Education Policy 2023: বাংলার শিক্ষাক্ষেত্রে নয়া নিয়ম প্রকাশ করল বিকাশ ভবন! জেনে নিন নতুন কি কি চালু হচ্ছে?

Last Updated:

Westbengal State Education Policy 2023: রাজ্যের সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন। কেন্দ্রের জাতীয় শিক্ষানীতিকে অগ্রাহ্য করে রাজ্যের তরফ থেকে প্রকাশ করা হলো রাজ্যের নতুন শিক্ষা নীতি। শনিবার সকালে রাজ্যের স্কুলশিক্ষা ও উচ্চশিক্ষা দপ্তরের পোর্টালে রাজ্যের নতুন শিক্ষানীতি নিয়ে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। ১৭৮ টি পৃষ্ঠা সহ রাজ্য শিক্ষানীতি সংক্রান্ত একটি বিরাট নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।

কেন্দ্রের জাতীয় শিক্ষানীতিকে যে পুরোপুরিভাবে ত্যাগ করেছে রাজ্যের নতুন শিক্ষা নীতিতে তা বলা ভুল হবে, কেন্দ্রের কিছু প্রস্তাব যেরকম গ্রহণ করা হয়েছে ঠিক তেমনি রাজ্যের তৈরি কমিটিতে আলোচনা করে রাজ্য শিক্ষা সংক্রান্ত কিছু নতুন পদক্ষেপও গ্রহণ করা হয়েছে।

রাজ্যের অভিজ্ঞ শিক্ষাবিদদের নিয়ে আলোচনা করার পর তবেই রাজ্যের নতুন শিক্ষানীতি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলার উচ্চশিক্ষা অর্থাৎ বিকাশ ভবনের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আপনারা পেয়ে যাবেন। আপনাদের PDF ডাউনলোড করার জন্য সরাসরি লিংক প্রতিবেদনের শেষে দেওয়া থাকবে

রাজ্যের নতুন শিক্ষানীতির উদ্দেশ্য

1) জ্ঞান, দক্ষতা এবং আচরণ দ্বারা সজ্জিত উচ্চ মানের শিক্ষা প্রতিটি শিশু ও যুবককে শুধুমাত্র জীবনে সফল হতে সক্ষম করে তা নয় বরং দেশের গঠনমূলক নাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করে।

2) বৃত্তিমূলক শিক্ষার সাথে একটি সংযোগ গড়ে তোলা।

3) একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নীতির বাস্তবায়ন নিশ্চিত করা।

4) 2030 সালের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে GER 100% করা।

5) কমপক্ষে 50% শিক্ষার্থী অন্তত একটি বৃত্তিমূলক বিষয় সহ মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষা থেকে উত্তীর্ণ হওয়া নিশ্চিত করা

6) 2025 সালের মধ্যে 3 শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে সংখ্যা ও সাক্ষরতার 100% দক্ষতা নিশ্চিত করা।

7) শিক্ষার্থীদের এবং শিক্ষার স্বার্থে স্কুল এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে মানবিক ও ভৌত অবকাঠামোকে সর্বোত্তমভাবে ব্যবহার করা।

8) আন্তর্জাতিক স্তরে শিক্ষা প্রতিষ্ঠান এবং ছাত্রদের শ্রেষ্ঠত্ব নিশ্চিত করা

রাজ্যের নতুন শিক্ষা নীতিতে কি কি উল্লেখিত রয়েছে

1) রাজ্যের নতুন শিক্ষানীতিতে উল্লেখ রয়েছে ১ বছরের প্রাক-প্রাথমিকের ক্লাস, প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ৪ বছরের প্রাথমিকের ক্লাস এবং পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আপার প্রাইমারি ক্লাস। এরপর নবম দশম শ্রেণীর পড়ুয়ারা মাধ্যমিক স্তরের এবং একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা উচ্চ মাধ্যমিক স্তরের অন্তর্ভুক্ত।

2) অষ্টম শ্রেণী থেকে সেমিস্টার পদ্ধতিতে ক্লাস শুরু করতে পারে স্কুল শিক্ষা দপ্তর এবং একাদশ ও দ্বাদশের পরীক্ষায় সেমিস্টার এবং OMR সিটে পরীক্ষা নেওয়ার ভাবনা উচ্চশিক্ষা দপ্তরের। উচ্চশিক্ষা দপ্তরের ২০২৬ সাল নাগাদ এই ভাবনা বাস্তবায়িত করার লক্ষ্যে রয়েছে।

বিস্তারিত পড়ুন » উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে OMR-শিটে! পড়ুয়াদের জন্য আপডেট দিল সংসদ

3) রাজ্যের নতুন শিক্ষা নিশিতে মাতৃভাষা অর্থাৎ বাংলা ভাষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে এর পাশাপাশি ইংরেজিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। নতুন শিক্ষানীতিতে উল্লেখ রয়েছে বাংলা এবং ইংরেজি ভাষা পড়ুয়াদের পড়তেই হবে

4) সকল পড়ুয়াদের জন্য তৈরি করা হবে একটি ‘ইউনিক আইডেন্টিটি কার্ড’ ওই কার্ডের মাধ্যমে একটি মেমরি থাকবে ওই মেমোরির মধ্যে পড়ুয়ার বিগত বছরের সমস্ত পরীক্ষার ফলাফল নথিভুক্ত থাকবে।

5) রাজ্যের নতুন শিক্ষা নীতিতে এ-ও বলা হয়েছে যে চিকিৎসকদের যেমন গ্রামে গিয়ে চিকিৎসা করতে হয় সেরকম শিক্ষকদেরও প্রথমে গ্রামের স্কুলগলিতে গিয়ে শিক্ষকতা করতে হবে।

6) কেন্দ্রে জাতীয় শিক্ষানীতিকে গ্রহণ করে রাজ্য শিক্ষা নীতিতে চার বছরের স্নাতক কোর্সের পাঠক্রম ইতিমধ্যে চালু করা হয়েছে।

Westbengal New Education Policy 2023 PDF Download @banglaruchchashiksha.wb.gov.in

STATE EDUCATION POLICY 2023বিবরণ
প্রকাশকাল9 সেপ্টেম্বর, 2023
পিডিএফ-এর পৃষ্ঠাসংখ্যা১৭৮
Download PDFClick ⇂

এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -