পশ্চিমবঙ্গের সেরা সরকারি স্কলারশিপ (Westbengal Govt Scholarship List 2023)

Last Updated:

আজকের পোস্টে আমি তোমাদের পশ্চিমবঙ্গের সেরা সরকারি স্কলারশিপগুলির ব্যাপারে বলব।‌‍‌‍ যেগুলি মাধ্যমিক-উচ্চমাধ্যামিক ও কলেজ পড়ুয়াদের জন্য।‌‍‌‍

স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ (SVMCM)

“SVMCM” পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রদত্ত শীর্ষ শ্রেণীর বৃত্তিগুলির মধ্যে একটি। এটি সম্পূর্ণরূপে মেধা ভিত্তিক স্কলারশিপ। এর জন্য যোগ্যতা অর্জনের জন্য আপনাকে,

  1. মাধ্যামিক/উচ্চমাধ্যামিক-তে (10th/12th/HS) তে 75% এর বেশি স্কোর করতে হবে।
  2. আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  3. আপনার পরিবারের বার্ষিক আয় দুই লক্ষের বেশি হওয়া চলবে না।
  • পোর্টাল: https://svmcm.wbhed.gov.in/
  • বৃত্তির পরিমান : প্রতি বছর 12000-60000 টাকা

আরো পড়ুন: মাধ্যমিক পাশে কোন কোন সরকারি স্কলারশিপ? (Govt Scholarship after Madhyamik 2023)

পশ্চিমবঙ্গ-পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ (OASIS)

পশ্চিমবঙ্গ পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ জনপ্রিয়ভাবে “OASIS” বৃত্তি হিসাবে পরিচিত।এই বৃত্তি ST/ST/OBC শ্রেণীর মতো পিছিয়ে পড়া শ্রেণীর মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য।

  1. ছাত্র-ছাত্রীদের এই বৃত্তির যোগ্যতা অর্জনের জন্য 50% নম্বর থাকতে হবে।
  2. অবশ্যই পশ্চিমবঙ্গের অধিবাসী হতে হবে।
  3. পরিবারের বার্ষিক আয় দুই লক্ষের বেশি হওয়া চলবে না।
  • পোর্টাল: http://oasis.gov.in/
  • পরিমাণ: প্রতি বছর 5000-14000 টাকা

বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি স্কলারশিপ, (BKMBS)

বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি স্কলারশিপ” মেয়েদের প্রদান করা হয়, যারা উচ্চমাধ্যামিক পরে উচ্চতর (Higher Study) পড়তে চায়। ছাত্রীদের পশ্চিমবঙ্গে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চমাধ্যামিক পাশ করতে হবে। এটি জগদীশ চন্দ্র বসু ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ (JBNST), কলকাতা দ্বারা পুরস্কৃত স্কলারশিপ।

  1. ছাত্রীর পড়াশোনা ও পশ্চিমবঙ্গের অধিবাসী হতে হবে।
  2. ইঞ্জিনিয়ারিং/মেডিকেল বা যেকোনো বেসিক সায়েন্স সাবজেক্ট (Bsc) নিয়ে পড়াশোনা করতে হবে।
  • পোর্টাল: https://jbnsts.ac.in/
  • পরিমাণ: প্রতি বছর 24000 টাকা
  • এছাড়াও প্রতি বছর বই কেনার জন্য অতিরিক্ত 2000 টাকা।

পশ্চিমবঙ্গ ফ্রি-শিপ স্কলারশিপ (WBFS)

“WBFS” রাজ্যের সরকারি/ বেসরকারি প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি/ ফার্মেসি/ স্থাপত্য বিভাগে স্নাতক শিক্ষার্থীদের জন্য। সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের টিউশন ফি সরকার দেবে। টিউশন ফি ছাড়া অন্য সকল ফি সুবিধাভোগীকে বহন করতে হবে।

  1. অবশ্যই পশ্চিমবঙ্গের অধিবাসী হতে হবে।
  2. ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তি/ ফার্মেসি/ আর্কিটেকচার অধ্যয়নরত হতে হবে।
  3. পরিবারের বার্ষিক আয় 2 লক্ষের বেশি হওয়া চলবে না।
  4. টিউশন ফ্রি ওয়েভার (TFW) এর অধীনে নির্বাচিত হতে হবে।
  5. SVMCM এর মত কোন বৃত্তি পাওয়া চলবে না।
  • পোর্টাল: https://wbhed.gov.in/wbfs/
  • পরিমাণ: মোট কোর্স টিউশন ফি বৃত্তি হিসাবে পাবে।

হিন্দি স্কলারশিপ প্রকল্প

পশ্চিমবঙ্গ সরকারের “হিন্দি স্কলারশিপ স্কিম” হল সেই ছাত্র-ছাত্রীদের জন্য যাদের মাতৃভাষা হিন্দি নয় কিন্তু হিন্দি ভাষায় পড়াশোনা করছে।

  1. শিক্ষার্থীরা পূর্ববর্তী পরীক্ষায় কমপক্ষে 60% নম্বর পেয়ে থাকতে হবে।
  2. অবশ্যই পশ্চিমবঙ্গের অধিবাসী হতে হবে।
  3. হিন্দি ভাষায় পূর্ণকালীন কোর্স (Regular) করতে হবে।
  • পোর্টাল: অফলাইনে আবেদন
  • ঠিকানা: শিক্ষা ও বৃত্তি বিভাগ অধিদপ্তর, বিকাশ ভবন, 9 তম তলা, কলকাতা -700091
  • পরিমাণ: প্রতি বছর 12000 টাকা

বিস্তারিত: Hindi Scholarship Scheme (Apply)

নবান্ন মুখ্যমন্ত্রী স্কলারশিপ ও উত্তরকন্যা

পশ্চিমবঙ্গের নবান্ন স্কলারশিপ হল সেই ছাত্র-ছাত্রীদের জন্য যারা গত বোর্ড পরীক্ষায় 60% নম্বর পেয়েছে। এই বৃত্তিটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে  হয়।

  1. ছাত্র-ছাত্রীকে অবশ্যই পশ্চিমবঙ্গের অধিবাসী হতে হবে।
  2. কমপক্ষে 60% নম্বর পেয়েছে কিন্তু 75% এর বেশি নয়
  3. পরিবারের বার্ষিক আয় 2 লক্ষের বেশি হওয়া চলবে না।
  • পোর্টাল: http://wbcmo.gov.in/   অ্যাপ্লিকেশন অফলাইন
  • ঠিকানা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল, নবান্ন
  • পরিমাণ: এককালীন 10000 টাকা

আশাকরি এই পোস্টটা তোমাদেরকে অনেকটাই সাহায্যও করবে। যদি তোমাদের কোন প্রশ্ন থাকে, তাহলে  নীচে কমেন্ট-এ লিখতে পারো। পুরো পোস্টটা পড়বার জন্য ধন্যবাদ।

এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -