বিজ্ঞানী কন্যা স্কলারশিপ: ছাত্রীদের দিচ্ছে ৫০০০০ টাকা পর্যন্ত, জানুন কারা পাবে ?

Last Updated:

Bigyani Kanya Medha Britti Scholarship 2023: পরিবারে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলেই প্রত্যেক বাবা মা মেয়ের বিয়ে নিয়ে চিন্তা করে এবং তারা মেয়ের বিয়ের জন্য শুরু থেকেই টাকা জমানো শুরু করে। তাই মেয়ের অভিভাবকরা মেয়ের উচ্চশিক্ষার জন্য বেশি টাকা খরচ করতে নারাজ এবং এমন অনেক ছাত্রী রয়েছে যারা শুধুমাত্র অর্থের অভাবে উচ্চশিক্ষার জন্য পড়াশোনা চালিয়ে যেতে পারছে না। গরিব এবং মধ্যবিত্ত পরিবারের ছাত্রীরা স্বপ্ন দেখে উচ্চশিক্ষার জন্য কিন্তু অর্থের অভাবে তাদের সেই স্বপ্ন স্বপ্নই থেকে যায়।

তাই তাদের জন্য একটি জনপ্রিয় মেধাবৃত্তি হল বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি স্কলারশিপ। এই পোস্টের মাধ্যমে জানতে পারবেন বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি স্কলারশিপে আবেদন করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন?, এই স্কলারশিপে আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র? এছাড়াও এই স্কলারশিপ সম্বন্ধে বিস্তারিত জানার জন্য পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।

বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি কি? (Bigyani Kanya Medha Britti Scholarship 2023)

বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তির মাধ্যমে রাজ্যের সকল মেয়েরা উচ্চশিক্ষার জন্যে আর্থিক অনুদান পাবে। ২০২৩ সালে উচ্চমাধ্যমিক এবং মাধ্যমিক পাশ করা ছাত্রীরা বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তির সুবিধা পাবে। বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তির দুটি ভাগ রয়েছে।

i) জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি:
যেসকল ছাত্রীরা ২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের জন্য এই মেধাবৃত্তি।
ii) সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি:
যেসকল ছাত্রীরা ২০২৩ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের জন্য এই মেধাবৃত্তি।

বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি স্কলারশিপে আবেদনের জন্য কি কি যোগ্যতা প্রয়োজন (Eligibility Criteria)

বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি স্কলারশিপে আবেদনের জন্য ছাত্রীদের যে সকল যোগ্যতার প্রয়োজন সেগুলি হল-

i) জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি:

  1. জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তির জন্য আবেদন করার ক্ষেত্রে ছাত্রীকে ২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষায় ৭৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে
  2. ২০২৩ সালের আগে মাধ্যমিক পাস করা ছাত্রীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে না।
  3. মাধ্যমিকের পরে ছাত্রীকে অবশ্যই একদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে ভর্তি হতে হবে।

ii) সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি:

  1. সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তির জন্য আবেদন করার ক্ষেত্রে ছাত্রীকে ২০২৩ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে।
  2. ২০২৩ সালের আগে উচ্চমাধ্যমিক পাস করা ছাত্রীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে না।
  3. মৌলিক বিজ্ঞান (Bsc Hons) / ইঞ্জিনিয়ারিং / চিকিৎসা বিজ্ঞান (Medical) নিয়ে পশ্চিমবঙ্গের যে কোনো শিক্ষা-প্রতিষ্ঠানে স্নাতকস্তরে পাঠরতা অর্থাৎ পড়াশুনা করতে হবে।

স্কলারশিপের সুবিধা (Amount & Benefits)

জুনিয়র বিজ্ঞানী কন্যা স্কলারদের জন্য:

  • উচ্চমাধ্যমিক দুই বছরের জন্য প্রতি মাসে 1250/- টাকা (বছরে 15 হাজার টাকা)।
  • বই কেনার জন্য 2500/- টাকা দুই বছরের জন্য (উচ্চ মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত)।

সিনিয়র বিজ্ঞানী কন্যা স্কলারদের জন্য:

  • গ্রাজুয়েশন চলাকালীন প্রতি মাসে 4000/- টাকা (বছরে 48 হাজার টাকা)।
  • বই কেনার জন্য বার্ষিক অনুদান 5000/- টাকা, 4/5 বছর (M.Sc/B.Tech/BE/MBBS/BS-MS) শেষ না হওয়া পর্যন্ত।

পশ্চিমবঙ্গ উত্তরকন্যা স্কলারশিপ: আবেদন করলেই ১০ হাজার টাকা (Uttarkanya Scholarship)

প্রয়োজনীয় নথিপত্র (Required Document)

  1. জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তির জন্য আবেদনের ক্ষেত্রে ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট
  2. সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তির জন্য আবেদনের ক্ষেত্রে ক্লাস 12 অর্থাৎ উচ্চমাধ্যমিকের মার্কশিট
  3. jpg/jpeg ফরম্যাটে ছাত্রীর স্বাক্ষরের স্ক্যান করা ছবি ( স্বাক্ষরের আকার 50 KB এর মধ্যে হতে হবে)।
  4. ছাত্রীর সাম্প্রতিক পাসপোর্ট আকারের ছবি jpg/jpeg ফরম্যাটে (ছবির সাইজ 100 KB এর মধ্যে হতে হবে)। এই ছবি পরীক্ষার উপস্থিতি রেকর্ডে ব্যবহার করা হবে। ছাত্রীর যদি এমন কোনো ফটোগ্রাফ না থাকে তাহলে আপনি সরাসরি মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ এবং কম্পিউটার ক্যামেরার মাধ্যমে অনলাইনে ছবি তোলে আপলোড করতে পারবে।
  5. একটি বৈধ ইমেইল আইডি (Email ID) থাকতে হবে। (একটি ইমেল আইডি শুধুমাত্র একজন আবেদনকারীর জন্য)।অ্যাডমিট কার্ড এবং পরীক্ষার অন্যান্য বিবরণ ইমেল ঠিকানায় পাঠানো হবে।
  6. একটি বৈধ মোবাইল ফোন নম্বর থাকতে হবে। (একটি মোবাইল নম্বর শুধুমাত্র একজন আবেদনকারীর জন্য)।
  7. আপনার যোগাযোগের উদ্দেশ্যে আপনার ইমেল আইডি এবং মোবাইল ফোন নম্বর প্রয়োজন হবে।

স্কলারশিপ এর আবেদন প্রক্রিয়া (Application of Bigyani Kanya Medha Britti Scholarship 2023)

বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি স্কলারশিপ জানুন কিভাবে আবেদন করবেন –

  • প্রথমে আপনাকে বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তির কলারশিপ এর অফিশিয়াল ওয়েবসাইট JBNSTS পোর্টালে যেতে হবে।
  • সেখানে নিজের দিকে আপনি “বিজ্ঞানী কন্যা স্কলারশিপ আবেদন” সেকশন পেয়ে যাবেন।
  • সেখানে ক্লিক করে আপনি, একটি নতুন পেজে রেজিস্ট্রেশনের জন্য ক্লিক করবেন। সেখানে ছাত্রীর সমস্ত বিবরণ ও নথি আপলোড করতে হবে।
  • তারপর সেখান থেকে আপনি ফর্ম অনলাইনে জমা করতে পারবেন।

বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি স্কলারশিপ অনলাইন আবেদন সম্পূর্ণ করার পরে JBNSTS অফিসে নথি পাঠানোর কোনো প্রয়োজন নেই।

আবেদন ফি (Registration Fees)

  • জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি পরীক্ষার জন্য আবেদন ফি ১০০ টাকা
  • সিনিয়র বিজ্ঞানী কন্যা বৃত্তি পরীক্ষার জন্য আবেদন ফি ২০০ টাকা

আবেদন ফি অনলাইন পেমেন্ট করা যাবে, একবার পরিশোধ করা ফি ফেরত দেওয়া হবে না। যাইহোক, যেকোন কারণে যদি কোন অতিরিক্ত অর্থ প্রদান করা হয়, তাহলে শিক্ষার্থী [email protected] এ পরিচালক কাছে তার দাবি দাখিল করতে পারে।

গুরুত্বপূর্ণ তারিখ ও যোগাযোগের ঠিকানা

আবেদন শুরুর তারিখ01/06/2023
আবেদনের শেষ তারিখ31/07/2023
পরীক্ষার তারিখ20/08/2023
অফিসিয়াল ওয়েবসাইটwww.jbnsts.ac.in
নোটিস (PDF)Download
ই-মেল[email protected]
[email protected]
ফোন নম্বর9003112614
হোমপেজWBGuider

বিশ্ববীনা স্কলারশিপ ছাত্র-ছাত্রীদের দিচ্ছে ১৫০০০ টাকা (Apply Biswabina Foundation Scholarship)

এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -