্বর পেলেই ঐক্যশ্রী কলারশিপ এর জন্য যোগ্য হয়, কিন্তু এই ঐক্যশ্রী কলারশিপ প্রকল্পে কেউ যদি 60 শতাংশ নম্বর পায়, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে তাহলে ঐক্যশ্রী স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ পাওয়ার যোগ্য হয়ে যায়।

আবেদনের যোগ্যতা: Aikyashree scholarship eligibility

এরপর বলা যাক কি কি যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে,

  • ঐক্যশ্রী কলারশিপ শুধুমাত্র সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের জন্য, তাই ছাত্রছাত্রীকে সংখ্যালঘু সম্প্রদায় মুসলিম/খ্রিস্টান/বৌদ্ধ/শিখ/জৈন/পার্সি সম্প্রদায়ের হতে হবে।
  • ছাত্র ছাত্রীর পরিবারকে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে
  • পরিবারের বার্ষিক আয় ২ লাখ টাকার বেশি হওয়া চলবে না
  • ছাত্রছাত্রীকে 50% নম্বর পেতে হবে প্রতিবছর

এই যোগ্যতা পূরণ করলেই তোমরা ঐক্যশ্রী কলারশিপ এর জন্য আবেদন করে নিতে পারবে।

Application Date

2023-24 শিক্ষাবর্ষের জন্য ঐক্যশ্রী -এর আবেদনের তারিখ এখনো প্রকাশ হয়নি, তবে খুব শীঘ্রই সংখ্যালঘু উন্নয়ন দপ্তর থেকে (WBMDFC) আপডেট দিয়ে জানানো হবে। প্রতিবছরই জুন মাসের শেষের দিক করে এর ফরম ফিলাপ শুরু হয় এবং তিন-চার মাস ধরে আবেদন চলে।

আরো পড়ুন: পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য শিক্ষাশ্রী/ওয়েসিস স্কলারশিপ

আবেদন পদ্ধতি (Application Process Online)

ঐক্যশ্রী প্রকল্পের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন http://wbmdfcscholarship.org/ পোর্টালের মাধ্যমে। তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং পরবর্তী ক্ষেত্রে ফরম ফিলাপ করে স্কুল এবং কলেজের জমা করতে হবে। তারপরে তোমার ইন্সটিটিউশন তোমার আবেদন যাচাই করবে (wbmdfc scholarship status check)।

ঐক্যশ্রী স্কলারশিপ হেল্পলাইন

ঐক্যশ্রী কলারশিপ নিয়ে আরো বিস্তারিত জানার জন্য তোমরা অফিশিয়াল ওয়েবসাইট পোর্টালে যোগাযোগ করো, তার সাথে হেল্পলাইন নম্বর 18001202130 (Toll-Free), 033-4047468, কিছু জানার থাকলে ফোন করতে পারো (aikyashree scholarship helpline number)।

এই ছিল পশ্চিমবঙ্গের ঐক্যশ্রী স্কলারশিপ নিয়ে 2023-24 শিক্ষাবর্ষের আপডেট। তোমাদের যদি কোন প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। প্রতিবেদন পড়ার জন্য অনেক ধন্যবাদ।

এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -