FAEA Scholarship 2023: ফাউন্ডেশন ফর অ্যাকাডেমিক স্কলারশিপ, জানুন কীভাবে আবেদন করবেন

Last Updated:

FAEA Scholarship 2023: বর্তমানে এমন অনেক পড়ুয়া রয়েছে যারা শুধুমাত্র অর্থের অভাবে উচ্চশিক্ষার জন্য পড়াশোনা চালিয়ে যেতে পারে না। গরিব এবং মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীরা স্বপ্ন দেখে উচ্চশিক্ষার জন্য কিন্তু অর্থের অভাবে তাদের সেই স্বপ্ন স্বপ্নই থেকে যায়। তাই TATA গ্রুপসহ এবং অন্যান্য অর্থ প্রদানকারী সংস্থা “ফাউন্ডেশন ফর একাডেমিক স্কলারশিপ” নামক একটি সম্পূর্ণ নতুন স্কলারশিপ চালু করে।

এই সংস্থা দেশের সমস্ত অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদেরকে বিভিন্ন বৃত্তির সুযোগ সুবিধা প্রদান করে এবং তার সাথে সাথে পড়ুয়াদের পড়াশোনায় উদ্যোগী করার জন্য অর্থনৈতিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এই পোস্টের মাধ্যমে জানতে পারবেন ফাউন্ডেশন ফর অ্যাকাডেমিক স্কলারশিপে (FAEA Scholarship) আবেদন করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন ? এই স্কলারশিপে আবেদনের পদ্ধতি, এছাড়াও এই স্কলারশিপ সম্বন্ধে বিস্তারিত জানার জন্য পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।

FAEA স্কলারশিপে আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা (FAEA Scholarship Apply Eligibility Criteria)

এমন অনেক মেধাবী ছাত্রছাত্রী রয়েছে যারা উচ্চমাধ্যমিকের পর উচ্চশিক্ষার জন্য কলেজে ভর্তির ক্ষেত্রে কলেজের টিউশন ফি, মেসে থাকার ভাড়া বা হোস্টেল ফি বহন করতে পারে না। তাই ভারতের যেকোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের আর্টস, কমার্স, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য কারিগরি ও পেশাদার শাখায় পড়াশোনা করার জন্য ২০২৩-২৪ সালে “ফাউন্ডেশন ফর একাডেমিক এক্সেলেন্স এন্ড অ্যাক্সেস” – Foundation for Academic Excellence and Access (FAEA) নামে একটি নতুন স্কলারশিপ দিচ্ছে TATA এবং অন্যান্য অর্থ প্রদানকারী সংস্থা।

FAEA স্কলারশিপে আবেদন করার জন্য যে যে যোগ্যতার প্রয়োজন সেগুলি হল

  • পড়ুয়াকে এবং পড়ুয়ার পরিবারকে অবশ্যয় ভারতের স্থায়ী নাগরিক হতে হবে।
  • পড়ুয়াকে অবশ্যয় কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যামিক (12th) পাশ করে প্রথম বর্ষের স্নাতক (1st Year College Students) কোর্সে ভর্তি হতে হবে।
  • সামাজিক ও অর্থনৈতিকভাবে অনগ্রসর অংশের ছাত্রছাত্রীরা অর্থাৎ SC/ST/OBC/BPL বিভাগের পড়ুয়ারা পাবে এই স্কলারশিপ।
  • এছাড়াও কিছু জেনারেল কাস্টের (General Caste) ছাত্র-ছাত্রীরা যারা উচ্চমাধ্যমিকে ৯০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছে তারা এই স্কলারশিপ পাবে।

FAEA স্কলারশিপ আবেদন পদ্ধতি (FAEA Scholarship Apply Process)

পড়ুয়ারা বাড়িতে বসেই মাত্র পাঁচ মিনিটের মধ্যেই অনলাইনের মাধ্যমে (Online Application) এই স্কলারশিপ-এর জন্য আবেদন করতে পারবে। FAEA স্কলারশিপ আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে –

  1. স্কলারশিপ আবেদন করার জন্য প্রথমে FAEA স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  2. এরপর রেজিস্ট্রেশন পেজে গিয়ে নিজের নাম, ইমেল আইডি, জন্ম তারিখ এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
  3. রেজিস্ট্রেশন করার পর ইমেল আইডি এবং জন্ম তারিখ দিয়ে Login করতে হবে।
  4. এরপর আপনার Details পূরণ করতে হবে।
  5. Personal Details পূরণের পর Social Details পূরণ করতে হবে।
  6. Social Details পূরণের পর Educational এবং Academic Details পূরণ করতে হবে।
  7. এরপর Reference Details পূরণ করতে হবে।
  8. ফর্ম পূরণ করার পর নিজের একটি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ আপলোড করতে হবে।
  9. সর্বশেষে ‘Submit Application‘ অপশনটিতে ক্লিক করতে হবে।

আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর আবেদনপত্রটি প্রিন্ট করে নিতে হবে।

FAEA স্কলারশিপের সুবিধা (Scholarship Amount)

যে সমস্ত ছাত্রছাত্রী এই স্কলারশিপের জন্য আবেদন করবে, তাদের মধ্যে থেকে মোট ৫০ জনকে স্কলারশিপের যোগ্য প্রাপক হিসেবে বেছে নেওয়া হবে। (FAEA Scholarship 2023 Selection)

এই স্কলারশিপের মাধ্যমে ছাত্রছাত্রীর পড়াশোনার জন্য সমস্ত কলেজের ফিস, তার সঙ্গে সঙ্গে বই কেনার খরচ এবং যেসকল ছাত্রছাত্রীরা মেস বা হোস্টেলে থাকে তাদের থাকা খাওয়ার সমস্ত খরচ দেবে সংস্থা।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

বাছাই করা শিক্ষার্থীদের মেট্রোপলিটন সিটিতে সারা ভারতে ইন্টারভিউয়ের জন্য আমন্ত্রণ জানানো হবে। তারপরে, একটি জাতীয় প্যানেল চূড়ান্ত নির্বাচন করবে এবং ফলাফল ঘোষণা।

FAEA স্কলারশিপে আবেদনের শেষ তারিখ

FAEA স্কলারশিপে আবেদনের শেষ তারিখ হল ৩০শে জুন ২০২৩ (30.06.2023)

যোগাযোগ ও আবেদন লিংক

অফিসিয়াল ওয়েবসাইটhttps://faeaindia.org/
হেল্পলাইন নম্বর(+91) 11 4168 9133
ইমেইল[email protected]

আরও পড়ুন » Central Sector স্কলারশিপ (প্রতি বছর 20000 টাকা) কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য

এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -