Siemens Scholarship: ছাত্রছাত্রীরা টিউশন ও হোস্টেল ফি স্কলারশিপ পাবে! অনলাইনে আবেদন করুন

Siemens Scholarship Program 2023-24: Empowering The Future.

দারিদ্র সীমার নিচে বসবাসকারী ছাত্র-ছাত্রীদের পড়াশুনা কাজে সহায়তা করার জন্য সরকারি স্কলারশিপ-এর পাশাপাশি বহু বেসরকারি বা প্রাইভেট স্কলারশিপ প্রোগ্রাম প্রচলিত আছে। এই স্কলারশিপের মাধ্যমে বেশ কিছু টাকা ছাত্রছাত্রীরা পেয়ে অনেকটাই তারা উপকৃত হয়।

আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা একটি স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য দেব। কি নাম এই স্কলারশিপের? কিভাবে শিক্ষার্থীরা এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন? আবেদন করার যোগ্যতাই বা কি? সমস্ত তথ্য জানতে সম্পূর্ণ এই আর্টিকেলটি পড়ুন

সাইমেন্স স্কলারশিপ (Siemens Scholarship Program 2023-24)

বিভিন্ন স্কলারশিপ প্রোগ্রামগুলির মধ্যে অন্যতম হল ‘সাইমেন্স স্কলারশিপ‘। যুব সমাজকে প্রযুক্তি শিক্ষায় আরো বেশি আগ্রহী করে তোলার জন্য “SIEMENS” কোম্পানি – যারা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের ওপর কাজ করে।স্মাইল ফাউন্ডেশন-এর সহযোগে এই স্কলারশিপ প্রকল্পের উদ্যোগ নিয়েছে।

2013 সালে সর্বপ্রথম এই স্কলারশিপ প্রোগ্রামটি চালু হয়। এখনো পর্যন্ত প্রায় 27 টি রাজ্যের 125টি কলেজের 1335 জন ছাত্রছাত্রী এই প্রোগ্রামের আওতায় অন্তর্ভুক্ত হয়েছে।

এই স্কলারশিপ প্রোগ্রামটি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের চার বছরের বৃত্তি, ইন্টার্নশিপ, মেকাট্রনিক্স প্রশিক্ষণ, সফট স্কিল ট্রেনিং এবং মেন্টরশিপ প্রদান করে থাকে। বর্তমান সময়ে 2023-24 সালের জন্য এই সাইমেন্স স্কলারশিপ প্রোগ্রামে আবেদন চলছে।

Siemens স্কলারশিপের সুবিধা

এই প্রোগ্রামের মাধ্যমে –

  • হোস্টেলের ফি, পড়াশোনার সরঞ্জাম কেনা, বই কেনা এবং কলেজের টিউশন ফি সমস্ত কিছুই এই স্কলারশিপ এর মধ্যে কভার হয়ে যাবে
  • ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা ইন্টার্নশিপ, মেকাট্রনিক্স প্রশিক্ষণ, সফট স্কিল ট্রেনিং-এর সাথে চার বছরের জন্য স্কলারশিপ সুবিধা পাবেন।

স্কলারশিপ প্রোগ্রামে মেয়েদের জন্য 50% আসন সংরক্ষিত রয়েছে। অর্থাৎ একজন ছাত্রী হলে এই স্কলারশিপ পাওয়ার সুযোগ টা আরও বেশি।

আবেদনের যোগ্যতা – কারা আবেদন করতে পারবে?

শিক্ষার্থীদের সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পাঠরত হতে হবে।

  1. প্রথম বর্ষের শিক্ষার্থীরাই কেবল আবেদন করতে পারবেন এবং বয়স কুড়ি বছরের মধ্যে হতে হবে।
  2. শিক্ষার্থীদের (আইআইটি ব্যতীত)- মেকানিক্যাল/প্রোডাকশন, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইন্সট্রুমেন্টেশন বিভাগে পাঠরত হতে হবে।
  3. পারিবারিক বার্ষিক আয় ২ লাখ টাকার বেশি হওয়া যাবে না।
  4. উচ্চমাধ্যমিকে পদার্থবিদ্যা, গণিত এবং রসায়ন থাকতে হবে এবং ৬০ শতাংশ নম্বরও পেতে হবে।

আরো স্কলারশিপ

অ্যালস্টম ইন্ডিয়া স্কলারশিপ! ছাত্রছাত্রীরা পাবে ২৪০০০ টাকা, অনলাইনে আবেদন পদ্ধতি জেনে নিন

LIC Vidyadhan Scholarship: স্কুল ও কলেজ পড়ুয়াদের স্কলারশিপ দিচ্ছে এলআইসি! জানুন কীভাবে আবেদন

প্রয়োজনীয় ডকুমেন্টস
১) পাসপোর্ট সাইজের ফটো
২) পরীক্ষার রেজাল্টের কপি
৩) ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি এবং পেমেন্টের রশিদ কপি
৪) আধার কার্ডের/প্যান কার্ডের কপি
৫) ব্যাংক অ্যাকাউন্ট
৬) পরিবারের ইনকাম সার্টিফিকেট

কিভাবে আবেদন করবেন? (Online Application)

সাইমেন্স স্কলারশিপ 2023-24 বর্ষের জন্য আবেদন করতে প্রথমে অফিসিয়াল ল্যান্ডিং সাইটে গিয়ে বিস্তারিত তথ্য পরে নিতে পারেন। সরাসরি লিংক পোস্টের শেষে দেওয়া থাকবে

১) প্রথমে স্কলারশিপ আবেদন পেজে গিয়ে নাম, ইমেইল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

২) পরবর্তী ক্ষেত্রে একাডেমিক তথ্য, মার্কস এবং কলেজের বিবরণ দিতে হবে।

৩) তারপর ফর্মটি যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন।

অফিসিয়াল স্কলারশিপ পেজVisit ↗
অনলাইন আবেদনের সরাসরি লিংক▶ Apply Now

আবেদন সম্পূর্ণ হলে ফর্ম ফিলাপের সময় শিক্ষার্থীদের দেওয়ায় ইমেইল আইডিতে অ্যাপ্লিকেশন নম্বর এবং অন্যান্য সমস্ত তথ্য পৌঁছে যাবে।

এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -