ন্যাশনাল স্কলারশিপ ২০২৩: যোগ্যতা, অনলাইন আবেদন (NSP Scholarship 2023)

Last Updated:

কেন্দ্র সরকারের ন্যাশনাল স্কলারশিপ (NSP Scholarship) সমস্ত ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে একটি জনপ্রিয় স্কলারশিপ প্রকল্প এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রত্যেক ছাত্র-ছাত্রী জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থনৈতিকভাবে সক্ষম না হওয়ার জন্য অনেক ছাত্র-ছাত্রী তাদের স্বপ্ন পূরণ করতে পারে না। কিন্তু কেন্দ্র সরকার ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের কে বিভিন্ন বৃত্তির সুযোগ সুবিধা দেয়, তার সাথে সাথে পড়াশোনায় উদ্যোগী করার জন্য অর্থনৈতিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আজকে আমরা এই ন্যাশনাল স্কলারশিপ আবেদন প্রক্রিয়া, (Online Apply Process) কারা আবেদন করতে পারবে -নিয়ে বিস্তারিত জানবো।

ন্যাশনাল স্কলারশিপ ২০২৩ (What is NSP Scholarship)

ন্যাশনাল স্কলারশিপ হল কেন্দ্র সরকারের শিক্ষা মন্ত্রকের একটি প্রোগ্রাম, যার লক্ষ্য সারা দেশে মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় অর্থনৈতিকভাবে সমর্থন ও উৎসাহিত করা। এটি একটি সরকারী উদ্যোগ উচ্চ শিক্ষা অর্জনের জন্য তাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য করা হয়েছে।

একনজরে ন্যাশনাল স্কলারশিপ

স্কলারশিপের নামন্যাশনাল কলারশিপ
স্কলারশিপ ধরনসরকারি স্কলারশিপ (কেন্দ্র সরকার)
স্কলারশিপ বিভাগপ্রি ম্যাট্রিক স্কলারশিপ
পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ
মেরিট স্কলারশিপ
বৃত্তির পরিমাণ১০০০০ থেকে ৫০০০০ টাকা পর্যন্ত
আবেদন পদ্ধতিঅনলাইন পোর্টালের মাধ্যমে
পোর্টালscholarships.gov.in
আবেদন শুরু তারিখAugust, 2023

ন্যাশনাল স্কলারশিপ আবেদনের যোগ্যতা (Eligibility Criteria)

কিন্তু সরকারের ন্যাশনাল কলারশিপে ছাত্র-ছাত্রীকে আবেদনের জন্য যোগ্য হতে অবশ্যই নির্ধারিত কিছু মানদণ্ড পূরণ করতে হবে। সাধারণ যোগ্যতার মানদণ্ডে একাডেমিক, আর্থিক প্রয়োজন প্রয়োজনকে বেশি গুরুত্ব দেওয়া হয়।

  • ছাত্র বা ছাত্রীকে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে
  • পরিবারের বার্ষিক আয় (Annual Income) ২.৫ লাখ টাকার বেশি হওয়া চলবে না
  • ছাত্র-ছাত্রীকে কোন সরকার স্বীকৃত বিদ্যালয় বা কলেজ থেকে পড়াশোনা চালিয়ে যেতে হবে।
  • শেষ পরীক্ষায় একাডেমিক নম্বর ৫০ শতাংশ হতে হবে।

উপরের যোগ্যতা পূরণ করলে তবেই এই স্কলারশিপ প্রোগ্রামে আবেদন করা যাবে। তবে হ্যাঁ বিশেষ কিছু প্রকল্পে আরো বাড়তি মানদণ্ড পূরণ করতে হবে।

মাধ্যমিকের পর সরকারি স্কলারশিপ (Govt Scholarship after Madhyamik)

ন্যাশনাল স্কলারশিপ আবেদন পদ্ধতি (Online Application)

ন্যাশনাল স্কলারশিপ এর আবেদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইন এবং National Scholarship পোর্টালের মাধ্যমে। পরবর্তী ক্ষেত্রে স্ট্যাটাস চেক, স্কলারশিপ এর অনুমোদন সমস্ত কিছু ছাত্রছাত্রীরা তাদের প্রোফাইলে লগইন করে দেখতে পারবে।

স্কলারটি আবেদনের জন্য কি কি ডকুমেন্ট লাগবে (Documents Required)

  1. শেষ পরীক্ষার মার্কশীট
  2. পরিবারের বার্ষিক আয়ের প্রমাণপত্র
  3. আধার কার্ড
  4. রঙিন পাসপোর্ট ছবি

আবেদন শুরুর তারিখ (NSP Scholarship Application Date 2023)

ন্যাশনাল স্কলারশিপ এর আবেদন ২০২৩ শিক্ষাবর্ষের জন্য এখনো শুরু হয়নি। প্রতি বছরই আগস্ট মাসে এর পোর্টালের রেজিস্ট্রেশন শুরু হয়ে যায়।

আরো পড়ুন » Central Sector স্কলারশিপ (প্রতি বছর 20000 টাকা) শিক্ষার্থীদের জন্য

স্কলারশিপ এর সুবিধা (Benefits of NSP Scholarship)

ন্যাশনাল স্কলারশিপ 2023 মেধাবী শিক্ষার্থীদের জন্য তাদের স্বপ্নকে অনুসরণ করার এবং তাদের সত্যিকারের ভবিষ্যৎ তৈরীর ক্ষেত্রে একটি অনন্য সুযোগ উপস্থাপন করে। আর্থিক সহায়তা, স্বীকৃতি এই স্কলারশিপ প্রোগ্রামের লক্ষ্য। তাই ছাত্র-ছাত্রীদের উচিত এই সুবর্ণ সুযোগটি কাজে লাগিয়ে জাতীয় বৃত্তি-এর মাধ্যমে, স্বপ্নগুলি বাস্তবে রুপ দেওয়া।

তো প্রিয় ছাত্র-ছাত্রীরা এই ছিল কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল স্কলারশিপ এর নিয়ে বিস্তারিত। আশা করছি তোমরা যারা যোগ্য হবে অবশ্যই এর জন্য আবেদন করবে এবং স্কলারশিপ এর প্রকল্পের সুবিধা পাবে। তোমাদের যদি এখনো কোনো সন্দেহ থাকে তোমরা নিজেদের মতামত জানাতে পারো তার সাথে সাথে আমাদের সাথে যুক্ত থাকো পরবর্তী সকল প্রকার আপডেটের জন্য।

এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -