বিদ্যাসারথি স্কলারশিপ! ছাত্রছাত্রীরা পাবে ৪০০০০ টাকা, অনলাইনে আবেদন পদ্ধতি জেনে নিন

Last Updated:

ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে কলারশিপের গুরুত্ব অনেকটাই, অনেক সরকারি স্কলারশিপ সেক্ষেত্রে সহযোগী হলেও তবুও পড়ুয়াদের পড়ার খরচ অনেকটাই বাকি রয়ে যায়। তাই সেক্ষেত্রে ছাত্রছাত্রী পড়ুয়াদের বেসরকারি কিছু স্কলারশিপেও আবেদন করতে হবে। আজ আবারো একটি বেসরকারি স্কলারশিপের আপডেট পাবেন আজকের প্রতিবেদনে।

বিদ্যাসারথি স্কলারশিপ (Vidyasarathi Scholarship) হল ভারতবর্ষের একটি জনপ্রিয় স্কলারশিপ, যার মাধ্যমে ভারতবর্ষের অন্যান্য বেসরকারি স্কলারশিপের তুলনায় তুলনামূলকভাবে বেশি শিক্ষার্থীদের পড়াশোনার জন্য আর্থিক সাহায্য করে থাকে। এই স্কলারশিপটি সকল কোর্সে পাঠরত পড়ুয়াদের দেওয়া হয়।

এই স্কলারশিপ আবেদনের জন্য প্রার্থীর যোগ্যতার মানদন্ড, নির্বাচন পদ্ধতি বিস্তারিত আলোচনা করা হলো – তাই পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন! পোষ্টের নিচে আবেদনের লিংক দেওয়া থাকবে

বিদ্যাসারথি বৃত্তি কি? Vidyasaarathi Scholarship 2023

বিদ্যাসারথি বৃত্তি সেই সমস্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য দেওয়া হয়, যাদের বার্ষিক পারিবারিক আয় ৫ লক্ষ টাকার কম। প্রতিবছর এই বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সর্বোচ্চ ৪০,০০০ টাকা অব্দি বৃত্তি প্রদান করা হয়ে থাকে।

এটি এনএসসি গভরমেন্টের একটি প্লাটফর্ম – Protean eGov Technologies Limited (Formerly NSDL e-Governance Infrastructure Limited) – যা কর্পোরেট এবং কোম্পানিগুলো দেওয়া বিভিন্ন বৃত্তির জন্য আবেদন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। অর্থাৎ দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য এবং তাদের ভবিষ্যৎ যাতে সুরক্ষিত থাকে সেই উদ্দেশ্যেই এই বৃত্তিটি প্রদান করা হয়ে থাকে।

বিদ্যাসারথি স্কলারশিপের প্রয়োজনীয় যোগ্যতা সমূহ (Required Qualification)

  • ১. আবেদনকারী মাসিক পারিবারিক আয় ৩০ হাজার টাকার বেশি হওয়া উচিত নয়।
  • ২. আবেদনকারীকে তাদের ক্লাস পরীক্ষায় কমপক্ষে ৫০% নাম্বার পেতে হবে।
  • B.E/ B. Tech এর আবেদনকারীকে অবশ্যই তাদের ডিপ্লোমা কোর্সে ন্যূনতম ৫০% নাম্বার পেতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র ( Required Document)

বিদ্যাসারথি বৃত্তির জন্য আবেদনকারীর যে সকল নথির প্রয়োজন সেগুলোর একটা তালিকা প্রদান করা হলো

  1. আধার কার্ড/ভোটার আইডি কার্ড
  2. ঠিকানা প্রমাণ / আবাসিক সংসাপত্র
  3. স্টুডেন্ট ব্যাংক পাসবুক
  4. একটি নিশ্চিতকরণ চিঠি
  5. শেষ পরীক্ষার মার্কশীট
  6. কলেজ ফি রশিদ/ টাকা জমা দেওয়ার প্রমাণ।

INSPIRE স্কলারশিপে কেন্দ্র সরকার দেবে প্রতি মাসে ১০০০ টাকা! অনলাইনে আবেদন

বিদ্যাসারথি স্কলারশিপের আবেদন প্রক্রিয়া (Application Process)

বিদ্যাসারথি স্কলারশিপ আবেদনের ক্ষেত্রে আপনারা সম্পূর্ণভাবে নিজেদের মোবাইল থেকেই পোর্টালের মাধ্যমে Registration সহ দরখাস্ত জমা করতে পারবেন

  • ১. প্রথমে বিদ্যাসারথি স্কলারশিপ স্কিমের ওয়েবসাইট যেতে হবে।
  • ২. তারপর হোম পেজে “Apply for The Scholarship” ক্লিক করতে হবে।
  • ৩. এবার আপনার ব্যক্তিগত তথ্য লিখতে হবে এর সাথে ক্যাপচা কোড লিখুন।
  • ৪. এপ্লিকেশন সাবমিটে ক্লিক করুন।

কোর্স অনুযায়ী বৃত্তির পরিমাণ

এই স্কলারশিপে বৃত্তি ছাত্র-ছাত্রীদের কোর্স অনুযায়ী দেওয়া হয়ে থাকে।

কোর্সস্কলারশিপের পরিমাণ
একাদশ ও দ্বাদশ শ্রেণীপ্রতিবছর ১০ হাজার টাকা
B.E/ B.Tech ইঞ্জিনিয়ারিং পড়ুয়াপ্রতিবছর ৪০ হাজার টাকা
Diploma/ITI ছাত্রছাত্রীবছরে ১০ হাজার টাকা
স্নাতক স্তরের পড়ুয়া (UG BA, BSc)প্রতি বছর ৩০,০০০ টাকার

সর্বশেষে বলতে পারি যে কোন স্কলারশিপ প্রোগ্রাম এর জন্য আবেদন করার আগে আবেদনকারীকে সচেতনতার সাথে বিষয়গুলো মাথায় রাখতে হবে যাতে কোন ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয়।

  • যেমন বৃত্তির আবেদন করার শেষ তারিখের জন্য অপেক্ষা না করাই ভালো।
  • আবেদনকারীর একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নাম্বার অবশ্যই থাকতে হবে এবং সেই সাথে ইমেইল আইডি ও থাকতে হবে।

Apply Portal লিংক: https://www.vidyasaarathi.co.in/

আরো পড়ুন » কত শতাংশ নম্বরে কোন সরকারি স্কলারশিপ পাওয়া যাবে? লিস্ট দেখে আবেদন করুন!

আবেদন করার আগে আবেদনকারী কে সমস্ত নথি একখানে গুছিয়ে রাখতে হবে। এছাড়াও আবেদন পত্রে আবেদনকারী সম্প্রতি ক্লিক করা ছবি সংযুক্ত করতে হবে। এ সকল নিয়ম মেনে চললে আশা করি আবেদনকারীর ভবিষ্যতে কোন অসুবিধার সম্মুখীন হতে হবে না।

এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -