ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় বাধ্যতামূলক ABC কার্ড! নোটিশ জারি করল UGC, জানুন কিভাবে বানাবেন

Published On:

ABC Id is Mandatory for students, UGC has issued Notice: ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে প্রায়ই নতুন নতুন নিয়ম যোগ হতে দেখা যায়। মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের ক্ষেত্রেও সম্প্রতি বেশ কিছু নতুন নিয়ম দেখা গেছে। পাশাপাশি, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রেও জারি হয়েছে নিয়ম।

সম্প্রতি ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন (UGC) উচ্চ শিক্ষার ক্ষেত্রে একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট সংক্ষেপে এ.বি.সি আইডি কার্ড থাকা বাধ্যতামূলক করেছে। অনেক কলেজে ভর্তির ক্ষেত্রে বা ভর্তির পরে এই কার্ডের জন্য ছাত্র-ছাত্রীদের বলা হচ্ছে। যেটি, দূর-শিক্ষা কোর্স (Distance Learning) বা যারা উচ্চশিক্ষায় পড়াশোনা করছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। সংযুক্ত হয়েছে একটি পোর্টাল। যা পড়ুয়াদের এনে দিয়েছে এক আলাদা মাত্রার সুবিধা।

কি এই নতুন কার্ড? কোন পোর্টালে এর জন্য আবেদন করতে হবে – সমস্ত কিছু বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট (ABC ID) কি?

বাধ্যতামূলক হলো ABC ID: ABC-এর পুরো কথা হলো Academic Bank of Credit. ইউজিসি নির্দেশ দিল, যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি অনলাইন বা দূরশিক্ষার কোর্স প্রদান করে তাদের অচিরেই বাধ্যতামূলকভাবে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট পোর্টাল – abc.gov.in-এ নথিভুক্ত করতে হবে। অনেক পড়ুয়ারাই জানেন না যে এই এবিসি পোর্টালটি ঠিক কী? আসুন জেনে নিই এবিসি পোর্টালটির সম্পর্কে:

এবিসি পোর্টাল হল মূলত একটি জাতীয় স্তরের পরিষেবা। এটি এমন একটি পরিষেবা যা নতুন পাঠ্যক্রম চালু করে দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্রেডিট ট্রান্সফার’-এর মাধ্যমে শিক্ষার্থীদের আন্তঃবিভাগীয় বা বহুবিভাগীয় কোর্সে সহজে পরিবর্তনের সুযোগ করে দেবে।

স্বাধীনতা দিবসে সুখবর! প্রধানমন্ত্রী মোদির বিশ্বকর্মা যোজনা, কারা পাবেন টাকা?

এবিসি পোর্টালটির কার্যকারিতা

সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে এবিসি প্রকল্পটিতে নথিভুক্ত করতে হয়। পাশাপাশি, এই পোর্টালে শিক্ষার্থীদের শিক্ষাসংক্রান্ত অ্যাকাউন্ট খোলা, বন্ধ ও তার বৈধতা দেওয়া, ক্রেডিট যাচাই করা, ক্রেডিট সঞ্চয় করা, ক্রেডিট স্থানান্তকরণ, ক্রেডিট ছাড় দেওয়া এবং সমস্ত অংশীদারদের কাছে এবিসি পোর্টালকে তুলে ধরার জন্যেও এটি ব্যবহৃত হয়।

ABC ID বানানোর রেজিস্ট্রেশন প্রক্রিয়া

দেখে নেওয়া যাক কী ভাবে এবিসি পোর্টালে রেজিস্টার করতে হয়?

  • ১. প্রথমত অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট পোর্টাল – abc.gov.in-এ যেতে হবে।
  • ২. এ বার হোমপেজে ‘মাই অ্যাকাউন্ট’ থেকে ‘স্টুডেন্ট’ বিকল্পটিকে বেছে নিতে হবে।
  • ৩. এরপর নিজের নাম বা ফোন নম্বর বা সরকারি সচিত্র প্রমাণপত্রের নম্বর দিয়ে লগ ইন বা নথিভুক্ত করতে হবে।
  • ৪. এখানে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে সমস্ত নথি আপলোড করতে হবে।

এবিসি পোর্টালে প্রার্থীদের শিক্ষাসংক্রান্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার পর তাঁদেরকে একটি ইউনিক আইডিও দেওয়া হবে এবং ছাত্র-ছাত্রীরা এবিসি আইডি বানানোর পর তাদের ডিজি-লকার একাউন্ট (Digilocker) থেকে তাদের এবিসি কার্ডও ডাউনলোড করতে পারবে

প্রসঙ্গত, ইতিমধ্যেই কলেজগুলি এই পোর্টালে নথিভুক্তকরণের কাজ শুরু করেছে। সেক্ষেত্রে অনেক বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের হয়ে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি করে দিচ্ছে

এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -