ছাত্রছাত্রীদের ১০০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হল! জেনে নাও তোমরা কবে পাবে

Westbengal Taruner Swapno Scheme 2023: Rs 10,000 Started Crediting in Students’s Bank Account to buy Tablet/Smart Phone for Study.

শিক্ষক দিবসের দিনে খুশির খবর পেল ছাত্র-ছাত্রীরা, পূর্বনির্ধারিত অনুযায়ী ব্যাংক একাউন্টে ১০ হাজার টাকা দেওয়া শুরু হলো। পূর্বে শিক্ষা দপ্তর থেকে জানানো হয়েছিল ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাত্র-ছাত্রীদের ট্যাব বা মোবাইল কেনার অনুদান হিসাবে দশ হাজার টাকা দেওয়ার প্রক্রিয়া ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য শুভ উদ্বোধন করবেন।

বাকি ছাত্রছাত্রীরা কবে টাকা পাবে?

তবে এক্ষেত্রে সমস্ত ছাত্র-ছাত্রীদের একবারে এই টাকা দেওয়া সম্ভব নয়। সে ক্ষেত্রে মঙ্গলবার থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বাকি ছাত্রছাত্রীদের এই টাকা ধীরে ধীরে ব্যাংক একাউন্টে ক্রেডিট করানো হবে।

তবে পুজোর আগেই টাকা ঢোকার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হবে। এজন্য ছাত্রছাত্রীদের বলা হচ্ছে, তাদের ব্যাংক অ্যাকাউন্টটিকে চালু রাখতে যাতে টাকা ঢুকতে সমস্যা না হয়

অবশ্যই পড়ুন » ছাত্র-ছাত্রীদের ব্যাংক পাসবুকে আধার কার্ড লিঙ্ক নতুন আপডেট! না জানলে পাবেনা স্কলারশিপের টাকা!!

এ প্রসঙ্গে উল্লেখযোগ্য, আগস্ট মাসের আগেই ছাত্র-ছাত্রীদের যাবতীয় ডকুমেন্টস এবং ব্যাংকের বিবরণ স্কুলের মারফত শিক্ষা দপ্তরে জমা নেওয়া হয়েছিল।

বাংলা শিক্ষা অফিসিয়াল পোর্টাল: https://banglarshiksha.gov.in/

ছাত্র-ছাত্রীদের সুবিধা

পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগের ফলে ছাত্রছাত্রীরা আধুনিক ডিজিটাল শিক্ষাকে সহজেই ব্যবহার করতে পারবে। যেসব ছাত্রছাত্রীদের ব্যাংক একাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে বা ঢুকে গেছে, তাদের মোবাইলে এসএমএস এর মাধ্যমে তারা জানতে পেরে যাবে

যাদের টাকা এখনো ঢোকেনি, পরের ধাপে তারাও এসএমএস পেয়ে যাবে। আর খবরটি শেয়ার করার মাধ্যমে নিজেদের বন্ধু বান্ধবীদের কাছে পৌঁছে দিতে ভুলবেন না!

এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -