Coal India Scholarship 2023: আবেদন করলেই পড়াশোনার সমস্ত খরচ (Apply Now)

Last Updated:

কোল ইন্ডিয়া স্কলারশিপ (Coal India Scholarship) হল কোল ইন্ডিয়া লিমিটেড, ভারত সরকারের একটি মহারত্ন কোম্পানি দ্বারা প্রদত্ত একটি একটি স্কলারশিপ প্রোগ্রাম। আজকের পোস্টে আমরা এই স্কলারশিপে কারা আবেদন করতে পারবে, আবেদন পদ্ধতি সঙ্গে অন্যান্য সমস্ত কিছু বিস্তারিত জানবো।

কোল ইন্ডিয়া স্কলারশিপ: Coal India Scholarship 2023

Coal India Limited EWS Scholarship 2023: এই স্কলারশিপের মূল উদ্দেশ্য হল দরিদ্র মেধাবী পড়ুয়াদের আর্থিকভাবে সহায়তা করে, সফল ক্যারিয়ার গড়ে তোলা ও মানসম্পন্ন পেশাগত শিক্ষা বিস্তার করা। এই স্কলারশিপ এর মাধ্যমে ছাত্রছাত্রীরা কোর্সের সম্পূর্ণ ফি বৃত্তি হিসেবে পাবেন যার মধ্যে সম্পূর্ণ টিউশন ফি, হোস্টেল ফি/মেস চার্জ এবং 10,000 টাকা পড়াশোনার অন্যান্য খরচ হিসাবে দেওয়া হয়।

স্কলারশিপের নামকোল ইন্ডিয়া স্কলারশিপ ২০২৩ (Coal India Limited EWS Scholarship)
সংস্থাকোল ইন্ডিয়া লিমিটেড (কেন্দ্রীয় সরকারের অধীনস্থ)
বৃত্তির পরিমাণকোর্স ফি ও পড়াশোনার সমস্ত খরচ
যোগ্যতাছাত্র-ছাত্রীকে BPL হতে হবে
আবেদনঅফলাইন ফর্ম ফিলাপ (Offline)

আবেদনের যোগ্যতা (Eligibility Criteria)

  • বর্তমান একাডেমিক পর্যন্ত বয়স 25 বছরের মধ্যে হতে হবে
  • ছাত্র-ছাত্রীকে দারিদ্র্য সীমার নীচে (BPL) হতে হবে
  • কেন্দ্রীয় বা রাজ্য সরকার কর্তৃক স্বীকৃত আইআইটি, এনআইটি বা সরকারি ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজগুলিতে একটি পূর্ণ-সময়ের ডিগ্রি কোর্স করতে হবে

আবেদনের জন্য কি কি ডকুমেন্ট দরকার (Documents Needed)

  1. উচ্চমাধ্যমিক মার্কশিট (HS Marksheet)
  2. জন্ম সার্টিফিকেট
  3. বিপিএল কার্ড (BPL Card)
  4. প্রার্থীর পরিচয় প্রমাণ (আধার কার্ড, ভোটার আইডি, ইত্যাদি)
  5. আবেদনকারীর পিতা/অভিভাবকের আবাসিক প্রমাণ (Residential Proof)
  6. যোগ্যতা পরীক্ষায় পদের প্রমাণ (Rank Card)
  7. ভর্তির প্রমাণ (Admission Receipt)
  8. কোর্সের জন্য বার্ষিক আর্থিক ব্যয়ের প্রমাণ (Annual Fees & Other Cost)
  9. জাত শংসাপত্র (যদি প্রয়োজন হয়) (SC/ST/OBC/EWS Certificate)

কোল ইন্ডিয়া স্কলারশিপে কীভাবে আবেদন করবেন: How to Apply for Coal India Scholarship 2023

যোগ্য ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ প্রোগ্রামে আবেদন করার জন্য নীচে উল্লিখিত পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে –
প্রথম ধাপ: আবেদন পদ্ধতি সম্পূর্ণভাবে অফলাইনে, তাই প্রথমে আবেদন পত্রটি (Coal India Scholarship Application Form PDF) সংগ্রহ করতে হবে। আবেদনপত্র ডাউনলোড করুন।

দ্বিতীয় ধাপ: আবেদনপত্রটি পূরণ করুন, প্রয়োজনীয় নথির জেরক্স করা কপি সংযুক্ত করুন এবং নিম্নলিখিত ঠিকানায় জমা দিতে হবে। সে ক্ষেত্রে ডাকযোগে স্পিড পোস্টের (Speed Post) মাধ্যমেও আপনারা আবেদনপত্র পাঠাতে পারেন।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

Chief General Manager (Welfare),
Coal India Limited, Coal Bhawan,
10, Netaji Subhas Road, Kolkata – 700001
Ph. No. 033-22488099
Fax No. (033) 2231 3875 or (033) 2213 5778

আবেদনের তারিখ (Application Date)

কোল ইন্ডিয়া স্কলারশিপের জন্য আবেদন বর্তমানে শুরু হয়ে গেছে (Application Started for Coal India Scholarship 2023)। সংস্থার তরফে কোনো শেষ তারিখ আপাতত জানানো হইনি। তবে, আগামী ১৫ই এপ্রিল, ২০২৪ পর্যন্ত এই স্কলারশিপের আবেদন চলবে।

আরো পড়ুন » পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য সেরা পাঁচটি বেসরকারি স্কলারশিপ

এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -