পশ্চিমবঙ্গ সরকারের হিন্দি স্কলারশিপ প্রকল্প! প্রতিমাসে ১০০০ টাকা করে পাবেন (জেনে নিন)

ছাত্র-ছাত্রীদের পড়াশুনা কাজে সহায়তা করার জন্য বহু স্কলারশিপ প্রোগ্রাম প্রচলিত আছে। এই স্কলারশিপগুলির মাধ্যমে বেশ কিছু টাকা ছাত্রছাত্রীরা পেয়ে থাকে, এরফলে অনেকটাই তারা উপকৃত হয়। কিন্তু এমন অনেক সরকারি স্কলারশিপ রয়েছে যেগুলির ব্যাপারে ছাত্রছাত্রীরা না জানতে পারার জন্য আবেদন করতে পারে না

আজকের এই লেখার মাধ্যমে আমরা একটি স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কিভাবে শিক্ষার্থীরা এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন? আবেদন করার যোগ্যতাই বা কি? সমস্ত বিষয় জানতে আজকের প্রতিবেদনটি মন দিয়ে শেষ পর্যন্ত পড়ুন।

Hindi Scholarship Scheme (হিন্দি স্কলারশিপ ২০২৩)

অ-হিন্দিভাষী রাজ্যগুলির ছাত্র-ছাত্রীদের হিন্দি ভাষা নিয়ে পড়াশুনোর কাজে উৎসাহিত করার জন্য ভারত সরকার হিন্দি বৃত্তি চালু করেছে। যেহেতু পশ্চিমবঙ্গের মাতৃভাষা বাংলা তাই রাজ্য এবং কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে হিন্দি ভাষা পড়তে ছাত্রছাত্রীদের আগ্রহ করার জন্য হিন্দি স্কলারশিপ প্রকল্পের সূচনা।

এইচএস, ইউজি, পিজি, এবং গবেষণারত (এম. ফিল. / পিএইচডি ইত্যাদি) ছাত্র ছাত্রীরা এই বৃত্তিটির জন্য যোগ্য। যে সমস্ত ছাত্রছাত্রীদের মাতৃভাষা হিন্দি নয় এবং যারা অ-হিন্দিভাষী রাজ্যের পূর্ণ-সময়ের কোর্সে হিন্দি একমাত্র বিষয় হিসাবে বা সংমিশ্রণ বিষয়গুলির মধ্যে একটি হিসাবে অধ্যয়ন করছেন তারাই একমাত্র এই বৃত্তির পাওয়ার জন্য যোগ্য প্রার্থী।

হিন্দি স্কলারশিপ প্রকল্পে টাকার পরিমাণ ও সুবিধা

Hindi Scholarship Scheme – এই বৃত্তির মাধ্যমে এইচএস, ইউজি, পিজি, এবং (এম. ফিল. / পিএইচডি) ছাত্রছাত্রীরা পূর্ণ সময়ের কোর্সে প্রতি মাসের জন্য ৩০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত পেতে পারেন

কোর্সের লেভেলপ্রতি মাসেআবেদনের যোগ্যতা
মাধ্যমিক পাশের পর – একাদশ৩০০ টাকাএইচএস কোর্সে হিন্দি বিষয় হতে হবে এবং ম্যাট্রিক পরীক্ষায় মোট 60% নম্বর থাকতে হবে। 
(মাধ্যমিক/সিবিএসই/আইসিএসই ইত্যাদি)
উচ্চমাধ্যমিক পাশের পর – কলেজ৫০০ টাকাহিন্দি UG-কোর্সের একটি বিষয় হতে হবে এবং HS পরীক্ষায় 60% মোট নম্বর।
স্নাতক পাসের পর – বিশ্ববিদ্যালয়১০০০ টাকাহিন্দি অধ্যয়নের বিষয় হতে হবে এবং স্নাতক বা স্নাতকোত্তর ক্ষেত্রে 60% নম্বর থাকতে হবে।

অবশ্যই পড়ুন: মেধাশ্রী স্কলারশিপ: রাজ্যের পড়ুয়ারা পাবে সরকারের এই দুর্দান্ত স্কলারশিপ

আবেদনের যোগ্যতা: কারা আবেদন করতে পারবে

১) শিক্ষার্থীদের মাতৃভাষা হিন্দি হওয়া চলবে না।

২) ছাত্র-ছাত্রীদের অবশ্যই অ-হিন্দিভাষী রাজ্যের একটি স্বীকৃত একটি প্রতিষ্ঠান থেকে পূর্ণ-সময়ের কোর্সে হিন্দি একমাত্র বিষয় হিসাবে বা সংমিশ্রণ বিষয়গুলির মধ্যে একটি হিসাবে অধ্যয়ন করতে হবে।

৩) শিক্ষার্থীদের হিন্দিভাষী রাজ্যের অন্তর্গত হওয়া চলবে না।

৪) ছাত্র-ছাত্রীদের অবশ্যই এইচএস, ইউজি, পিজি, এবং গবেষণারত (এম. ফিল. /পিএইচডি) হতে হবে।

৫) যে সকল প্রার্থীরা ডিস্টেন্স এডুকেশন এর মাধ্যমে তাদের পড়াশোনা চালিয়ে যেতে চান তারা এই বৃত্তিতে আবেদন করতে পারবেন না। ছাত্র ছাত্রীদের পূর্ণ সময়ের কোর্সে পাঠরত হতে হবে।

৬) আবেদনকারীদের অবশ্যই একটি কোর্সেই পাঠরত হতে হবে। কেউ যদি দুটি কোর্স একসঙ্গে করেন তবে সেই ব্যক্তি এই বৃত্তির জন্য মনোনীত হবেন না।

৭) যদি কোনো শিক্ষার্থী এর আগে হিন্দি বৃত্তি পাচ্ছেন দ্বিতীয় বার করে তাদের আবেদন করার প্রয়োজন নেই।

হিন্দি স্কলারশিপ প্রকল্পে কিভাবে আবেদন করবেন?

১) আবেদনটি করতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদনপত্র পাওয়া যাবে নিন্মলিখিত শিক্ষাদপ্তরের অফিসের ঠিকানায়, আপনাদের সুবিধার জন্য আবেদনের লিংক পিডিএফ দেওয়া থাকবে।

More Details

আরো স্কলারশিপ:

২) আবেদনপত্র হাতে পাবার পর সেটি সঠিকভাবে পূরণ করুন।

৩) আবেদন পত্র জমা দেওয়া হবে যেকোনো কাজের দিনে দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে।

প্রয়োজনীয় ডকুমেন্টস: কি কি কাগজপত্র লাগবে ?

1) পরীক্ষার রেজাল্টের কপি।

2) বয়সের প্রমাণপত্রের জন্য বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কপি।

3) এইচএস/গ্র্যাজুয়েট/এমফিল বা পিএইচডি পাঠরত শিক্ষার্থীদের ক্ষেত্রে কোর্সে ভর্তির পেমেন্টের রশিদ কপি।

4) আধার কার্ডের কপি (আধার কার্ড না থাকলে অ্যাড্রেস প্রুফের যেকোনো ডকুমেন্টস)

5) পাসপোর্ট সাইজের ফটো।

7) ব্যাংক অ্যাকাউন্টের ডকুমেন্টস।

আদিত্য বিড়লা স্কলারশিপ: স্কুল এবং কলেজ ছাত্র-ছাত্রীরা ৬০০০০ টাকা পাবে! Apply Now

অফিসের ঠিকানা: পাবলিক ইন্সট্রাকশন ডিরেক্টর (এস অ্যান্ড এস),
পশ্চিমবঙ্গ, বৃত্তি ও উপবৃত্তি বিভাগ, শিক্ষা অধিদপ্তর, পশ্চিমবঙ্গ, বিকাশ ভবন – ৯ম তলা,
বিধাননগর, কলকাতা – ৭০০ ০৯১। দুপুর ১২টা থেকে বিকেল ৪টার

এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -