পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে উত্তরকন্যা স্কলারশিপ (Uttarkanya Scholarship 2023) মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে উত্তরবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য চালু করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বৃত্তি হিসেবে শিক্ষাগত সরকারি সহায়তা পায়, যা মেধাবী ছাত্রদের উচ্চশিক্ষা অর্জনের জন্য সহায়তা করে। আজকের পোস্টে আমরা এই স্কলারশিপ কিভাবে আবেদন করবেন ? আবেদন ফরম কোথায় জমা দেবেন ?- সমস্ত কিছু নিয়ে বিস্তারিত জানবো।
উত্তরকন্যা স্কলারশিপ কি (Uttarkanya Scholarship Scheme)
উত্তরকন্যা স্কলারশিপ বৃত্তির অধীনে, উত্তরবঙ্গের জেলাগুলির (কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা) পশ্চিমবঙ্গের একাদশ শ্রেণীতে পঠনরত বা মাধ্যমিক পাস, স্নাতক (BA / BSc / BCom) কোর্সে পঠনরত বা উচ্চ মাধ্যমিক পাস, স্নাতকোত্তর (MA, MSc) গ্রহণের সময়মেধাবী ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষা গ্রহণের সময় তাদের পড়াশোনার খরচ এবং একাডেমিক-এর জন্য 10,000 টাকা ( *প্রতি বছরে একবার) বৃত্তি পাবে। এই স্কলারশিপ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল (WB Chief Minister Relief Fund Scholarship) থেকে সেই সব গরীব মেধাবী পড়ুয়াদের দেওয়া হয়।
স্কলারশিপের নাম | পশ্চিমবঙ্গ উত্তরকন্যা স্কলারশিপ ২০২৩ |
কোথা থেকে দেওয়া হয় | মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল (সরকারি স্কলারশিপ) |
বৃত্তির পরিমাণ | বছরে ১০০০০ টাকা |
যোগ্যতা | ৫০ শতাংশ নম্বর থাকতে হবে |
আবেদন | অফলাইন ফর্ম ফিলাপ |
কারা Uttarkanya Scholarship আবেদন করতে পারবে ?
এই পশ্চিমবঙ্গ উত্তর কন্যা কলেজ থেকে আবেদন করার জন্য ছাত্রবার ছাত্রীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তার সাথে –
- পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ টাকার বেশি হওয়া চলবে না
- পড়ুয়াকে শেষ পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর পেতে হবে
উত্তরকন্যা স্কলারশিপ আবেদন (How to Apply UttarKanya Scholarship)
উত্তরকন্যা কলারশিপ আবেদন সম্পূর্ণ অফলাইনে। আপনাকে প্রথমে স্কলারশিপ এর ফর্মটি , জোগাড় করে নিতে হবে। ফর্ম ডাউনলোড (Form PDF Download) করার লিঙ্ক আপনারা পোস্টের শেষে পেয়ে যাবেন।
আবেদনপত্র পূরণের ধাপগুলি :-
১ম ধাপ :- প্রথমে আপনাকে আবেদন পত্র পিডিএফ ডাউনলোড করে এটির প্রিন্ট আউট বের করতে হবে। সমস্ত বিভাগ গুলি সাবধানে পূরণ করতে হবে, যেমন – নাম, ঠিকানা, স্কুল বা কলেজের বিবরণ এবং শেষ পরীক্ষার বিবরণ, আপনার স্কুল বা কলেজের প্রধানের স্ট্যাম্প সহ ছবি দিতে হবে।
২য় ধাপ :- আবেদন পত্র পূরণ শেষে সমস্ত ডকুমেন্টস সহ আবেদনপত্রটিকে উত্তরকন্যা অফিসের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে সেক্ষেত্রে আপনারা নিজে গিয়ে জমা দিয়ে আসতে পারেন বা ডাকযোগেও (Speed Post) পাঠাতে পারেন।।
প্রয়োজনীয় ডকুমেন্ট (Documents Required for Uttarkanya Scholarship Form Fill Up)
পশ্চিমবঙ্গের উত্তর কন্যা স্কলারশিপ-২০২৩ আবেদন পত্রের সাথে অবশ্যই আপনার যে নথি গুলি লাগবে সেগুলি হল:-
- আবেদনপত্র
- আগের ক্লাসের মার্কশিট
- বর্তমান রঙিন পাসপোর্ট ফটোগ্রাফ
- ছাত্র বা ছাত্রীর আধার কার্ড
- পরিবারের বার্ষিক ইনকাম সার্টিফিকেট
- ব্যাংক একাউন্টের পাস বইয়ের প্রথম পাতা
- স্ব-ঘোষনা (Self Declaration)
- MP/MLA সুপারিশ (যা ফর্মে দেওয়া আছে)
আবেদন ফরম ডাউনলোড করার জন্য নিচের লিংকে ভিজিট করুন, সেখানে ইংরেজিতে এই স্কলারশিপের ব্যাপারে বলা আছে বলা আছে। পেজের নিচের দিকে আপনারা ফর্ম ডাউনলোড করার লিংক পেয়ে যাবেন –
Uttarkanya Scholarship 2023 (Application Form PDF)
আবেদন পত্র পূরণ শেষে সমস্ত ডকুমেন্টস সহ আবেদনপত্রটিকে উত্তরকন্যা অফিসের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। সেক্ষেত্রে আপনারা নিজে গিয়ে জমা দিয়ে আসতে পারেন বা ডাকযোগেও (Speed Post) পাঠাতে পারেন।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
Department of CMRF Scholarship,
‘UTTARKANYA’, New Satellite Township,
Kamrangaguri, Fulbari, West Bengal – 734015
উত্তরকন্যা স্কলারশিপ বৃত্তির পরিমাণ (Amount of Uttarkanya Scholarship 2023)
উত্তরকন্যা স্কলারশিপে ছাত্র-ছাত্রীরা বছরে দশ হাজার টাকা পর্যন্ত অনুদান পেতে পারে।
আরো পড়ুন » নবান্ন স্কলারশিপ ফর্ম আবেদন, ১০০০০ টাকা দেবে সরকার
নবান্ন স্কলারশিপ এবং উত্তরকন্যা স্কলারশিপ দুটোই একই, শুধুমাত্র উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ ভাগ করে দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য ‘উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর’ থেকে ‘উত্তরকন্যা স্কলারশিপ’ (North Bengal Development Department) আর দক্ষিণবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য ‘মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল’ থেকে ‘নবান্ন স্কলারশিপ’ ।
সুতরাং, নামগুলি আলাদা হলেও উভয়ই আসলে একটি বৃত্তি যা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া হয়।
এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -