বিশ্ববীনা স্কলারশিপ ছাত্র-ছাত্রীদের দিচ্ছে ১৫০০০ টাকা (Biswabina Foundation Scholarship)

Last Updated:

নমস্কার ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আবারও একটি দারুন স্কলারশিপের খবর নিয়ে এসেছি! Biswabina Foundation Scholarship এটা দেওয়া হচ্ছে “বিশ্ববীনা ফাউন্ডেশন“এর তরফ থেকে। দরিদ্র মেধাবী পড়ুয়াদের পড়াশোনার ক্ষেত্রে এই বৃত্তি অনেকটাই সাহায্য করবে। আজকে এই স্কলারশিপের বিস্তারিত তোমাদের জানাবো।

বিশ্ববীনা স্কলারশিপ কি? (Biswabina Foundation Scholarship 2023)

বিশ্ববীনা ফাউন্ডেশন স্কলারশিপ হল একটি মেধা-ভিত্তিক বৃত্তি যা তোমাদেরকে অর্থাৎ ছাত্র-ছাত্রীদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য করবে। উচ্চমাধ্যমিক পাশ করে, যে সকল পড়ুয়া এই বছর নতুন কলেজে ভর্তি হয়েছো বা হবে, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। এই স্কলারশিপ ছাত্র-ছাত্রীদের টিউশন ফি, থাকা খাওয়ার খরচ এবং অন্যান্য সম্পর্কিত খরচে সাহায্য করবে।

Biswabina স্কলারশিপের জন্য তথ্য সারণি

বৃত্তির নামবিশ্ববীনা ফাউন্ডেশন স্কলারশিপ
স্কলারশিপের ধরনপ্রাইভেট স্কলারশিপ
আবেদনঅফলাইন ফর্ম ফিলাপ
আবেদন শুরুর তারিখইতিমধ্যে শুরু হয়ে গেছে
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ৩০শে আগস্ট, ২০২৩
যোগ্যতাউচ্চমাধ্যমিক পাশ
স্কলারশিপের পরিমাণ১৫০০০ টাকা পর্যন্ত

কারা আবেদন করতে পারবে (Eligibility Criteria)

স্কলারশিপে আবেদন করতে হলে ছাত্র-ছাত্রীকে উচ্চমাধ্যমিক পাশ করার পাশাপাশি নিচে যোগ্যতাগুলো পূরণ করতে হবে –

  1. ছাত্রছাত্রীর পরিবারকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  2. একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে পূর্ণ সময়ের জন্য স্নাতক (College) বা স্নাতকোত্তর কোর্সে ভর্তি হতে হবে।
  3. আবেদনকারীদের তাদের পূর্ববর্তী পরীক্ষায় কমপক্ষে ৮০ % নম্বর পেতে হবে।

বিশ্ববীনা স্কলারশিপ আবেদন প্রক্রিয়া (Application Process of Biswabina Scholarship)

বিশ্ববীনা স্কলারশিপ এর জন্য আবেদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে অফলাইন (Offline Application)। স্কলারশিপ আবেদনের ফর্ম এর লিংক আপনারা পোষ্টের নিচে পেয়ে যাবেন। সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন।

স্কলারশিপ ফর্মে ছাত্র বা ছাত্রীর নাম, বাবার নাম, ঠিকানা, জন্মতারিখ, পড়াশোনার ফলাফল (Academic Performance) তার সঙ্গে সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সহ ফিলাপ করে রঙিন পাসপোর্ট ছবি সহ জমা করতে হবে।

ছাত্রছাত্রীকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফরম ডাউনলোড করে, প্রয়োজনীয় ডকুমেন্টস এর সঙ্গে সংস্থার ঠিকানায় স্পিড পোস্টের মাধ্যমে বা গিয়ে জমা দিয়ে আসতে হবে।

স্কলারশিপের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস (Required Documents)

এই স্কলারশিপ ফর্মের সঙ্গে ছাত্রছাত্রীদের যে ডকুমেন্ট লাগবে –

  1. উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশিটের জেরক্স কপি
  2. আধার কার্ডের জেরক্স কপি
  3. পারিবারিক আয়ের প্রমাণপত্র (ইনকাম সার্টিফিকেট)
  4. চলতি শিক্ষাবর্ষের স্কুল/কলেজ ফি রসিদের জেরক্স
  5. আপডেট করা ব্যাংকের পাস বই এর একটি কপি

বিশ্ববীনা স্কলারশিপ ফাউন্ডেশনের ঠিকানা

● বিস্তারিত ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন » Link

Biswabina Foundation
(A Public Charitable Trust)
M/9, Bidhannagar, P.O.-Midnapore
District- Paschim Medinipur
Pin- 721101* Phone: 03222-263918

আরও পড়ুন » জ্যোতি প্রকাশ স্কলারশিপ অনলাইন আবেদন, বার্ষিক ১৫০০০ থেকে ২৪০০০ টাকা

যোগাযোগ+91 9933068844
অফিসিয়াল মেল[email protected]
ওয়েবসাইটhttps://biswabinafoundation.in/
“Biswabina Scholarship” বিশ্ববীনা সংস্থার একটি দারুণ উদ্যোগ, এই বৃত্তির সহায়তায় ছাত্র ছাত্রীরা কোনও আর্থিক বোঝা ছাড়াই পড়াশোনা করতে সাহায্য করবে।

এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -