স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কবে থেকে নতুন আবেদন শুরু? (svmcm 2023 apply date)

নমস্কার প্রিয় ছাত্র ছাত্রীরা, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা দপ্তরের থেকে নতুন কি আপডেট আছে ? তোমরা যারা মাধ্যমিক উচ্চমাধ্যমিক পাশ করেছ বা কলেজে ভর্তি হয়েছো, তাদের কবে থেকে নতুন আবেদন শুরু হবে বা অন্যান্য যে নতুন নোটিফিকেশন জারি হয়েছে সেটা আমরা আজকের পোস্টটি বিস্তারিত জানব।

স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ (Vivekananda Scholarship) -এর মাধ্যমে পশ্চিমবঙ্গের অনেকই দরিদ্র ছাত্রছাত্রীরা তাদের উচ্চশিক্ষা লাভের জন্য, পড়াশোনার খরচ বাবদ বৃত্তি পায় এমনকি অনেক দরিদ্র মেধাবী পড়ুয়া স্কলারশিপের উপর ভরসা করেই পড়াশোনার স্বপ্ন দেখে।

Swami Vivekananda Scholarship: আবেদন শুরুর তারিখ 2023-24

এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা বিকাশভবন স্কলারশিপ প্রতি বছরই নতুন অ্যাপ্লিকেশন (Fresh) ও রিনুয়াল অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ হয়।

যারা মাধ্যমিক পাস করে একাদশ শ্রেণীতে তারা কবে আবেদন করবে – swami vivekananda scholarship class 11

এক্ষেত্রে বলে রাখি যে, ২০২২-২৩ অ্যাপ্লিকেশনের স্কলারশিপ ডিস্ট্রিবিউশন এখনো শেষই হয়নি। ওয়েবসাইটে নোটিফিকেশন দেয়া হয়েছে, ফ্রেশ অ্যাপ্লিকেশন ভেরিফিকেশনের লাস্ট ডেট ৭ জুন অর্থাৎ আজ। সুতরাং আগের শিক্ষাবর্ষের স্কলারশিপের প্রকল্পের কাজ এখনো চলছে। তো ২০২৩ ২৪ শিক্ষাবর্ষের জন্য তোমরা যারা আবেদন করবে অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করেছ এবং ৬০% নম্বর পেয়েছ, তাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে (Schedule for Online Application)

Swami Vivekananda Scholarship 2023 Application opening Date

ফর্ম ফিলাপশুরুর তারিখ
Fresh Application 2023-24 (Class11)On Going (বর্তমানে চলছে)
College Student New & Renewal ApplicationOctober, 2023

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর নিয়ে একটা বিস্তারিত পোস্ট আমাদের পোর্টালে আছে। যেখানে কোন কোর্সের কত নম্বর লাগবে, কি কি ডকুমেন্ট লাগবে. কত টাকা দেয়।লিংক নীচে দেওয়া রইল –

কলেজের ভর্তি প্রক্রিয়া ও অন্যান্য কাজও এখন বাকি। তাই এখনই আবেদন শুরু হচ্ছে না তবে আশা করা হচ্ছে, জুলাই মাসের মধ্যে সরকারি বিজ্ঞপ্তি তোমরা https://svmcm.wbhed.gov.in/ পোর্টালে পেয়ে যাবে। তাই যখন আবেদন শুরু হবে বা ফরম ফিলাপ ও অন্যান্য কাজ শুরু হবে তার আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকো।

এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -