Letter Box Scholarship 2023 (লেটার বক্স স্কলারশিপ) সরকার দিচ্ছে ১৫০০০ টাকা

Last Updated:

ছাত্র-ছাত্রীদের জন্য নতুন স্কলারশিপ আনতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। আজকের পোষ্টে এই নতুন স্কলারশিপ “লেটার বক্স স্কলারশিপ” (WB Govt Letter Box Scholarship) -এর বিষয়ে জানাবো। কারা পারবে আবেদন করতে ? কিভাবে করবেন আবেদন ? – সবকিছুই আজকের পোস্টে বিস্তারিত জানবো।

লেটার বক্স স্কলারশিপ কি? (Letter Box Scholarship 2023)

বর্তমানে পশ্চিমবঙ্গে এমন কিছু মেধাবী ছাত্রছাত্রীরা রয়েছে যারা মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাস করার পরে উচ্চশিক্ষা গ্রহণের জন্য পরিবার থেকে আর্থিক সহায়তা পায় না।
এই কারণেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ছাত্র ছাত্রীদের জন্য লেটার বক্স স্কলারশিপ (Letter Box Scholarship) নামে একটি স্কলারশিপ চালু করেছেন।
বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2023 সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের কাছ থেকে জানতে পারেন তারা অর্থের অভাবে তাদের উচ্চশিক্ষা গ্রহন করতে পারছে না। তারপরই তিনি এই স্কলারশিপের চিন্তাভাবনা করেন।

স্কলারশিপের নামলেটার বক্স স্কলারশিপ
স্কলারশিপের ধরনসরকারি স্কলারশিপ
কারা পাবেপশ্চিমবঙ্গের গরিব মেধাবী পড়ুয়ারা

কারা পাবে এই লেটার বক্স স্কলারশিপ ? (Eligibility Criteria)

এর আগে যে সমস্ত স্কলারশিপ চালু হয়েছিল সেগুলিতে অনেক নিয়মাবলী ছিল। কিন্তু এই স্কলারশিপের কোন নিয়মাবলী নেই। গরিব, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের সকল ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের আবেদন করতে পারবে।

  • ছাত্র বা ছাত্রীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
  • ছাত্র বা ছাত্রীকে পড়াশোনা চালিয়ে যেতে হবে

আরো পড়ুন » পশ্চিমবঙ্গের সেরা সরকারি স্কলারশিপ গুলি দেখে নিন (বছরে ৬০০০০ টাকা)

আবেদন পদ্ধতি (Application Process of Letter Box Scholarship)

এই লেটার বক্স স্কলারশিপের আবেদন সম্পূর্ণভাবে অফলাইনে (Offline Form Fill Up) হবে বলে জানা গিয়েছে। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে শিক্ষা দপ্তরের বাইরে এই লেটার বক্স চালু করার নির্দেশ দিয়েছেন, যেখানে ছাত্রছাত্রীরা তাদের নিজের হাতে লেখা অ্যাপ্লিকেশন তার সঙ্গে যাবতীয় ডকুমেন্ট ওই বক্সে জমা দিয়ে আবেদন করতে পারবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট (Documents Required for LB Scholarship)

এই স্কলারশিপে আবেদনের জন্য ছাত্র বা ছাত্রীর যাবতীয় সমস্ত ডকুমেন্ট লাগবে, তার সাথে –

  • পরিবারের বার্ষিক ইনকাম সার্টিফিকেট
  • শেষ পরীক্ষার মার্কশীট
  • আধার কার্ড
  • পাসপোর্ট ফটোগ্রাফ
  • ব্যাংক একাউন্ট
  • স্কুলের বা কলেজের প্রধানের রেকমেন্ডেশন

আবেদনপত্রসহ এই সমস্ত নথিগুলি শিক্ষা দপ্তর অর্থাৎ বিকাশ ভবনে গিয়ে জমা দিয়ে আসতে হবে। (Banglar Uchchashiksha Portal)


সুতরাং, আপনি যদি গরিব/সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থী হন, আর অর্থের অভাবে পড়াশোনা করতে পারছেন না – তাহলে শুধুমাত্র একটি চিঠি লিখুন আর আপনিও পেয়ে যেতে পারেন এই লেটার বক্স স্কলারশিপ।

এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -