উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে OMR-শিটে! পড়ুয়াদের জন্য আপডেট দিল সংসদ

WBCHSE OMR Sheet is Going to be Introduced in Higher Secondary, 2023: উচ্চমাধ্যমিকে আসতে চলেছে আমূল পরিবর্তন!! উচ্চমাধ্যমিকের পরীক্ষা হবে এবার OMR শীটে, সেই সঙ্গে যুক্ত হবে সেমিস্টার পদ্ধতি।

মাধ্যমিক এর পর ছাত্রছাত্রীদের জীবনের অন্যতম বড় পরীক্ষা হলো উচ্চমাধ্যমিক পরীক্ষা। এবার সেই উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করলো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পাতার পর পাতা ভরে উত্তর লেখার দিন এখন অতীত, নতুন নিয়মকে এবার আয়ত্ত করতে হবে আগামী উচ্চমাধ্যমিক পড়ুয়াদের।

ওএমআর শিট (OMR sheet)- এ WBCHSE পরীক্ষা

বিস্তারিত বিজ্ঞপ্তি: উচ্চমাধ্যমিক MCQ প্রশ্নোত্তর চালু হওয়ার বিষয়ে বেশ কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। এবার থেকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার (semester) পদ্ধতিতে এক্সাম নেওয়া হবে,খানে ছাত্রছাত্রীরা MCQ প্রশ্নের উত্তর OMR শিটে ফিল আপ করবে।

কেন্দ্রের শিক্ষানীতি সম্পূর্ণ মানতে নারাজ রাজ্য শিক্ষা দফতর। উচ্চশিক্ষা সংসদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে একাদশ ও দ্বাদশ শ্রেণী মিলিয়ে মোট 8টি সেমিস্টারে পরীক্ষা হবে। সেই ক্ষেত্রে উচ্চমাধ্যমিকের মূল্যায়ন হবে শেষ দুটি সেমিস্টারে প্রাপ্ত নম্বর থেকে।

উচ্চমাধ্যমিকে প্রশ্নপত্রে নতুন নিয়ম, প্রকাশিত হলো নতুন শিক্ষানীতি (PDF) ২০২৩

উচ্চমাধ্যমিকের প্রথম সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টারে শুধুমাত্র MCQ অর্থাৎ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন থাকবে। OMR শিটে প্রশ্নের উত্তর দিতে হবে ছাত্রছাত্রীদের। এরপর দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারে ছাত্রছাত্রীদের শুধু সংক্ষিপ্ত এবং বিস্তারিত উত্তরধর্মী প্রশ্নের উত্তর করতে হবে।

শিক্ষানীতিতে এমন পরিবর্তন আনার কারণ কি?

উচ্চশিক্ষা দপ্তরের উচ্চমাধ্যমিক পরীক্ষা ব্যবস্থায় এরকম পরিবর্তন আনায় অনেকের মনেই প্রশ্নের শেষ নেই। তবে পরিবর্তনের কারণ জানিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য নিজের বক্তব্য রেখেছেন।

তিনি জানিয়েছেন যে, ইতিমধ্যে সমস্ত জাতীয় স্তরের পরীক্ষা যেমন, WBJEE, JEE MAINS, NEET, JEE ADVANCED – এই সকল পরীক্ষাগুলি OMR শিটের মাধ্যমে দিতে হচ্ছে ছাত্রছাত্রীদের। তাই উচ্চমাধ্যমিক স্তর থেকে OMR শিটে পরীক্ষা ব্যবস্থা পড়ুয়াদের জাতীয় স্তরের পরীক্ষা বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে সাহায্য করবে। সেই কারণের উচ্চশিক্ষা সংসদের এই চূড়ান্ত সিদ্ধান্ত বহাল হতে চলেছে।

অফিসিয়াল নোটিশ লিংক: https://wbchse.wb.gov.in/notices/

পড়াশোনায় বাধ্যতামূলক ABC কার্ড! নোটিশ জারি করল UGC, জানুন কিভাবে বানাবেন

উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীরা ট্যাবের ১০ হাজার টাকা কবে পাবে?

তবে এখনই এই নতুন পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থা শুরু হচ্ছে না। শিক্ষা দপ্তর জানিয়েছে এখনও প্রায় দুই বছর সময় লেগে যাবে এই নতুন পরীক্ষা কাঠামো গড়ে তুলতে। এই সময়ের মধ্যে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরে নতুন সিলেবাসও গঠন করা হবে।

এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -