Graduate Aptitude Test in Engineering (GATE) Exam 2024 organized by IISC Bangalore.
আমরা সকলেই ছোট থেকে একটা প্রবাদ বাক্য শুনে আসছি ‘পড়াশোনা করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে ‘ । সত্যিই তো পড়ার কী শেষ বলে কিছু আছে নাকি। আর নিজের ভবিষ্যত সুরক্ষিত করতে কিংবা কর্মজীবনকে সুনিশ্চিত করতে পড়াশোনার কিছু বিকল্প হয় না।
ঠিক তেমনি বিজ্ঞান বিভাগে এবং ইঞ্জিনিয়ার বিভাগের ছাত্র ছাত্রীদের স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য জাতীয় স্তরে একটি পরীক্ষার আয়োজন করা হয়। এই নিবন্ধে আমরা সেই বিষয়েই বিশদে আলোচনা করব। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
গেট (GATE) কী?
গ্রাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং-এর সংক্ষিপ্ত নাম হলো গেট। এটি একটি সর্বভারতীয় পরীক্ষা যার মাধ্যমে ইঞ্জিনিয়ার ও বিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীরা স্নাতকোত্তর পড়ার সুযোগ পায়। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়, জাতীয় সমন্বয় বোর্ড, আইআইএসসি এছাড়াও সাতটি IIT – র সদস্যদের সমন্বয়ে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।
উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি নিজেদের কর্মজীবনকে সুনিশ্চিত করতে প্রবেশিকা পরীক্ষা দিতে হয়। যার রাঙ্ক এর ভিত্তিতেই দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার করার সুযোগ পাওয়া যায় এবং সেরা সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে সম্মানের চাকরি মেলে।
গেট পরীক্ষার সুবিধা, যোগ্যতা ও বিবরণ
যোগ্যতার মানদণ্ড | ইঞ্জিনিয়ার বা বিজ্ঞান বিভাগের স্নাতক ডিগ্রি অর্জনকারী বা স্নাতক স্তরের তৃতীয় বা উচ্চতর বছরে পাঠরত ছাত্র ছাত্রীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। |
বয়সসীমা | কোনও বয়সসীমা নেই। |
পরীক্ষার বিবরণ | স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য এই GATE পরীক্ষা দিয়ে তার রাঙ্ক এর ভিত্তিতে ভর্তি হওয়া যায়। এটি একটি অনলাইন (CBT) পরীক্ষা – যা পরীক্ষা কেন্দ্রে গিয়ে দিতে হয়। মোট ১০০ নম্বরের পরীক্ষা হয়। সময়সীমা থাকে ৩ ঘণ্টা। |
চাকরির সুযোগ | বিভিন্ন সরকারি চাকরির পাশাপাশি বিভিন্ন PSU (পাবলিক সেক্টর আন্ডারটেকিং) সরকারি মহারত্ন কোম্পানি-এর চাকরি, শিক্ষকতার চাকরি, এছাড়া বিভিন্ন বিদেশী কোম্পানিতে চাকরীর প্রচুর সুযোগ পাওয়া যায়। |
আরো পড়ুন »
গেট (GATE) 2024 – IISC Bangalore
২০২৪ সালের গেট পরীক্ষার ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে IISC ব্যাঙ্গালুরু। ইতিমধ্যে এই সংক্রান্ত ওয়েবসাইটও লঞ্চ করেছে। ওই ওয়েবসাইটেই এই পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিস্তারিত আলোচনা করা হয়েছে।
সাম্প্রতিক আপডেট, ইতিমধ্যই গত ২৪ শে আগস্ট থেকে আবেদন প্রক্রিয়া রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে।
আবেদন ফর্ম পূরণ | ইতিমধ্যেই চলছে |
আবেদন প্রক্রিয়া চলবে (Last date of Registration) | ২৯ শে সেপ্টেম্বর পর্যন্ত |
আবেদন সংশোধনের সময়সীমা | ৭ থেকে ১১ই নভেম্বর |
পরীক্ষার অ্যাডমিট দেওয়া হবে | ২০২৪ সালের ৩ রা জানুয়ারী থেকে |
পরীক্ষার তারিখ | ২০২৪ সালের গেট পরীক্ষা অনুষ্ঠিত হবে চার দিনে । ফেব্রুয়ারি মাসের ৩,৪,১০ ও ১১ । |
পরীক্ষার ফল প্রকাশ | ২০২৪ সালের ১৬ ই মার্চ |
এছাড়াও কোন কোন পেপারে পরীক্ষা নেওয়া হবে, তার সিলেবাস সমস্ত কিছুই ওয়েবসাইটে দেওয়া আছে। বিশদে জানতে gate2024.iisc.ac.in লিংকে ক্লিক করুন।
এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -