PNB Housing Finance Protsahan Scholarship 2023 for Students, upto Rs 40000 Award.
ছাত্র-ছাত্রীদের পড়াশুনা কাজে সহায়তা করার জন্য বহু স্কলারশিপ প্রোগ্রাম আছে। এই স্কলারশিপগুলির মাধ্যমে বেশ কিছু টাকা ছাত্রছাত্রীরা পেয়ে থাকে, এরফলে অনেকটাই তাদের পড়াশোনার কাজে সহায়তা হয়।
আজকের এই লেখার মাধ্যমে আমরা একটি স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কি নাম এই স্কলারশিপের? কিভাবে শিক্ষার্থীরা এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন? আবেদন করার যোগ্যতাই বা কি? সমস্ত বিষয় জানতে এই আর্টিকেলটি পড়ুন।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক “PNB Housing Finance Protsahan Scholarship” স্কলারশিপ
আমরা সকলেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নাম শুনেছি। এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আরেকটি বিভাগ হল পিএনবি হাউজিং ফাইন্যান্স। পিএনবি হাউজিং ফাইনান্স ভারতের বড় বড় হাউজিং ফাইন্যান্স কোম্পানির গুলির মধ্যে অন্যতম।
“Pehel Foundation” যেটি এই সংস্থার CSR (কর্পোরেট সোশ্যাল) স্কলারশিপ প্রোগ্রামের আয়োজন করেছে তার নাম পিএনবি হাউসিং ফাইন্যান্স প্রোটসাহন স্কলারশিপ। এই স্কলারশিপের মাধ্যমে স্নাতক পাঠরত ছাত্র-ছাত্রীরা ৪০ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন।
এই স্কলারশিপে কত টাকা পাবেন
এই বৃত্তির মাধ্যমে বিএসসি-ব্যাচেলর অফ সায়েন্স(বিএসসি), ব্যাচেলর অফ কমার্স (বিকম), ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন (বিসিএ), ব্যাচেলর অফ আটর্স (বিএ) ছাত্রছাত্রীরা পূর্ণ সময়ের কোর্সে বছরে মোট ১০ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন।
আরো পড়ুন » বিদ্যাসারথি স্কলারশিপ! ছাত্রছাত্রীরা পাবে ৪০০০০ টাকা, অনলাইনে আবেদন পদ্ধতি জেনে নিন
আবেদনের যোগ্যতা: কারা আবেদন করতে পারবেন?
১) ছাত্র-ছাত্রীদের অবশ্যই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক।ন্যূনতম 60% নম্বর পেয়ে থাকতে হবে।
২) শিক্ষার্থীদের স্নাতক লেভেলে অর্থাৎ (বিএসসি)/ (বিকম)/ (বিসিএ)/ (বিএ) এর মত ফুলটাইম স্নাতক কোর্সে পাঠরত হতে হবে।
৩) এআইসিটিই/এনএএসি/ইউজিসি/সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক কোর্সগুলিতে পাঠরত হতে হবে।
৪) পারিবারিক আয় তিন লক্ষের কম হতে হবে।
৫) ছাত্র-ছাত্রীদের নিজস্ব নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক।
Apply আদিত্য বিড়লা স্কলারশিপ স্কুল এবং কলেজ ছাত্র-ছাত্রীরা ৬০০০০ টাকা পাবে!
PNB Protsahan Scholarship : কিভাবে আবেদন করবেন?
১) আবেদন করতে হলে “Vidyasarathi Portal” গিয়ে “PNB Housing Finance Protsahan Scholarship” প্রোটসাহন স্কলারশিপ (23-24) এর নোটিফিকেশনে ক্লিক করুন।
২) এরপর এপ্লাই নাও অপশনে ক্লিক করুন।
৩) ফর্মটি যথাযথভাবে পূরণ করে সাবমিট অপশন এ ক্লিক করে প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করুন।
LIC Vidyadhan Scholarship: স্কুল ও কলেজ পড়ুয়াদের স্কলারশিপ দিচ্ছে এলআইসি! জানুন কীভাবে আবেদন
প্রয়োজনীয় ডকুমেন্টস
- 1) পরীক্ষার রেজাল্টের কপি।
- 2) বয়সের প্রমাণপত্রের জন্য বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কপি।
- 3) স্নাতক কোর্সে পাঠরত শিক্ষার্থীদের ক্ষেত্রে কোর্সে ভর্তির পেমেন্টের রশিদ কপি।
- 4) আধার কার্ডের কপি (আধার কার্ড না থাকলে অ্যাড্রেস প্রুফের যেকোনো ডকুমেন্টস)।
- 5) পারিবারিক আয়ের কপি।
- 6) পাসপোর্ট সাইজের ফটো।
- 7) ব্যাংক অ্যাকাউন্টের ডকুমেন্টস।
বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন: Visit
আবেদন ফরম পূরণ করার সময় যে ইমেইল আইডি ছাত্রছাত্রীরা দিয়ে থাকবেন সেই ইমেইল আইডির মাধ্যমে পরবর্তী এই স্কলারশিপের সমস্ত খবর তারা জানতে পারবেন।
এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -