জ্যোতি প্রকাশ স্কলারশিপ অনলাইন আবেদন (Jyoti Prakash Scholarship 2023-24)

Last Updated:

নমস্কার প্রিয় ছাত্র-ছাত্রীরা আজকের প্রতিবেদনে তোমাদের একটি নতুন প্রাইভেট স্কলারশিপ “জ্যোতি প্রকাশ স্কলারশিপ” (Jyoti Prakash Scholarship) এর ব্যাপারে আপডেট দিতে চলেছি। কারা এই স্কলারশিপের জন্য যোগ্য কিভাবে আবেদন করবে সমস্ত কিছু বিস্তারিত আজকের পোস্টে বলবো।

জ্যোতি প্রকাশ স্কলারশিপ কি? (Jyoti Prakash Scholarship Buddy4Study)

জ্যোতি প্রকাশ স্কলারশিপ প্রোগ্রাম হল Buddy4Study ইন্ডিয়া ফাউন্ডেশনের একটি উদ্যোগ, যার মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার/খেলাধুলার খরচ মেটাতে এবং তাদের স্বপ্ন পূরণে তাদের সাহায্য করার জন্য আর্থিক সহায়তা করা হয়। এই প্রোগ্রামের অধীনে, যে পড়ুয়ারা বর্তমানে ক্লাস 9 থেকে 12, স্নাতক, বা স্নাতকোত্তর কোর্সে অধ্যয়ন করছে এবং ক্রীড়াবিদরা তাদের একাডেমিক/খেলাধুলার খরচ মেটানোর জন্য বার্ষিক ১৫০০০ থেকে ২৪০০০ টাকা পর্যন্ত বৃত্তি সুবিধা পাবে।

স্কলারশিপের জন্য তথ্য সারণী

বৃত্তির নামজ্যোতি প্রকাশ স্কলারশিপ 2023-24
প্রদানকারী সংস্থাBuddy4Study India Foundation
যোগ্যতাক্লাস 9 থেকে 12 এবং কলেজ পড়ুয়া
স্কলারশিপের পরিমাণবার্ষিক ১৫০০০ থেকে ২৪০০০ টাকা
আবেদন মোডঅনলাইন
আবেদন শুরুর তারিখইতিমধ্যে শুরু হয়েছে
আবেদন করার শেষ তারিখ31 জুলাই 2023
যোগাযোগ হেল্পলাইন011-430-92248
[email protected]

আবেদনের যোগ্যতা (Eligibility Criteria)

  1. ছাত্র বা ছাত্রীকে অবশ্যই ভারতবর্ষের নাগরিক হতে হবে (Indian Citizen)
  2. আবেদনকারীদের তাদের পূর্ববর্তী পরীক্ষায় কমপক্ষে 55% নম্বর পেতে হবে।
  3. আবেদনকারীর বার্ষিক পারিবারিক আয় 6 লাখের কম হতে হবে।

উপরের যোগ্যতা গুলির সঙ্গে এই স্কলারশিপ আবেদনকারীকে নিম্নলিখিত ক্যাটাগরির মধ্যে হতে হবে।

  • ট্রান্সজেন্ডার ছাত্রদের জন্য
  • প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য
  • প্রথম প্রজন্মের শিক্ষার্থীদের জন্য
  • অনাথ এবং একক পিতামাতার শিশুদের জন্য
  • ক্রীড়াবিদদের জন্য

আরও পড়ুন » পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য সেরা পাঁচটি বেসরকারি স্কলারশিপ

জ্যোতি প্রকাশ স্কলারশিপ সুবিধা (Amount of Jyoti Prakash Scholarship)

  • ক্লাস 9 থেকে 12 ছাত্রদের জন্য: 15,000 টাকা
  • স্নাতক শিক্ষার্থীদের জন্য: 18,000 টাকা
  • স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য: 24,000 টাকা

অতিরিক্ত সুবিধা : প্রথম প্রজন্মের শিক্ষার্থীদের জন্য উপলব্ধ অন্যান্য প্রাসঙ্গিক স্কলারশিপ প্রোগ্রাম সম্পর্কেও শিক্ষার্থীদের জানানো হবে।

স্কলারশিপের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

  • আধার কার্ড 
  • পূর্ববর্তী যোগ্যতা পরীক্ষার মার্কশীট
  • পারিবারিক আয়ের প্রমাণ (আইটিআর ফর্ম-16/সরকারী কর্তৃপক্ষের কাছ থেকে আয়ের শংসাপত্র)
  • পাসপোর্ট – সাইজ এর ছবি
  • বর্তমান শিক্ষাবর্ষে ভর্তির প্রমাণ (স্কুল/কলেজ ভর্তিপত্র)
  • চলতি শিক্ষাবর্ষের স্কুল/কলেজ ফি রসিদ (Fee Payment Receipt)
  • পিতামাতার দ্বারা নিশ্চিত করা যে তাদের সন্তান পরিবারে প্রথম উচ্চশিক্ষা গ্রহণ করছে এবং পিতামাতার কেউই স্নাতক নয়। 

কিভাবে আবেদন করবেন? (Online Application process of Jyoti Prakash Scholarship 2023-24)

Buddy4Study Jyoti Prakash Scholarship Application Online

এই স্কলারশিপ এর আবেদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইনে Buddy4Study মাধ্যমে আপনাদের করতে হবে।

  1. আবেদন শুরু করার জন্য প্রথমে ইমেল/মোবাইল নম্বর/জিমেইল অ্যাকাউন্ট দিয়ে Buddy4Study-এ রেজিস্ট্রেশন করতে হবে।
  2. এরপর Jyoti Prakash Scholarship পেজে যেতে হবে, এবং আপনার আবেদনের ক্যাটাগরি সেলেক্ট করতে হবে। আপনাদের সুবিধার জন্য লিঙ্ক নিচে দেওয়া থাকবে।
  3. আবেদন প্রক্রিয়া শুরু করতে ‘Start Application’ বোতামে ক্লিক করুন।
  4. অনলাইন স্কলারশিপ আবেদনপত্রে প্রয়োজনীয় বিবরণ পূরণ করুন।
  5. প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করুন।
  6. আবেদনকারীর দ্বারা পূরণ করা সমস্ত বিবরণ সঠিকভাবে প্রিভিউ স্ক্রিনে প্রদর্শিত হলে, আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে ‘জমা দিন’ বোতামে ক্লিক করুন।

আরও পড়ুন » বিশ্ববীনা স্কলারশিপ – ছাত্র-ছাত্রীদের দিচ্ছে ১৫০০০ টাকা, আবেদন পদ্ধতি দেখে নিন

বিস্তারিত ভিডিও – Detailed Video

আবেদন জমা হলে আপনি আপনার ইমেইলে একটি মেসেজ পাবেন। যেখানে আপনার অ্যাপ্লিকেশন নম্বর সহ অন্যান্য তথ্য থাকবে। যেগুলো পরবর্তী ক্ষেত্রে স্কলারশিপের ভেরিফিকেশন ও বৃত্তি পেতে সহায়তা করবে।

তো প্রিয় ছাত্র-ছাত্রীরা এই ছিল Buddy4Study ফাউন্ডেশনের জ্যোতি প্রকাশ স্কলারশিপ, স্কলারশিপ এর উপর ভিডিও খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে চলে আসবে, যেখানে সম্পূর্ণ অনলাইন আবেদনের পদ্ধতি সঙ্গে অন্যান্য তথ্য তোমরা পেয়ে যাবে।

এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -