স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কত টাকা পাওয়া যায়? কোন কোর্সে কত? (svmcm scholarship amount)

আমরা সকলেই স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ-এর গুরুত্ব জানি। পশ্চিমবঙ্গের অনেক ছাত্রছাত্রী এই স্কলারশিপ এর উপর ভরসা করেই তাদের পড়াশোনা করে, তো আজ আমরা এই স্কলারশিপ-এ কোন কোর্স করলে কত টাকা দেয় ? (Amount of SVMCM Scholarship) বা তুমি কোন কোর্স করছো, সেই অনুযায়ী কত টাকা পাওয়া উচিত সেটা দেখে নিতে পারো।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ টাকার পরিমান ২০২৩-২৪

পশ্চিমবঙ্গর উচ্চশিক্ষা দপ্তর (বিকাশ ভবন) এই স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপের পরিমাণ বিভিন্ন কোর্সের জন্য বিভিন্ন টাকার পরিমাণ ধার্য করেছে। স্কুল পড়ুয়াদের ক্ষেত্রে স্কলারশিপ এর পরিমাণ যেমন কম, সেরকম কলেজ পড়ুয়া বা যারা পেশাদারী কোন কোর্স করছে, যেমন – ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, নার্সিং বা উচ্চতর কোন পড়াশোনার ক্ষেত্রে আছে তাদের স্কলারশিপের পরিমাণ বেশি রাখা হয়েছে, যাতে তাদের পড়াশোনায় কোন অসুবিধা না হয়

তো চলো দেখা যাক, নতুন আপডেট অনুযায়ী কোন ক্ষেত্রে কত টাকা দেওয়া হয় –

  1. মাধ্যমিক পাস করে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো, তাদেরকে ১২ হাজার টাকা করে দেওয়া হয়।
  2. যারা উচ্চ মাধ্যমিক পাস করে কলেজের প্রথম বর্ষে ভর্তি হবে, যদি তোমরা আর্টস বা কমার্স (Arts & Commerce)নিয়ে পড়ো তাহলে ১২ হাজার টাকা করে পাবে। কিন্তু যদি তোমরা বিজ্ঞান বিভাগ (Science) নিয়ে পড়াশোনা করো তাহলে ১৮ হাজার টাকা পাবে।
  3. ইঞ্জিনিয়ারিং/মেডিকেল/নার্সিং এর যে কোন ডিগ্রী করলে তোমরা ৬০ হাজার টাকা করে পাবে প্রতিবছর, আর ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রে ১৮ হাজার টাকা করে (Polytecnic, Diploma)।
  4. পোস্ট গ্রাজুয়েশন কোর্স (MA, MSc, Mcom) দের চব্বিশ থেকে ত্রিশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়।

বিভিন্ন কোর্সের জন্য টাকার পরিমাণের লিস্ট (SVMCM Amount for Different Course)

কোর্সনম্বর %বার্ষিক
একাদশ ও দ্বাদশ শ্রেণী60% মার্কস দরকার নতুন আবেদনের জন্য12000/-
কলেজ – কলা বিভাগ (BA)60% মার্কস দরকার নতুন আবেদনের জন্য12000/-
কলেজ – বানিজ্য বিভাগ (BCom)12000/-
কলেজ – বিজ্ঞান বিভাগ (BSc)18000/-
অনান্য UG কোর্স (BCA, BBA)18000/-
বিশ্ববিদ্যালয় (কলা বিভাগ)50% মার্কস (বিবেকানন্দ স্কলারশিপ)
45% কন্যাশ্রী (K3 applicants) 
24000/-
বিশ্ববিদ্যালয় (বানিজ্য বিভাগ)24000/-
বিশ্ববিদ্যালয় (বিজ্ঞান বিভাগ)30000/-
অনান্য PG কোর্স30000/-
পলিটেকনিক (Diploma)60% মার্কস দরকার নতুন আবেদনের জন্য18000/-
মেডিকেল কোর্স (ডাক্তারী ডিগ্রী)60000/-
Bsc নার্সিং (westbengal)60000/-
B.Pharm – ফার্মাসি কোর্স (westbengal)60000/-
GNM Nursing, D.Pharm, Diploma Paramedical18000/-
Engineering Courses (ইঞ্জিনিয়ারিং)
UG, PG & Other Courses (AICTE Approved)
UG: 60% in HS 
PG: 50% in Graduation AICTE approved institute
60000/-
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন (Apply Now), ৬০% নম্বরেই বিকাশ ভবন বৃত্তি 

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কিভাবে দেওয়া হয় ? – Swami Vivekananda Scholarship Fund Disbursement

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে বিভিন্ন কোর্সের জন্য টাকার পরিমান মাসিক হিসেবে দেওয়া রয়েছে। কিন্তু স্কলারশিপ প্রতিবছর এককালীন বার্ষিক হিসাবে ব্যাংক একাউন্টে জমা হয়।

নতুনভাবে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হয় কোর্সের প্রথম বছর, বাকি বছরগুলোতে স্কলারশিপ রিনিউয়াল করতে হয়। স্কলারশিপের পরিমাণ কোর্স চলাকালীন প্রতিবছর একবার করে দেওয়া হয়

স্কলারশিপের আবেদন থেকে শুরু করে স্কুল বা কলেজ লেভেলে ভেরিফিকেশন তারপরে স্কলারশিপ অনুমোদন (Approved) হলে, সেটা ছাত্রছাত্রীর ব্যাংক একাউন্টে সরাসরি জমা পরে। (svmcm scholarship amount money credit in bank)

তো প্রিয় ছাত্র-ছাত্রীরা, এই ছিল স্বামী বিবেকানন্দ টাকার পরিমান বিভিন্ন সাধারণ স্কুল কলেজ স্টুডেন্ট এবং পেশাদারী কোর্সের জন্য, আশা করি তোমাদের জন্য এটা সাহায্যকারী হবে। তাই নিজেদের বন্ধুদের সাথেও এটা শেয়ার করে দিও যাতে তারাও যাতে এই স্কলারশিপের নিয়ে বিস্তারিত জানতে পারে।

এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -