SVMCM Renewal 2023: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিনুয়াল তারিখ, আবেদন ও গুরুত্ত্বপূর্ণ আপডেট

Published On:

Swami Vivekananda Scholarship (SVMCM) 2023 Renewal Procedure, Date and Important Update.

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হল ছাত্র-ছাত্রীদের মধ্যে সবথেকে জনপ্রিয় এবং পশ্চিমবাংলার প্রথম সারির বৃত্তিগুলির মধ্যে যা “বিকাশ ভবন স্কলারশিপ” নামেও পরিচিত। স্কলারশিপ বৃত্তির অধীনে স্কুল থেকে কলেজ, বিশ্ববিদ্যালয় ১২ হাজার টাকা থেকে ৬০ হাজার টাকা, এবং আরো উচ্চশিক্ষা ক্ষেত্রে ৯৬ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ মেলে।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের একটি সবথেকে দারুন দিক হলো “রিনিউয়াল”- যার মানে ছাত্র-ছাত্রীকে কোর্সের প্রথম বর্ষে আবেদন পত্র পূরণ করলেই হবে, পরবর্তী বছরগুলোতে আবেদনের বেশি ঝামেলা নেই – স্কলারশিপ স্বয়ংক্রিয়ভাবে রিনিউয়াল আবেদন করতে পারবে।

২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য রিনিউয়াল আবেদন বর্তমানে স্কুল স্টুডেন্টদের জন্য চালু হয়েছে। উচ্চমাধ্যমিক পরবর্তী কোর্স গুলির কবে থেকে রিনিউয়াল শুরু হবে? কিভাবে করবেন, কি কি ডকুমেন্ট লাগবে – বিকাশ ভবন থেকে নতুন কি আপডেট রয়েছে – সমস্ত সহজভাবে আজকের প্রতিবেদনে পড়ুন।

Swami Vivekananda Scholarship Renewal 2023

যেসব ছাত্র-ছাত্রী পূর্বে শিক্ষাবর্ষের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছিল, শুধুমাত্র তারাই রিনিউয়ালের সুবিধা পাবে। তবে এক্ষেত্রে বলা প্রয়োজন, প্রতি কোর্সের প্রথম বছরে কিন্তু নতুন ভাবেই আবেদন করতে হবে।

রিনিউয়াল আবেদনের জন্য যোগ্যতা (SVMCM Renewal Criteria)

  1. ছাত্র বা ছাত্রীকে তাদের পড়াশোনায় ভালো ফল করতে হবে, এবং পরবর্তী উচ্চতর শ্রেণী উত্তীর্ণ হতে হবে।
  2. কলেজ কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার সিস্টেমে, উভয় সেমিস্টার কোন ব্যাক পেপার থাকা চলবে না।

মার্কস প্রয়োজন: উচ্চমাধ্যমিক স্তরে একাদশ শ্রেণীতে এবং কলেজে পড়াকালীন ৬০% শতাংশ নম্বর পেতে হবে (ভয়ে সেমিস্টার মিলিয়ে)।

Renewal-এর আবেদনের জন্য Document আপলোড করতে হবে

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কলারশিপের রিনিউয়াল আবেদনের জন্য বেশি ডকুমেন্ট বা কাগজপত্রের প্রয়োজন হয় না। যেহেতু সমস্ত তথ্য ইতিপূর্বেই নতুন আবেদনের সময় পোর্টালে আপলোড করে দেওয়া থাকে।

  1. শেষ পরীক্ষায় উত্তীর্ণ/আগের বছরের মার্কশীটের কপি। (উভয় পেজকে পিডিএফ ফরম্যাট হিসাবে আপলোড করতে হবে, উভয় সেমিস্টারের মার্কশীট)।
  2. পরবর্তী উচ্চতর শ্রেণীতে ভর্তির রসিদ/ফি প্রদানের রসিদ

রিনিউয়াল আবেদন প্রক্রিয়া (SVMCM Renewal Application)

ছাত্র-ছাত্রীদের প্রথমে তাদের পূর্ববর্তী আবেদন নম্বর এবং পাসওয়ার্ড সহযোগে ছাত্রছাত্রীদের ড্যাশবোর্ডে লগইন করতে হবে (svmcm renewal Status)। সেখান থেকেই রিনিউয়াল আবেদনের সমস্ত কিছু ফর্ম ফিলাপ সম্পন্ন হবে। আবেদনের সরাসরি লিঙ্ক আপনারা পোস্টের শেষে পেয়ে যাবেন।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিনিউয়াল আবেদন অফিশিয়াল লিংকApply Here

কিছু গুরুত্বপূর্ণ পোস্ট!! অবশ্যই পড়ুন »

  1. স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কোন কোর্সে কত টাকা পাবে ?
  2. স্বামী বিবেকানন্দ স্কলারশিপ: ব্যাংক একাউন্টে এই কাজটি অবশ্যই করুন, নাহলে পাবেন না টাকা!!

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ (Application Last Date)

ক্লাস/শ্রেণিশুরু তারিখশেষ তারিখ
স্কুলের ছাত্রছাত্রী (দ্বাদশ শ্রেণী)বর্তমানে চলছে
কলেজ এবং বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রীদের রিনিউয়ালঅক্টোবর মাস থেকে শুরু হবেডিসেম্বর পর্যন্ত চলবে

অধিকাংশ কলেজের ক্ষেত্রে সেমিস্টারের পরীক্ষার ফলাফল এবং মার্কসিট এখনো ছাত্রছাত্রীরা হাতে পায়নি। তাই আবেদন শুরু করতেও দেরি হচ্ছে।

আরও তথ্যের জন্য, আমাদের সাথে আপডেট থাকুন আর এই আপডেটটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। স্বামী বিবেকানন্দ বা বিকাশ ভবন স্কলারশিপের নিয়ে কোন প্রশ্ন থাকলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -